Ajker Patrika

বর্ষসেরার দৌড়ে মিরাজ-তপুর সঙ্গে দিয়াও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্ষসেরার দৌড়ে মিরাজ-তপুর সঙ্গে দিয়াও

বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২১-এর সংক্ষিপ্ত তালিকায় এবার জায়গা পেয়েছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, ফুটবলার তপু বর্মণ ও আর্চার দিয়া সিদ্দিকী। এ ছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২১-র সংক্ষিপ্ত তালিকায় মিরাজ, তপুর সঙ্গে আছেন ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তাও।

আগামী ৩ জুন শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে।

আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি সনৎ বাবলা, স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান তালহা বিন নজরুল। উল্লেখ্য, এই নিয়ে ৬ ষষ্ঠবারের মতো দেশের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। 

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত) 
তপু বর্মণ (ফুটবল), মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট) ও দিয়া সিদ্দিকী (আর্চারি) 

পপুলার চয়েস (মনোনীত) 
শারমিন আক্তার সুপ্তা, তপু বর্মণ, মেহেদী হাসান মিরাজ 

বর্ষসেরা ক্রিকেটার
মেহেদী হাসান মিরাজ 

বর্ষসেরা ফুটবলার
তপু বর্মণ

বর্ষসেরা আর্চার
দিয়া সিদ্দিকী 

বর্ষসেরা হকি খেলোয়াড় 
সোহানুর রহমান সবুজ

বর্ষসেরা বডি বিল্ডার 
মাকসুদা মৌ

বর্ষসেরা সাইক্লিস্ট
ফয়সাল হোসেন

বর্ষসেরা নারী ক্রিকেটার
শারমিন আক্তার সুপ্তা

বর্ষসেরা কোচ
অস্কার ব্রুজন (বসুন্ধরা কিংস) 

বর্ষসেরা উদীয়মান 
রিতু আক্তার (অ্যাথলেটিকস) 
শরিফুল ইসলাম (ক্রিকেটার) 
আলী কাদের (জিমন্যাস্ট) 

বিশেষ সম্মাননা 
আবদুল গাফফার 

বর্ষসেরা সংগঠক 
সৈয়দ শাহেদ রেজা 

বর্ষসেরা সংগঠন 
দাবা ফেডারেশন

বর্ষসেরা পৃষ্ঠপোষক 
আমরা নেটওয়ার্ক

বর্ষসেরা তৃণমূলের ব্যক্তিত্ব
আমির বাবু (মাদারীপুরের ক্রিকেট সংগঠক) 
আকবর আলী (ফুটবল কোচ, সাতক্ষীরা)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত