অবশেষে এ বছর দ্বিতীয় শিরোপার দেখা পেলেন আরিনা সাবালেঙ্কা। গত রাতে সেন্টার কোর্টে জেসিকা পেগুলাকে হারিয়ে সিনসিনাটি ওপেন জিতেছেন তিনি। গত জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের পর এটি তাঁর প্রথম টাইটেল।
ফাইনালে পেগুলাকে হারাতে সাবালেঙ্কার লেগেছে ৭৬ মিনিট। ৬-৩, ৭-৫ গেমে জিতেছেন তিনি। ২৬ বছর বয়সী বেলারুশিয়ানের এটি ক্যারিয়ারের ১৫তম শিরোপা এবং ষষ্ঠতম ১০০০ ডব্লুটিএ। চোট কাটিয়ে ফিরে এই জয়ের পর তিনি বলেন, ‘এই ট্রফি আমার কাছে অনেক কিছু। এটা সত্যি অনেক বড় অর্জন।’ কাঁধের চোটে সাবালেঙ্কা গত উইম্বলডনে খেলতে পারেননি।
গত সপ্তাহে কানাডিয়ান ওপেন জিতেছিলেন পেগুলা। আমেরিকার মেয়ে তবে এবার পারলেন না সিনসিনাটির ফাইনালে। থামল তাঁর টানা ৯ ম্যাচের জয়রথ। এই জয়ে ডব্লুটিএ র্যাঙ্কিংয়ে নতুন দুই নম্বর বাছাই হলেন সাবালেঙ্কা। কোকো গফকে তিনে নামিয়ে দিয়েছেন তিনি। দুটি গ্র্যান্ড স্ল্যামের মালিক এর আগে সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে হারান শীর্ষ বাছাই ইগা শিয়াতেককে। আগামী ২৬ আগস্ট থেকে শুরু ইউএস ওপেনেও দেখা যাবে সাবালেঙ্কা।
গতকাল ছেলেদের সিনসিনাটি ওপেন জিতেছেন ইয়ানিক সিনারও। শীর্ষ বাছাই ফাইনালে ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারিয়েছেন ফ্রান্সিস টিয়াফোকে। ইতালিয়ান তারকার এটি তৃতীয় এটিপি মাস্টার্স ট্রফি।
অবশেষে এ বছর দ্বিতীয় শিরোপার দেখা পেলেন আরিনা সাবালেঙ্কা। গত রাতে সেন্টার কোর্টে জেসিকা পেগুলাকে হারিয়ে সিনসিনাটি ওপেন জিতেছেন তিনি। গত জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের পর এটি তাঁর প্রথম টাইটেল।
ফাইনালে পেগুলাকে হারাতে সাবালেঙ্কার লেগেছে ৭৬ মিনিট। ৬-৩, ৭-৫ গেমে জিতেছেন তিনি। ২৬ বছর বয়সী বেলারুশিয়ানের এটি ক্যারিয়ারের ১৫তম শিরোপা এবং ষষ্ঠতম ১০০০ ডব্লুটিএ। চোট কাটিয়ে ফিরে এই জয়ের পর তিনি বলেন, ‘এই ট্রফি আমার কাছে অনেক কিছু। এটা সত্যি অনেক বড় অর্জন।’ কাঁধের চোটে সাবালেঙ্কা গত উইম্বলডনে খেলতে পারেননি।
গত সপ্তাহে কানাডিয়ান ওপেন জিতেছিলেন পেগুলা। আমেরিকার মেয়ে তবে এবার পারলেন না সিনসিনাটির ফাইনালে। থামল তাঁর টানা ৯ ম্যাচের জয়রথ। এই জয়ে ডব্লুটিএ র্যাঙ্কিংয়ে নতুন দুই নম্বর বাছাই হলেন সাবালেঙ্কা। কোকো গফকে তিনে নামিয়ে দিয়েছেন তিনি। দুটি গ্র্যান্ড স্ল্যামের মালিক এর আগে সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে হারান শীর্ষ বাছাই ইগা শিয়াতেককে। আগামী ২৬ আগস্ট থেকে শুরু ইউএস ওপেনেও দেখা যাবে সাবালেঙ্কা।
গতকাল ছেলেদের সিনসিনাটি ওপেন জিতেছেন ইয়ানিক সিনারও। শীর্ষ বাছাই ফাইনালে ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারিয়েছেন ফ্রান্সিস টিয়াফোকে। ইতালিয়ান তারকার এটি তৃতীয় এটিপি মাস্টার্স ট্রফি।
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচিত হয়ে আজ সংবাদ সম্মলেন তিনি জানান, এখন থেকে বিসিবির বোর্ড সভায় মোবাইল নিষিদ্ধ।
১০ ঘণ্টা আগেহোটেল সোনারগাঁয়ে নির্বাচন শেষে আজ সোমবার রাত ৯টায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বুলবুল এসেছেন টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হয়ে। তাঁর পাশে বসা আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। খেলোয়াড়িজীবনে একে অন্যের অধীনে কত ম্যাচই তো খেলেছেন দুজন...
১১ ঘণ্টা আগেগত মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এবারও তাঁর সভাপতি হওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা। আজ বিসিবি নির্বাচন শেষে ফের সভাপতি হলেন বুলবুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ–সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে যাঁরা জয়ী হয়েছেন, তাঁদের নাম নিচে দেওয়া হলো—
১৪ ঘণ্টা আগে