ভয়ডরহীন ক্যারিয়ারে কোর্টের প্রতিপক্ষদের কতশতবারই তো নাকানি-চুবানি খাইয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। কিন্তু শরীরে ক্যানসার ধরা পড়ার পর বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। ভেবেছিলেন, হয়তা পরের ক্রিসমাস চোখে দেখা হবে না।
তবে সেই ভয় কেটে গেছে টেনিস কিংবদন্তির। ভক্তদের দিয়েছেন সুখবর। নাভ্রাতিলোভা জানিয়েছেন, চিকিৎসার পরে তিনি এখন ক্যানসারমুক্ত।
নারী এককে ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাভ্রাতিলোভা। ২০১০ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। গত বছর স্তন ক্যানসারের পাশাপাশি তাঁর কণ্ঠেও ছড়িয়ে পড়ে ক্যানসার। গত জানুয়ারিতে নাভ্রাতিলোভা জানান, তাঁর দুই ক্যানসারই প্রাথমিক পর্যায়ে আছে।
গতকাল পিয়ের্স মরগানের টক টিভি শো’তে ৬৬ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘তারা (চিকিৎসক) যতদূর জানেন, আমি ক্যানসারমুক্ত। তবে আমাকে এখনো ডান স্তনে চিকিৎসা নিতে হচ্ছে। এটা ৯৯ শতাংশ সমাধানযোগ্য।’
নাভ্রাতিলোভা জানিয়েছেন, তাঁর বন্ধু ও সাবেক প্রতিদ্বন্দ্বী ক্রিস এভার্ট কঠিন সময়ে তাঁকে খুব সহযোগিতা করেছেন। এভার্ট নিজেও ২০২১ সালের ডিসেম্বরে ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। নাভ্রাতিলোভা ও এভার্ট ১৯৭০ ও ১৯৮০ ’র দশকে নারী টেনিস শাসন করেছেন। দুজনে ক্যানসারের চিকিৎসার নিয়েছেন নিউইয়র্কে।
ভয়ডরহীন ক্যারিয়ারে কোর্টের প্রতিপক্ষদের কতশতবারই তো নাকানি-চুবানি খাইয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। কিন্তু শরীরে ক্যানসার ধরা পড়ার পর বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। ভেবেছিলেন, হয়তা পরের ক্রিসমাস চোখে দেখা হবে না।
তবে সেই ভয় কেটে গেছে টেনিস কিংবদন্তির। ভক্তদের দিয়েছেন সুখবর। নাভ্রাতিলোভা জানিয়েছেন, চিকিৎসার পরে তিনি এখন ক্যানসারমুক্ত।
নারী এককে ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাভ্রাতিলোভা। ২০১০ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। গত বছর স্তন ক্যানসারের পাশাপাশি তাঁর কণ্ঠেও ছড়িয়ে পড়ে ক্যানসার। গত জানুয়ারিতে নাভ্রাতিলোভা জানান, তাঁর দুই ক্যানসারই প্রাথমিক পর্যায়ে আছে।
গতকাল পিয়ের্স মরগানের টক টিভি শো’তে ৬৬ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘তারা (চিকিৎসক) যতদূর জানেন, আমি ক্যানসারমুক্ত। তবে আমাকে এখনো ডান স্তনে চিকিৎসা নিতে হচ্ছে। এটা ৯৯ শতাংশ সমাধানযোগ্য।’
নাভ্রাতিলোভা জানিয়েছেন, তাঁর বন্ধু ও সাবেক প্রতিদ্বন্দ্বী ক্রিস এভার্ট কঠিন সময়ে তাঁকে খুব সহযোগিতা করেছেন। এভার্ট নিজেও ২০২১ সালের ডিসেম্বরে ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। নাভ্রাতিলোভা ও এভার্ট ১৯৭০ ও ১৯৮০ ’র দশকে নারী টেনিস শাসন করেছেন। দুজনে ক্যানসারের চিকিৎসার নিয়েছেন নিউইয়র্কে।
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
১৪ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে