ক্রীড়া ডেস্ক
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মতপার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
সানিয়া মির্জা, শোয়েব মালিকের সংসার টেকেনি। এমন আরও অনেক ক্রীড়া দম্পতিই আছেন, যাঁদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে ধারণা করা হয়েছিল, এই তালিকায় হয়তো পড়বেন না বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচ। প্রথম পাঁচ বছর পেরিয়ে গেলে সেই ধারণা আরও পাকাপোক্ত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছাড়াছাড়িই হয়ে গেল এই তারকা দম্পতির। ৯ বছরের সংসার ভেঙে গেছে তাঁদের।
গত এপ্রিলেই ইংলিশ ট্যাবলয়েড ডেইলি মেইল খবর দিয়েছিল ফুটবল ও টেনিসের দুই সাবেক তারকার দাম্পত্যজীবনে টানাপোড়েনের খবর। শোয়েনস্টেইগার জার্মান, আর ইভানোভিচ সার্বিয়ান। দুজনই ইউরোপিয়ান হলেও ভিন্ন ভিন্ন জীবনধারা তাঁদের। স্পোর্টস ব্রডকাস্টার হিসেবে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশ চষে বেড়াতে হয় শোয়েনস্টেইগারকে। আর ইভানোভিচ থাকেন সার্বিয়াতেই। তিন সন্তানকে দেখাশোনা করেই জীবন কাটে তাঁর। এই বৈপরীত্যই বিচ্ছেদের বীজ বুনেছে তাঁদের মধ্যে। দিন যত গড়িয়েছে, সেটাই বড় হয়ে দুজনের দূরত্ব আরও বাড়িয়েছে। মাঝখানে এমনও খবর বেরোয়, শোয়েনস্টেইগার নাকি নতুন বান্ধবীও জুটিয়ে ফেলেছেন!
দুজনের ছাড়াছাড়ি হওয়ার খবরটি দিয়েছে জার্মান পত্রিকা বিল্ড। ইভানোভিচের আইনজীবী ও প্রতিনিধিত্বকারী ক্রিশ্চিয়ান শের্টজের মাধ্যমে জার্মান পত্রিকাটি জানতে পারে, মতপার্থক্যের কারণেই দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত। শের্টজ বলেন, ‘সমর্থকেরা বিষয়টি বুঝবেন এবং তাঁদের নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দেবেন।’
শোয়েনস্টেইগারের সঙ্গে আনা ইভানোভিচের প্রথম পরিচয় ২০১৪ সালে। এরপর রোমান্সের শুরু দুজনার। চুটিয়ে প্রেম করা এবং নিজেদের জানাশোনার পর ২০১৬ সালে ভেনিসে বিয়ে করেন তারা। ভালোই চলছিল তাঁদের সংসার। কিন্তু বেশ কয়েক মাস থেকে সংসারে অশান্তির শুরু। জার্মান ম্যাগাজিন বুন্টের তথ্যানুযায়ী কয়েক মাস ধরে তাঁরা আর একই ছাদের নিচে থাকেন না। অনিবার্য পরিণতি হিসেবেই ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁদের।
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মতপার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
সানিয়া মির্জা, শোয়েব মালিকের সংসার টেকেনি। এমন আরও অনেক ক্রীড়া দম্পতিই আছেন, যাঁদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে ধারণা করা হয়েছিল, এই তালিকায় হয়তো পড়বেন না বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচ। প্রথম পাঁচ বছর পেরিয়ে গেলে সেই ধারণা আরও পাকাপোক্ত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছাড়াছাড়িই হয়ে গেল এই তারকা দম্পতির। ৯ বছরের সংসার ভেঙে গেছে তাঁদের।
গত এপ্রিলেই ইংলিশ ট্যাবলয়েড ডেইলি মেইল খবর দিয়েছিল ফুটবল ও টেনিসের দুই সাবেক তারকার দাম্পত্যজীবনে টানাপোড়েনের খবর। শোয়েনস্টেইগার জার্মান, আর ইভানোভিচ সার্বিয়ান। দুজনই ইউরোপিয়ান হলেও ভিন্ন ভিন্ন জীবনধারা তাঁদের। স্পোর্টস ব্রডকাস্টার হিসেবে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশ চষে বেড়াতে হয় শোয়েনস্টেইগারকে। আর ইভানোভিচ থাকেন সার্বিয়াতেই। তিন সন্তানকে দেখাশোনা করেই জীবন কাটে তাঁর। এই বৈপরীত্যই বিচ্ছেদের বীজ বুনেছে তাঁদের মধ্যে। দিন যত গড়িয়েছে, সেটাই বড় হয়ে দুজনের দূরত্ব আরও বাড়িয়েছে। মাঝখানে এমনও খবর বেরোয়, শোয়েনস্টেইগার নাকি নতুন বান্ধবীও জুটিয়ে ফেলেছেন!
দুজনের ছাড়াছাড়ি হওয়ার খবরটি দিয়েছে জার্মান পত্রিকা বিল্ড। ইভানোভিচের আইনজীবী ও প্রতিনিধিত্বকারী ক্রিশ্চিয়ান শের্টজের মাধ্যমে জার্মান পত্রিকাটি জানতে পারে, মতপার্থক্যের কারণেই দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত। শের্টজ বলেন, ‘সমর্থকেরা বিষয়টি বুঝবেন এবং তাঁদের নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দেবেন।’
শোয়েনস্টেইগারের সঙ্গে আনা ইভানোভিচের প্রথম পরিচয় ২০১৪ সালে। এরপর রোমান্সের শুরু দুজনার। চুটিয়ে প্রেম করা এবং নিজেদের জানাশোনার পর ২০১৬ সালে ভেনিসে বিয়ে করেন তারা। ভালোই চলছিল তাঁদের সংসার। কিন্তু বেশ কয়েক মাস থেকে সংসারে অশান্তির শুরু। জার্মান ম্যাগাজিন বুন্টের তথ্যানুযায়ী কয়েক মাস ধরে তাঁরা আর একই ছাদের নিচে থাকেন না। অনিবার্য পরিণতি হিসেবেই ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁদের।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে