ফ্রেঞ্চ ওপেন শেষ হলেও এ নিয়ে চর্চা এখনো চলছে। এবার নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন ইগা সিয়াতেক। ২০২০ সালেও শিরোপাটা উঠেছিল পোলিশ তারকার হাতে।
দুই বছর পর রোলাঁ গারোর রানির মুকুট ফিরে পাওয়ায় স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত সিয়াতেক। ট্রফি নিয়ে তিনি এখন প্যারিস শহর ঘুরে দেখছেন, নানা ভঙ্গিতে ছবিও তুলছেন। সময়টা এখন তাঁর। ডানা মেলে উড়ে বেড়াবার।
নারী টেনিসের গ্ল্যামার সর্বজনবিদিত ব্যাপার। এখানে খেলার সঙ্গে সৌন্দর্যেরও যোগসূত্র আছে। আনা কুর্নিকোভা-মারিয়া শারাপোভারা তো নিজেদের রূপ দিয়েই নারী টেনিসকে আরেক ধাপ ওপরে নিয়ে গেছেন। তবে সেই গ্ল্যামারে গা ভাসাতে চান না সিয়াতেক। সংবাদ সম্মেলনে ব্রিটিশ সাংবাদিকদের প্রশ্নে তাই একটু বিব্রতই হয়েছেন নারী টেনিসের শীর্ষ তারকা।
সাংবাদিক ক্যাথরিন হুইটেকার সিয়াতেককে প্রশ্ন করেন, ‘যখন আপনি পার্টিতে যান, তখন কি আপনি সাজগোজ (মেকআপ) করেন নাকি টেনিস কোর্টের মতোই সাদামাটা থাকেন? আসলে অতীতে অনেককেই দেখেছি কোর্টে নামার আগে আয়নার সামনে অনেক সময় ব্যয় করেন।’
জবাবে ২১ বছর বয়সী সিয়াতেক বলেছেন, ‘আপনাকে ধন্যবাদ। কোর্টে আমি একটি ক্যাপ পরে থাকি। তাই আমাকে চুল নিয়ে ভাবতে হয় না। এটি সবচেয়ে ইতিবাচক বিষয়। আমার কাছে সাজগোজ করা গুরুত্বপূর্ণ নয়। মেকআপ খুব বেশি পরিবর্তন আনে বলে মনে হয় না। যদি মেকআপ নিয়ে কোর্টে যাই, তাহলে বারবার তোয়ালে ব্যবহার করলে এটি উঠে যাবে।’
ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের পথে একটি জায়গায় ভেনাস উইলিয়ামসকে ছুঁয়ে ফেলেছেন সিয়াতেক। একুশ শতকে নারী এককে সবচেয়ে বেশি টানা ৩৫ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। উইম্বলডনে ভেনাসের রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। তবে সিয়াতেকের লক্ষ্য শুধু একটি ম্যাচ জয় নয়; সবুজ গালিচাতেও শিরোপা উৎসব করা, ‘আমার কোচ মনে করেন, আমি ঘাসের কোর্টেও শিরোপা জিততে পারি। সেই যোগ্যতা আমার আছে।’
ফ্রেঞ্চ ওপেন শেষ হলেও এ নিয়ে চর্চা এখনো চলছে। এবার নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন ইগা সিয়াতেক। ২০২০ সালেও শিরোপাটা উঠেছিল পোলিশ তারকার হাতে।
দুই বছর পর রোলাঁ গারোর রানির মুকুট ফিরে পাওয়ায় স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত সিয়াতেক। ট্রফি নিয়ে তিনি এখন প্যারিস শহর ঘুরে দেখছেন, নানা ভঙ্গিতে ছবিও তুলছেন। সময়টা এখন তাঁর। ডানা মেলে উড়ে বেড়াবার।
নারী টেনিসের গ্ল্যামার সর্বজনবিদিত ব্যাপার। এখানে খেলার সঙ্গে সৌন্দর্যেরও যোগসূত্র আছে। আনা কুর্নিকোভা-মারিয়া শারাপোভারা তো নিজেদের রূপ দিয়েই নারী টেনিসকে আরেক ধাপ ওপরে নিয়ে গেছেন। তবে সেই গ্ল্যামারে গা ভাসাতে চান না সিয়াতেক। সংবাদ সম্মেলনে ব্রিটিশ সাংবাদিকদের প্রশ্নে তাই একটু বিব্রতই হয়েছেন নারী টেনিসের শীর্ষ তারকা।
সাংবাদিক ক্যাথরিন হুইটেকার সিয়াতেককে প্রশ্ন করেন, ‘যখন আপনি পার্টিতে যান, তখন কি আপনি সাজগোজ (মেকআপ) করেন নাকি টেনিস কোর্টের মতোই সাদামাটা থাকেন? আসলে অতীতে অনেককেই দেখেছি কোর্টে নামার আগে আয়নার সামনে অনেক সময় ব্যয় করেন।’
জবাবে ২১ বছর বয়সী সিয়াতেক বলেছেন, ‘আপনাকে ধন্যবাদ। কোর্টে আমি একটি ক্যাপ পরে থাকি। তাই আমাকে চুল নিয়ে ভাবতে হয় না। এটি সবচেয়ে ইতিবাচক বিষয়। আমার কাছে সাজগোজ করা গুরুত্বপূর্ণ নয়। মেকআপ খুব বেশি পরিবর্তন আনে বলে মনে হয় না। যদি মেকআপ নিয়ে কোর্টে যাই, তাহলে বারবার তোয়ালে ব্যবহার করলে এটি উঠে যাবে।’
ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের পথে একটি জায়গায় ভেনাস উইলিয়ামসকে ছুঁয়ে ফেলেছেন সিয়াতেক। একুশ শতকে নারী এককে সবচেয়ে বেশি টানা ৩৫ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। উইম্বলডনে ভেনাসের রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। তবে সিয়াতেকের লক্ষ্য শুধু একটি ম্যাচ জয় নয়; সবুজ গালিচাতেও শিরোপা উৎসব করা, ‘আমার কোচ মনে করেন, আমি ঘাসের কোর্টেও শিরোপা জিততে পারি। সেই যোগ্যতা আমার আছে।’
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৪০ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে