Ajker Patrika

দুই হাতের কবজি ছাড়াই টেবিল টেনিস খেলে যাচ্ছেন অদম্য কাজল 

তরুণ চক্রবর্তী, কলকাতা
আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৩: ৫৩
দুই হাতের কবজি ছাড়াই টেবিল টেনিস খেলে যাচ্ছেন অদম্য কাজল 

বহুদিন আগে দুর্ঘটনায় কাটা পড়েছে কাজল দের দুই হাতের পাঞ্জা। তবু দমে যাননি তিনি। প্রবল ইচ্ছাশক্তিতে ভারতের ত্রিপুরা রাজ্যের কাজল দে চালিয়ে যাচ্ছেন টেবিল টেনিস। শুধু নিজেই খেলছেন না, শেখাচ্ছেন অন্যদেরও।

কাটা হাতেই ব্যাট বেঁধে সবাইকে অবাক করে দিয়ে টেবিল টেনিস খেলে আসছেন দীর্ঘ সময় ধরে। রাজধানীর আগরতলার নেতাজি সুভাষ ক্লাবে প্রতিদিন নিয়ম করে অনুশীলন করেন এই খেলোয়াড়।

ছোটবেলা থেকেই খেলাপাগল কাজল। পরিবহন দপ্তরে পেশাগত দায়িত্বটুকু বাদ দিলে খেলাধুলা নিয়েই তাঁর স্বপ্ন। একসময় কাজল স্বপ্ন দেখতেন অলিম্পিকে খেলার। তবে সেই স্বপ্ন তাঁর পূরণ হয়নি। পরে চেয়েছিলেন প্রতিবন্ধীদের অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। ত্রিপুরার কাজলের সেই ইচ্ছাও পূরণ হয়নি। তবে হাল ছাড়েননি কাজল।

রাজ্যস্তরের বহু প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন কাটা হাতে খেলেই। টেবিল টেনিস নিয়ে নিজের স্বপ্নের কথাও জানিয়েছেন কাজল। তিনি বলেছেন, ‘খেলাধুলা ভালোবাসি ছোট থেকেই। হাত নেই তো কী হয়েছে, খেলছি তো। অনেক স্বপ্ন ছিল। কিন্তু পূরণ হয়নি। তবু অনুশীলন চালিয়ে যাচ্ছি। আর তৈরি করছি ছোটদের।’

কাজলের স্বপ্ন এখন ছোটদের নিয়েই। তাঁর হাতে তৈরি খুদে টেবিল টেনিস খেলোয়াড়েরা রাজ্যস্তর ডিঙিয়ে জাতীয় স্তরেও প্রতিভার ঝলক দেখাচ্ছে। কাজলের বিশ্বাস, একদিন তাঁর শিষ্যরা আন্তর্জাতিক স্তরেও সাফল্য পাবে।

ত্রিপুরার কাজল যেন প্রতিদিন প্রমাণ করে যাচ্ছেন শারীরিক অক্ষমতাকে মানসিক শক্তি দিয়ে কীভাবে সহজেই হারানো যায়। ত্রিপুরার সাবেক ক্রিকেটার মনিময় রায়ের মতে, যেকোনো ক্রীড়াপ্রেমীর কাছে কাজল একটা উদাহরণ। প্রতিবন্ধী বলেই শুধু নয়, টিটি প্লেয়ার হিসেবেও তিনি অত্যন্ত দক্ষ। কোচ হিসেবে কাজলের দক্ষতা তো এরই মধ্যে প্রমাণিত!

বিষয়:

অন্য খেলা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত