নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোহানুর রহমান সবুজকে দিয়ে গোল করানোর যথেষ্ট চেষ্টা করে গেল মেরিনার্স। কিন্তু বোঝা গেল যথেষ্ট চাপে আছেন সবুজ। পাঁচটি পেনাল্টি কর্নার পেয়ে একটিও কাজে লাগাতে পারলেন না। অবশেষে একটি গোল পেলেন যদিও কিন্তু তাতে হতাশা বেড়ে গেল আরও। ২৮ বছরের পুরোনো রেকর্ড থেকে মাত্র এক গোল দূরত্বে থেকে ফিরতে হলো সবুজকে।
টানা দ্বিতীয় লিগ শিরোপা জিততে হলে আজ বাংলাদেশ পুলিশের বিপক্ষে জিততেই হতো মেরিনার্সকে। মওলানা ভাসানী স্টেডিয়ামে ৪-২ গোলে জিতে মেরিনার্স শিরোপার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। ৩৭ পয়েন্টে আপাতত শীর্ষে গতবারের লিগ সেরা দলটি। তবে শিরোপা জিততে হলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনী-মোহামেডান ম্যাচের ফলের দিকে তাকিয়ে মামুন উর রশীদের দল। আবাহনী-মোহামেডান ম্যাচের ফল ড্র হলে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন মেরিনার্স। আবাহনী জিতলে মেরিনার্সের সমান ৩৭ পয়েন্ট হবে তাদের। বাইলজ অনুযায়ী তখন প্লে-অফ খেলার কথা দুই দলের।
মেরিনার্সের আশা বেঁচে থাকলেও সবুজ লিগ শেষ করেছেন অপ্রাপ্তি নিয়ে। ১৯৯৫-৯৬ মৌসুমে লিগে ৪০ গোল করে ২৮ বছর ধরে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে রেখেছিলেন ঊষার সাবেক ফরোয়ার্ড রফিকুল ইসলাম কামাল। যদিও কামাল এই রেকর্ড গড়েছিলেন ২২ ম্যাচ খেলে। ১৫ ম্যাচ খেলা সবুজ এবার যে গতিতে এগোচ্ছিলেন তাতে এবার রেকর্ডটা ভেঙে যেতে পারে, এমন ধারণা নিয়ে সবুজকে আগাম অভিনন্দনও জানিয়ে রেখেছিলেন কামাল। পুলিশের বিপক্ষে সবুজ শুরু করেছিলেন ৩৮ গোল নিয়ে। দুই গোল হলে ছুঁয়ে ফেলতে পারতেন কামালকে, তিন গোল হলে ভেঙে ফেলতেন রেকর্ড। কিন্তু চাপ যেন চেপে বসেছিল সবুজের কাঁধে। পুরো লিগে মুড়িমুড়কির মতো পেনাল্টি কর্নারে ২২ গোল করা সবুজ আজ পাঁচ পেনাল্টি কর্নার থেকে গোল পেলেন না একটিও! যে একটি গোল পেলেন সেটিও পেনাল্টি স্ট্রোকের বদ্যানতায়।
আবাহনী মোহামেডানকে হারিয়ে দিলে বাইলজ অনুযায়ী প্লে-অফ খেলার কথা মেরিনার্স-আবাহনীর। সে ক্ষেত্রে কাগজে-কলমে রেকর্ড গড়ার সুযোগ থাকলেও আগামী পরশু বাংলাদেশ বিমানবাহিনীর হয়ে খেলতে ভারত যাবেন সবুজ। সে ক্ষেত্রে প্লে-অফে সবুজের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। রেকর্ড হচ্ছে না; এমনটা ধরে নিয়ে যা হচ্ছে তাতেই খুশি সবুজ। ম্যাচ শেষে বললেন, ‘আমি চাপ নেওয়ার চেষ্টা করিনি। যা হয়ে গেছে, সেটা ভুলে থাকার চেষ্টা করব। পরবর্তী লিগে যে দলের হয়েই খেলি, চেষ্টা করব নিজের সেরাটা দিতে। আমার নিজের রেকর্ডের চেয়ে মেরিনার্সের ফলটা ছিল বেশি জরুরি। এখন আমরা আবাহনী-মোহামেডান ম্যাচের দিকে তাকিয়ে, দেখি কী হয়!’
চাপ নেননি বললেও মেরিনার্স কোচ মামুন উর রশীদ বললেন সবুজ আসলে চাপে ভুগেছেন। বললেন, ‘সবুজ ইতিবাচক থাকলে রেকর্ডটা করতে পারত। তবে শিরোপা যারই হোক আমরা যেখান থেকে উঠে এসেছি চ্যাম্পিয়ন হতে না পারলেও আমাদের দুঃখ থাকবে না। প্লে-অফ না হলেও আমরা খুশি। যে চ্যাম্পিয়ন হবে তাঁকে আমাদের অভিনন্দন।’
সোহানুর রহমান সবুজকে দিয়ে গোল করানোর যথেষ্ট চেষ্টা করে গেল মেরিনার্স। কিন্তু বোঝা গেল যথেষ্ট চাপে আছেন সবুজ। পাঁচটি পেনাল্টি কর্নার পেয়ে একটিও কাজে লাগাতে পারলেন না। অবশেষে একটি গোল পেলেন যদিও কিন্তু তাতে হতাশা বেড়ে গেল আরও। ২৮ বছরের পুরোনো রেকর্ড থেকে মাত্র এক গোল দূরত্বে থেকে ফিরতে হলো সবুজকে।
টানা দ্বিতীয় লিগ শিরোপা জিততে হলে আজ বাংলাদেশ পুলিশের বিপক্ষে জিততেই হতো মেরিনার্সকে। মওলানা ভাসানী স্টেডিয়ামে ৪-২ গোলে জিতে মেরিনার্স শিরোপার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। ৩৭ পয়েন্টে আপাতত শীর্ষে গতবারের লিগ সেরা দলটি। তবে শিরোপা জিততে হলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনী-মোহামেডান ম্যাচের ফলের দিকে তাকিয়ে মামুন উর রশীদের দল। আবাহনী-মোহামেডান ম্যাচের ফল ড্র হলে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন মেরিনার্স। আবাহনী জিতলে মেরিনার্সের সমান ৩৭ পয়েন্ট হবে তাদের। বাইলজ অনুযায়ী তখন প্লে-অফ খেলার কথা দুই দলের।
মেরিনার্সের আশা বেঁচে থাকলেও সবুজ লিগ শেষ করেছেন অপ্রাপ্তি নিয়ে। ১৯৯৫-৯৬ মৌসুমে লিগে ৪০ গোল করে ২৮ বছর ধরে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে রেখেছিলেন ঊষার সাবেক ফরোয়ার্ড রফিকুল ইসলাম কামাল। যদিও কামাল এই রেকর্ড গড়েছিলেন ২২ ম্যাচ খেলে। ১৫ ম্যাচ খেলা সবুজ এবার যে গতিতে এগোচ্ছিলেন তাতে এবার রেকর্ডটা ভেঙে যেতে পারে, এমন ধারণা নিয়ে সবুজকে আগাম অভিনন্দনও জানিয়ে রেখেছিলেন কামাল। পুলিশের বিপক্ষে সবুজ শুরু করেছিলেন ৩৮ গোল নিয়ে। দুই গোল হলে ছুঁয়ে ফেলতে পারতেন কামালকে, তিন গোল হলে ভেঙে ফেলতেন রেকর্ড। কিন্তু চাপ যেন চেপে বসেছিল সবুজের কাঁধে। পুরো লিগে মুড়িমুড়কির মতো পেনাল্টি কর্নারে ২২ গোল করা সবুজ আজ পাঁচ পেনাল্টি কর্নার থেকে গোল পেলেন না একটিও! যে একটি গোল পেলেন সেটিও পেনাল্টি স্ট্রোকের বদ্যানতায়।
আবাহনী মোহামেডানকে হারিয়ে দিলে বাইলজ অনুযায়ী প্লে-অফ খেলার কথা মেরিনার্স-আবাহনীর। সে ক্ষেত্রে কাগজে-কলমে রেকর্ড গড়ার সুযোগ থাকলেও আগামী পরশু বাংলাদেশ বিমানবাহিনীর হয়ে খেলতে ভারত যাবেন সবুজ। সে ক্ষেত্রে প্লে-অফে সবুজের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। রেকর্ড হচ্ছে না; এমনটা ধরে নিয়ে যা হচ্ছে তাতেই খুশি সবুজ। ম্যাচ শেষে বললেন, ‘আমি চাপ নেওয়ার চেষ্টা করিনি। যা হয়ে গেছে, সেটা ভুলে থাকার চেষ্টা করব। পরবর্তী লিগে যে দলের হয়েই খেলি, চেষ্টা করব নিজের সেরাটা দিতে। আমার নিজের রেকর্ডের চেয়ে মেরিনার্সের ফলটা ছিল বেশি জরুরি। এখন আমরা আবাহনী-মোহামেডান ম্যাচের দিকে তাকিয়ে, দেখি কী হয়!’
চাপ নেননি বললেও মেরিনার্স কোচ মামুন উর রশীদ বললেন সবুজ আসলে চাপে ভুগেছেন। বললেন, ‘সবুজ ইতিবাচক থাকলে রেকর্ডটা করতে পারত। তবে শিরোপা যারই হোক আমরা যেখান থেকে উঠে এসেছি চ্যাম্পিয়ন হতে না পারলেও আমাদের দুঃখ থাকবে না। প্লে-অফ না হলেও আমরা খুশি। যে চ্যাম্পিয়ন হবে তাঁকে আমাদের অভিনন্দন।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে