প্যারিস অলিম্পিকে কানাডা নারী ফুটবল দলকে দুর্ভাগাই বলতে হবে। টানা দুই ম্যাচ জয়ের পরও যে পয়েন্টের খাতাই খুলতে পারল না তারা। পয়েন্ট যোগ করা নয়, বরং শোধ করতে মাঠে নামতে হয়েছে তাদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে জয়ের পর গতকাল দ্বিতীয় ম্যাচে সেঁত এতিয়েনে ফ্রান্সকেও ২-১ ব্যবধানে হারিয়েছে কানাডা। তবে দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট পায়নি এই দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির শাস্তিস্বরূপ কানাডা নারী ফুটবল দলের ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ফিফা। অর্থাৎ ৬ পয়েন্ট শোধ হয়ে যাওয়ায় এখন শূন্য পয়েন্ট থেকে শুরু করবে কানাডা।
ফ্রান্সের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর যোগ করা সময়ের ১২তম মিনিটে কানাডাকে জয়সূচক গোলটি এনে দেন লিঁওর সেন্টারব্যাক ভ্যানেসা জাইলস।
ম্যাচের পরও হতাশ জাইলস বলেন, ‘আমাদের এমন শাস্তি দেওয়া হয়েছে, যেন ডোপিংয়ে ধরা পড়েছি।’ আর ম্যাচে কানাডার হয়ে প্রথম গোল করা জেসি ফ্লেমিং বলেন, ‘মনে হচ্ছে গোটা পৃথিবী এখন আমাদের প্রতিপক্ষ।’
অবশ্য পয়েন্টশূন্য থাকার পরও এখনো শেষ আটে খেলার সুযোগ আছে কানাডার। এবারের অলিম্পিকে ১২ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা দুটি দলের পাশাপাশি তৃতীয়দের মধ্যে সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। শেষ আটে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে হবে কানাডাকে।
প্যারিস অলিম্পিকে কানাডা নারী ফুটবল দলকে দুর্ভাগাই বলতে হবে। টানা দুই ম্যাচ জয়ের পরও যে পয়েন্টের খাতাই খুলতে পারল না তারা। পয়েন্ট যোগ করা নয়, বরং শোধ করতে মাঠে নামতে হয়েছে তাদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে জয়ের পর গতকাল দ্বিতীয় ম্যাচে সেঁত এতিয়েনে ফ্রান্সকেও ২-১ ব্যবধানে হারিয়েছে কানাডা। তবে দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট পায়নি এই দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির শাস্তিস্বরূপ কানাডা নারী ফুটবল দলের ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ফিফা। অর্থাৎ ৬ পয়েন্ট শোধ হয়ে যাওয়ায় এখন শূন্য পয়েন্ট থেকে শুরু করবে কানাডা।
ফ্রান্সের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর যোগ করা সময়ের ১২তম মিনিটে কানাডাকে জয়সূচক গোলটি এনে দেন লিঁওর সেন্টারব্যাক ভ্যানেসা জাইলস।
ম্যাচের পরও হতাশ জাইলস বলেন, ‘আমাদের এমন শাস্তি দেওয়া হয়েছে, যেন ডোপিংয়ে ধরা পড়েছি।’ আর ম্যাচে কানাডার হয়ে প্রথম গোল করা জেসি ফ্লেমিং বলেন, ‘মনে হচ্ছে গোটা পৃথিবী এখন আমাদের প্রতিপক্ষ।’
অবশ্য পয়েন্টশূন্য থাকার পরও এখনো শেষ আটে খেলার সুযোগ আছে কানাডার। এবারের অলিম্পিকে ১২ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা দুটি দলের পাশাপাশি তৃতীয়দের মধ্যে সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। শেষ আটে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে হবে কানাডাকে।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে