Ajker Patrika

এটা আমার জন্য ভীষণ মায়াবী রাত 

আপডেট : ০১ জুন ২০২২, ১২: ০৪
এটা আমার জন্য ভীষণ মায়াবী রাত 

টেনিস জগতের বহু কাঙ্ক্ষিত দ্বৈরথ হয়ে গেল গত রাতে। ফ্রেঞ্চ ওপেনের কোর্টে রাফায়েল নাদালেরই এগিয়ে থাকার কথা। কিন্তু খেলাটা রাতে হওয়ায় ফেবারিট হিসেবে উচ্চারিত হচ্ছিল নোভাক জোকোভিচের নাম। খোদ নাদালও এই সময়ে খেলতে রাজি ছিলেন না! কিন্তু লাল দুর্গের রাজা দেখিয়ে দিলেন, আগ্রাসন আর দৃঢ় সংকল্প থাকলে যেকোনো বাধা উতরে যাওয়া যায়।

রোলাঁ গারোয় রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে জোকোভিচকে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন নাদাল। শুক্রবার ফাইনালে ওঠার পথে স্প্যানিশ মহাতারকার বাধা জার্মানির আলেক্সান্ডার জভেরেভ।

সোয়া ৪ ঘণ্টার ‘ম্যারাথন’ লড়াইয়ের ফল দেখলেই বুঝতে পারার কথা, জোকোভিচ ছেড়ে কথা বলেননি। প্রথম সেটটা নাদাল জিতলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা ঘুরে দাঁড়ান পরের সেটে। অথচ এই সেটে একসময় নাদাল এগিয়ে ছিলেন।

ম্যারাথন লড়াই শেষে জোকোভিচের সঙ্গে করমর্দন করছেন নাদাল। ৬-৪ গেমে হারের পর রাতের ‘কমজোরি’র ব্যাপারটি শঙ্কা হয়ে উঁকি দিতে থাকে। কিন্তু নাদাল তৃতীয় সেটের পর সব শঙ্কা উড়িয়ে ১৪তম ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে নেন নিজেকে।

জয়টা আবার নাদালের জন্য মধুর প্রতিশোধও। গত বছর এই জোকোভিচের কাছে শেষ চারে হেরে বিদায় নিতে হয়েছিল।

তবে অতীত ভুলে ৩৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড শুধু সামনে আনলেন গত রাতের ধ্রুপদি লড়াইকে, ‘জোকোকে হারানোর উপায় একটিই—শুরু থেকে শেষ পর্যন্ত নিজের সবটুকু নিংড়ে দিয়ে লড়ে যাওয়া। এমন লড়াইয়ের পর রাতটা আমার কাছে ভীষণ মায়াবী লাগছে। খুব আবেগঘনও।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত