Ajker Patrika
সাক্ষাৎকার

টাকার জন্য নয়, অভিজ্ঞতা শেয়ার করতে চাই

এবার এনসিএলে বরিশালের কোচ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। ছবি: ফাইল ছবি

কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল যাত্রা শুরু করেছেন গত বছর। তবে এনসিএল বা জাতীয় লিগের কোচ হলেন প্রথমবার। সেপ্টেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি। বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক গতকাল কথা বললেন তাঁর নতুন দায়িত্ব নিয়ে। ফোনে আশরাফুলের সাক্ষাৎকার নিয়েছেন রানা আব্বাস

রানা আব্বাস, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১০: ২৭

প্রশ্ন: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দিয়ে আপনার কোচিং-অধ্যায় শুরু হয়েছে। এবার এনসিএলে বরিশালের কোচ হয়েছেন। যদিও এনসিএলে হাই প্রোফাইল বা বড় নাম সাধারণত দেখা যায় না।

মোহাম্মদ আশরাফুল: ঠিক। আমি যখন খেলতাম, তখন মনে হয়েছে, যদি কোচিংয়ে আসি, অবশ্যই আমার এনসিএলে কাজ করা উচিত। যেহেতু প্রথম শ্রেণির ম্যাচ...আমাদের দেশের বড় কোচ যেমন সালাহ উদ্দীন ভাই বলেন, খালেদ মাহমুদ সুজন ভাই বলেন, তাঁরা বিপিএল আর ঢাকা লিগেই করেন। কিন্তু তাঁরা গত ২৫ বছরে এনসিএলে কাজ করেননি। এতে আমাদের ক্ষতিই হয়েছে বলে মনে করি। তাঁরা যদি আগে এখানে কাজ করতেন (এনসিএলে কোচিং), তাহলে আমাদের সব কাঠামোর উন্নতি হতো। আপনি দেখুন, এনসিএলে যাঁরা কোচিং করান, ৪৫ দিন কোচিং করিয়ে প্রধান কোচের বেতন ৪০ হাজার, ৫০ হাজার টাকা...। এ কারণে আমাদের স্ট্যান্ডার্ডটা ওরকম হয় না। তো মনে হয়েছে, ক্রিকেটের এই জায়গায় ভালো মানের কোচ দরকার। আপনি যদি বাইরের প্রথম শ্রেণির ক্রিকেটের কোচদের দেখেন; যেমন আমি দুই দিনের জন্য (ইংল্যান্ডে) ডার্বিশায়ারের সঙ্গে কাজ করলাম। মিকি আর্থার এখানে প্রধান কোচ। ডেভ হোয়াটমোরের ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে দু-তিন বছরের চুক্তি থাকে। তো সেই জায়গা থেকে মনে হয়েছে, যেহেতু আমি কোচিং করাব, প্রথম শ্রেণির ক্রিকেটে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। এ কারণেই ফোন দিয়েছিলাম আকরাম (খান) ভাই, (হাবিবুল বাশার) সুমন ভাইকে। তাঁদেরকে ফোনে জানিয়েছিলাম, আমি করতে (কোচিং) চাই, যদি অপশন থাকে। যেহেতু বরিশালে আমি খেলেছি, তাদের সঙ্গে কাজ করে অভিজ্ঞতা শেয়ার করব।

প্রশ্ন: ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে কোচদের পারিশ্রমিক আকর্ষণীয় নয়। আফতাব আহমেদ-রাজিন সালেহদের মতো কোচরা কাজ করতে গিয়ে হতাশ হয়েছেন। বিসিবির এখানে কী কী পরিবর্তন করা উচিত?

আশরাফুল: (বিসিবি সভাপতি আমিনুল ইসলাম) বুলবুল ভাই এসেছেন। আশা করি, তিনি এটা খেয়াল করবেন। কারণ, প্রথম শ্রেণির ক্রিকেটে প্রধান কোচ থাকেন। অন্তত ক্রিকেটাররা যে ম্যাচ ফি পায়, সেই ফি দিলে ভালো। এই যে সুজন ভাই, সালাহ উদ্দীন ভাইয়েরা এই কাজগুলো যদি করতেন, তাহলে হয়তো এটা পরিবর্তন হতো। তাঁরা তো বড় মানের কোচ। তাঁরা প্রথম শ্রেণির ক্রিকেটে এলে এই কাঠামো বদলে যেত। আশা করি, আকরাম ভাইয়েরা হয়তো এটা বিবেচনা করবেন। আগে যেমন (ইসমাইল হায়দার) মল্লিক ভাইদের বলতে শুনেছি, কোচরা তো বেতন পান ক্রিকেট বোর্ডে। এ কারণে টাকা দিতে চাইতেন না। কোচদের আমরা যদি মূল্যায়ন না করি, তাহলে আফতাব-রাজিনরা কাজ করেছেন, চলেও গেছেন। যদিও আমার চলে যাওয়ার ইচ্ছা নেই। টাকার জন্য আসিনি। অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আপনি প্রথম শ্রেণির ক্রিকেটের কোচ হবেন, এটা তো অনেক বড় গর্বের বিষয়।

প্রশ্ন: শুনেছি, কোচ হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আপনার কথা হয়েছে। তিনি কী বললেন?

আশরাফুল: হ্যাঁ, বুলবুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। বরিশালে খেলেছি তিন বছর; তবে মানসম্মত ক্রিকেটার কম। সেখানে দেখেছি, আগে চাপ আসত। যখন আমি তিন বছর খেলেছি, আলো (বরিশাল থেকে নির্বাচিত প্রয়াত পরিচালক আলমগীর হোসেন) আঙ্কেল ছিলেন বোর্ড পরিচালক। বরিশালের স্থানীয় ক্রিকেটাররা চাপ দিত কাউন্সিলরদের দিয়ে। বুলবুল ভাই ওটাই বললেন, ‘ভালো করার চেষ্টা করিস।’ আমার অভিজ্ঞতা শেয়ার করব। জাতীয় লিগ খেলার সময় দেখেছিলাম, কোচের মান আরও ভালো হওয়া উচিত। ওই জ্ঞানটুকু থাকা দরকার যে একটা প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ব্যাটারের কতটুকু হিট করা উচিত। একটা মৌসুম বরিশালে খেলতে গেলাম। তিন দিনের অনুশীলন ছিল আমাদের। একদিন (নেটে) খেললাম ৪০ বল, আরেক দিন ৩০ বল, আরেক দিন খেললাম ২৫ বল। এই অনুশীলনের পর আমার কাছ থেকে চাইছেন, ১০০-২০০ রান করব। এসব বিষয় পরিবর্তনের চেষ্টা করব।

প্রশ্ন: যখনই বরিশালের দায়িত্ব নিতে যাচ্ছেন, তখনই দলটির অভ্যন্তরীণ নানা বিশৃঙ্খলার খবর শোনা যাচ্ছে। এসব ঠিক করা কতটুকু চ্যালেঞ্জিং মনে করছেন?

আশরাফুল: আমার জন্য কঠিন হবে না। কারণ, এই দলের সঙ্গে আমি খেলেছি। ক্রিকেটারদের চিনি। তাদের সঙ্গে আমি খেলেছি। দুই বছর আগেও তাদের সঙ্গে খেলেছি। আমার মনে হয় না অত সমস্যা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ভারতের বিপক্ষে সিরিজ বাঁচাতে পারবে তো অস্ট্রেলিয়া, পাকিস্তানের কী অবস্থা

ক্রীড়া ডেস্ক    
ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আজ বিকেলে। ছবি: ক্রিকইনফো
ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আজ বিকেলে। ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে। পরশু গোলকোস্টে চতুর্থ টি-টোয়েন্টিতে ৪৮ রানে জিতে ভারত এটা নিশ্চিত করল সিরিজ তারা হারছে না। উপরন্তু অস্ট্রেলিয়ার সামনে এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। বাংলাদেশ সময় আজ বেলা ২টা ১৫ মিনিটে ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি। একই দিনে নামছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। বাংলাদেশ সময় বেলা ৪টায় শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

পঞ্চম টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত

বেলা ২টা ১৫ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস ১ ও ২

তৃতীয় ওয়ানডে

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

বিকেল ৪টা

সরাসরি

টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস

ফুটবল খেলা সরাসরি

ইংলিশ প্রিমিয়ার লিগ

টটেনহাম-ম্যান. ইউনাইটেড

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

সরাসরি

এভারটন-ফুলহাম

রাত ৯টা

সরাসরি

সান্ডারল্যান্ড-আর্সেনাল

রাত ১১টা ৩০ মিনিট

সরাসরি

চেলসি-উলভারহ্যাম্পটন

রাত ২টা

সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

‘এটাই চাই আমি’ বলে কী বোঝাতে চাইলেন মেসি

ক্রীড়া ডেস্ক    
২০২৬ বিশ্বকাপে আরেকটি শিরোপা জিততে যেন তর সইছে না লিওনেল মেসি। ছবি: এক্স
২০২৬ বিশ্বকাপে আরেকটি শিরোপা জিততে যেন তর সইছে না লিওনেল মেসি। ছবি: এক্স

২০২৬ বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, আলোচনা বাড়ছে লিওনেল মেসিকে নিয়ে। বিশ্বকাপের শিরোপা রক্ষার অভিযানে মেসিকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত-সমর্থকেরা। মেসিও ঘুরিয়ে ফিরিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে খেলার কথা বারবার বলে চলেছেন।

বিশ্বকাপ শুরু হতে সাত মাস বাকি থাকলেও এরই মধ্যে টুর্নামেন্টের দামামা বেজে গেছে। ক্রীড়া সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস কদিন আগে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও রয়েছে এখানে। বিশ্বকাপের সেই জার্সি নিয়ে প্রচার-প্রচারণা না করলে কি চলে! নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল রাতে ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিজ্ঞাপনের এক পর্যায়ে মেসি বলে উঠলেন, ‘এটাই চাই আমি।’

এএফএ গতকাল রাতে আর্জেন্টিনার বিশ্বকাপের জার্সির যে বিজ্ঞাপন প্রচার করেছে, সেখানে শুরুতে দেখা গেছে ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়া রেডিও চালু করে তাস খেলতে শুরু করেছেন। একটা টেবিলের ওপর তিনটা ফুটবল রাখা হয়েছে। এএফএ’র প্রচার করা বিজ্ঞাপনে কোচ লিওনেল স্কালোনি তো ছিলেনই। বাজপাখি তকমা পাওয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, মেসি, হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পলদের সঙ্গে ছিলেন গত বছর কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া আনহেল দি মারিয়া। এটাই চাই আমি—তাস খেলার এক পর্যায়ে চার উঠতেই এমন কথা যায় মেসির মুখ থেকে। আর্জেন্টিনার হাতে চতুর্থ বিশ্বকাপ দেখতে যে তিনি কতটা উন্মুখ হয়ে আছেন, সেটা তাঁর এই কথাতেই ফুটে উঠেছে।

১৯৭৮, ১৯৮৬-এরপর ২০২২ সালে তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। অনুমিতভাবেই ল্যাটিন আমেরিকানদের বিশ্বকাপ জার্সিতে আছে তিন তারকার উপস্থিতি। তিন তারকা করা হয়েছে সোনালী রঙে। ঐতিহ্যকে ধারণ করতে বরাবরই মতো এবারও আর্জেন্টিনার জার্সিতে প্রাধান্য পেয়েছে সাদা ও আকাশি নীল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিষ্ঠা সালকে ইঙ্গিত করে জার্সির ঘাড়ের পেছনে খোদাই করে ‘১৮৯৩’ সাল লেখা হয়েছে। ২০২২ বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে বুকে সোনালি প্যাঁচ রাখা হয়েছে।

আর্জেন্টিনার জার্সিতে ২০ বছরের ক্যারিয়ারে ১৯৫ ম্যাচে মেসি করেছেন ১১৪ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৩ গোল। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচ বিশ্বকাপ খেলে করেছেন ১৩ গোল। ২০১৪ ও ২০২২ সালে গোল্ডেন ফুটবল বিশ্বকাপে একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার গোল্ডেন বল জয়ের কীর্তি গড়লেন মেসি। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ—আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত চারবার শিরোপা জিতেছেন তিনি। ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ২৪ সদস্যের দলে আছেন মেসি। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে আর্জেন্টিনা-অ্যাঙ্গোলা ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমির আগেই শেষ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১১: ৫৫
অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরেছে বাংলাদেশ। ছবি: হংকং সিক্সেসের ফেসবুক পেজ
অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরেছে বাংলাদেশ। ছবি: হংকং সিক্সেসের ফেসবুক পেজ

শ্রীলঙ্কাকে হারিয়ে হংকং সিক্সেসের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে লঙ্কানদের বিপক্ষে ৯ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। তবে শেষ আটে অস্ট্রেলিয়ার কাছে স্রেফ উড়ে গেল বাংলাদেশ।

স্বাগতিক হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি গতকাল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়েছে। শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু আজ শেষ আটে অস্ট্রেলিয়ার সঙ্গে পেরেই উঠল না আকবরের বাংলাদেশ। হংকংয়ের মংকক মিশন রোডে ৫৪ রানে হেরে যাওয়ায় সেমিতেই খেলা হলো না বাংলাদেশের।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর। ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট ১৪৯ রান করেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যালেক্স রস (৫০) ও বেন ম্যাকডারমট (৫১) ফিফটি করেছেন। মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান নিয়েছেন একটি করে উইকেট। পাহাড় সমান লক্ষ্যে নেমে প্রথম ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৩ রান করে বাংলাদেশ। অধিনায়ক আকবর শূন্য রানে আউট হয়েছেন। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলমের ব্যাট থেকে এসেছে ৬ রান। আবু হায়দার রনির ১৮ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস শুরু হারের ব্যবধানটা কমাতে পেরেছে। ৭ ছক্কা ও ২ চার মেরেছেন তিনি। ৬ ওভারে ৫ উইকেটে ৯৫ রানে আটকে যায় আকবরের দল। অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন নিয়েছেন ৩ উইকেট। ১১ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রস। ১ চার ও ৭ ছক্কা মেরেছেন।

বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেও ভারত ছিটকে গেছে গ্রুপ পর্বে। আজ সকালে ‘সি’ গ্রুপের ম্যাচে কুয়েতের কাছে ২৭ রানে হেরেছে দিনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারত। বোল পর্বে এরপর কার্তিকের দল ৪ উইকেটে হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। ভারত এরপর খেলবে নেপালের বিপক্ষে। ভারত-নেপাল ম্যাচটি হবে আজই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় রশিদ খান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১২: ০২
আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রশিদ খান। ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রশিদ খান। ছবি: সংগৃহীত

শিরোনাম দেখে হয়তো অনেকে চমকে যেতে পারেন। যে রশিদ খান আফগানিস্তানের জার্সিতে একের পর এক রেকর্ড গড়েছেন, তিনি কীভাবে আফগানদের বিপক্ষে হ্যাটট্রিক করেন! আসলে এই রশিদ খান যে সেই রশিদ খান নন।

হ্যাটট্রিক করা এই রশিদ খান খেলেন নেপালের হয়ে। আফগানিস্তানের বিপক্ষে কীর্তিটা তিনি করেছেন হংকং সিক্সেস টুর্নামেন্টে। হংকংয়ে ৬ ওভারের টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ও একমাত্র হ্যাটট্রিক করা বোলার হলেন রশিদ খান। হ্যাটট্রিকের পাশাপাশি নেপালের এই পেসার হংকং সিক্সেসে এক ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন।

হংকংয়ের মংকক মিশন রোডে গতকাল ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-হংকং। টস জিতে আগে ব্যাটিং পাওয়া আফগানদের ইনিংসের পঞ্চম ওভারে এসে সবকিছু ওলটপালট করে দেন রশিদ খান। সেদিকউল্লাহ পাচা, শরাফুদ্দিন আশরাফ, ইজাজ উদ্দিন আহমাদজাই—পঞ্চম ওভারের প্রথম তিন বলে আফগান এই তিন ব্যাটারকে ফিরিয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক করা বোলার বনে গেলেন রশিদ। এই তিন ব্যাটারের পাশাপাশি গুলবাদিন নাইবকে ফিরিয়েছেন রশিদ খান। ২ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে রশিদ হংকং সিক্সেস টুর্নামেন্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তিটাও নিজের নামে লিখিয়ে নিলেন।

রশিদের রেকর্ডের দিনে অবশ্য ম্লান হয়েছে সতীর্থদের পারফরম্যান্সে। টস জিতে আগে ব্যাটিং নেওয়া আফগানিস্তান নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছে ১১২ রান। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করে অপরাজিত থাকেন ফরমানউল্লাহ। জয়ের লক্ষ্যে নেমে ৬ ওভারে ২ উইকেটে ৯৫ রানে আটকে যায় নেপাল। আফগানদের ১৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ফরমানউল্লাহ। ৩০ রানের ইনিংসের পাশাপাশি বোলিংয়ে ২ ওভারে ১৯ রানে নিয়েছেন ১ উইকেট। আজ ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরেছে নেপাল। আর নেপাল, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে আফগানিস্তান। বাংলাদেশ সময় আজ বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে আফগানিস্তান-কুয়েত কোয়ার্টার ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত