সোনা জিতলেও অলিম্পিকে ওড়ে না তাঁদের পতাকা, বাজে না জাতীয় সংগীত
সোনা জয়ের পর পোডিয়ামে উঠলে রাশিয়ান অ্যাথলেটদের জন্য জাতীয় সংগীত বাজে না। সেটির পরিবর্তে অ্যাথলেটরা শোনেন পিওতর তায়কোভস্কির পিয়ানোর সুর। সোনা জয়ের আনন্দে রাশিয়ানরা গায়ে জড়াতে পারেন না দেশের পতাকা, তাঁদের মাথার ওপর উড়ে অলিম্পিকের প্রতীক খচিত সাদা এক টুকরো কাপড়।