Ajker Patrika

বিমানে উত্ত্যক্তকারীকে টাইসনের ‘ঘুষি’

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৩: ০১
বিমানে উত্ত্যক্তকারীকে টাইসনের ‘ঘুষি’

বক্সিং রিংয়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়ে পেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ‘খারাপ’ মানুষের তকমা। সেই মাইক টাইসনকে উত্ত্যক্ত করা আর বাঘের লেজ দিয়ে কান চুলকানো তো প্রায় একই কথা!

কিন্তু বিমানে এক যাত্রী এমন দুঃসাহসই দেখাতে গিয়েছিলেন। অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে করেছেন টাইসনকে বিরক্ত। এবং ফল যা হওয়ার তাই হয়েছে, সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়নের হাতে খেয়েছেন বেধড়ক ঘুষি।

সান ফ্রানসিসকো থেকে বিমানে চড়ে ফ্লোরিডায় যাওয়ার কথা ছিল সর্বকালের অন্যতম সেরা বক্সার টাইসনের। বিমান উড্ডয়নের আগেই এক মাতাল যাত্রী ক্রমাগত উত্ত্যক্ত করেছেন টাইসনকে। একপর্যায়ে সেই মাতাল ব্যক্তি টাইসনকে বোতলের পানি ছুড়েছেন বলেও জানা গেছে।

ফোনের এক ভিডিওতে দেখা গেছে, শুরুতে শান্তই ছিলেন টাইসন। এমনকি সেই যাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণও করেছেন। কিন্তু একের পর এক কাণ্ডে শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে উত্ত্যক্তকারী যাত্রীর মুখে কয়েকটি ঘুষি চালিয়ে বিমান থেকে নেমে যান টাইসন।

টাইসনের ঘুষি খেয়ে শেষ পর্যন্ত হুঁশ ফিরেছে সেই যাত্রীর। তার মুখে কয়েকটি আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্তও শুরু করেছে তারা। পরে বিবৃতিতে টাইসনের প্রতিনিধি থেকে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত টাইসন একজন আগ্রাসী যাত্রীর পাল্লায় পড়েছিলেন, যিনি কিনা টাইসনকে যাত্রী সিটে ক্রমাগত বিরক্ত করেছেন এবং একপর্যায়ে পানিও ছুড়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত