নতুন কোচ রালফ রাংনিকের অধীনে খেলার জন্য এখন মানসিকভাবে প্রস্তুত হতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দিয়েই নিজের নতুন যাত্রা শুরু করার কথা থাকলেও ভিসা জটিলতায় ডাগআউটে দাঁড়াতে দেরি হতে পারে এই জার্মান কোচের। তবে রাংনিক ম্যানচেস্টারে আসার আগেই নানা খবরে কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে রোনালদো ভক্তদের।
সম্প্রতি বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন রাংনিক। এমনকি রাংনিকের অধীনে রোনালদো নিজের শখের গাড়িতে চড়েও হয়তো আর অনুশীলনে আসতে পারবেন না।
অতীতে বড় ক্লাবের দায়িত্ব পালন না করলেও ইউরোপজুড়ে বেশ সমাদৃত রাংনিক। বর্তমানে ইউরোপের সফল কোচ ইয়ুর্গেন ক্লপ-থমাস টুখেলদের গুরুও তিনি। লিভারপুল কোচ ক্লপের ‘গেগেনপ্রেসিং’ কৌশলের মূল আবিষ্কারক রাংনিক। তবে দল পরিচালনায় নিজস্ব কিছু নিয়মও প্রয়োগ করেন তিনি। যার একটি হচ্ছে অনুশীলন ও দলীয় কাজের সময় খেলোয়াড়েরা ব্যক্তিগত গাড়িতে চড়তে পারবেন না। এ সময় তাঁদের ব্যবহার করতে হবে ক্লাবের গাড়ি।
আরবি লাইপজিগের কোচ থাকাকালে মূলত এই নিয়ম চালু করেন রাংনিক। ধারণা করা হচ্ছে, ম্যানইউতেও এই নিয়ম চালু করতে পারেন তিনি। যদি সেটি করেন, তাহলে গাড়িপ্রেমী রোনালদোর হয়তো মন খারাপ হতে পারে।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমানে রোনালদোর সংগ্রহে থাকা গাড়ির মূল্য ১৭ মিলিয়ন পাউন্ড (১৯৪ কোটি ৬০ লাখ টাকারও বেশি)। এখন ক্লাবের কাজে সেই গাড়িগুলো ব্যবহারের সুযোগ না পেলে বেশির ভাগ সময় সেগুলোকে হয়তো গ্যারেজেই ফেলে রাখতে হবে। তবে রোনালদো বলেই হয়তো রাংনিক নিয়মে পরিবর্তন আনবেন। রোনালদোদের নতুন ‘কড়া শিক্ষক’ কী করেন, এখন সেটিই দেখার অপেক্ষা।
নতুন কোচ রালফ রাংনিকের অধীনে খেলার জন্য এখন মানসিকভাবে প্রস্তুত হতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দিয়েই নিজের নতুন যাত্রা শুরু করার কথা থাকলেও ভিসা জটিলতায় ডাগআউটে দাঁড়াতে দেরি হতে পারে এই জার্মান কোচের। তবে রাংনিক ম্যানচেস্টারে আসার আগেই নানা খবরে কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে রোনালদো ভক্তদের।
সম্প্রতি বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন রাংনিক। এমনকি রাংনিকের অধীনে রোনালদো নিজের শখের গাড়িতে চড়েও হয়তো আর অনুশীলনে আসতে পারবেন না।
অতীতে বড় ক্লাবের দায়িত্ব পালন না করলেও ইউরোপজুড়ে বেশ সমাদৃত রাংনিক। বর্তমানে ইউরোপের সফল কোচ ইয়ুর্গেন ক্লপ-থমাস টুখেলদের গুরুও তিনি। লিভারপুল কোচ ক্লপের ‘গেগেনপ্রেসিং’ কৌশলের মূল আবিষ্কারক রাংনিক। তবে দল পরিচালনায় নিজস্ব কিছু নিয়মও প্রয়োগ করেন তিনি। যার একটি হচ্ছে অনুশীলন ও দলীয় কাজের সময় খেলোয়াড়েরা ব্যক্তিগত গাড়িতে চড়তে পারবেন না। এ সময় তাঁদের ব্যবহার করতে হবে ক্লাবের গাড়ি।
আরবি লাইপজিগের কোচ থাকাকালে মূলত এই নিয়ম চালু করেন রাংনিক। ধারণা করা হচ্ছে, ম্যানইউতেও এই নিয়ম চালু করতে পারেন তিনি। যদি সেটি করেন, তাহলে গাড়িপ্রেমী রোনালদোর হয়তো মন খারাপ হতে পারে।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমানে রোনালদোর সংগ্রহে থাকা গাড়ির মূল্য ১৭ মিলিয়ন পাউন্ড (১৯৪ কোটি ৬০ লাখ টাকারও বেশি)। এখন ক্লাবের কাজে সেই গাড়িগুলো ব্যবহারের সুযোগ না পেলে বেশির ভাগ সময় সেগুলোকে হয়তো গ্যারেজেই ফেলে রাখতে হবে। তবে রোনালদো বলেই হয়তো রাংনিক নিয়মে পরিবর্তন আনবেন। রোনালদোদের নতুন ‘কড়া শিক্ষক’ কী করেন, এখন সেটিই দেখার অপেক্ষা।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
২৯ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
২ ঘণ্টা আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
৪ ঘণ্টা আগে