নতুন কোচ রালফ রাংনিকের অধীনে খেলার জন্য এখন মানসিকভাবে প্রস্তুত হতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দিয়েই নিজের নতুন যাত্রা শুরু করার কথা থাকলেও ভিসা জটিলতায় ডাগআউটে দাঁড়াতে দেরি হতে পারে এই জার্মান কোচের। তবে রাংনিক ম্যানচেস্টারে আসার আগেই নানা খবরে কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে রোনালদো ভক্তদের।
সম্প্রতি বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন রাংনিক। এমনকি রাংনিকের অধীনে রোনালদো নিজের শখের গাড়িতে চড়েও হয়তো আর অনুশীলনে আসতে পারবেন না।
অতীতে বড় ক্লাবের দায়িত্ব পালন না করলেও ইউরোপজুড়ে বেশ সমাদৃত রাংনিক। বর্তমানে ইউরোপের সফল কোচ ইয়ুর্গেন ক্লপ-থমাস টুখেলদের গুরুও তিনি। লিভারপুল কোচ ক্লপের ‘গেগেনপ্রেসিং’ কৌশলের মূল আবিষ্কারক রাংনিক। তবে দল পরিচালনায় নিজস্ব কিছু নিয়মও প্রয়োগ করেন তিনি। যার একটি হচ্ছে অনুশীলন ও দলীয় কাজের সময় খেলোয়াড়েরা ব্যক্তিগত গাড়িতে চড়তে পারবেন না। এ সময় তাঁদের ব্যবহার করতে হবে ক্লাবের গাড়ি।
আরবি লাইপজিগের কোচ থাকাকালে মূলত এই নিয়ম চালু করেন রাংনিক। ধারণা করা হচ্ছে, ম্যানইউতেও এই নিয়ম চালু করতে পারেন তিনি। যদি সেটি করেন, তাহলে গাড়িপ্রেমী রোনালদোর হয়তো মন খারাপ হতে পারে।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমানে রোনালদোর সংগ্রহে থাকা গাড়ির মূল্য ১৭ মিলিয়ন পাউন্ড (১৯৪ কোটি ৬০ লাখ টাকারও বেশি)। এখন ক্লাবের কাজে সেই গাড়িগুলো ব্যবহারের সুযোগ না পেলে বেশির ভাগ সময় সেগুলোকে হয়তো গ্যারেজেই ফেলে রাখতে হবে। তবে রোনালদো বলেই হয়তো রাংনিক নিয়মে পরিবর্তন আনবেন। রোনালদোদের নতুন ‘কড়া শিক্ষক’ কী করেন, এখন সেটিই দেখার অপেক্ষা।
নতুন কোচ রালফ রাংনিকের অধীনে খেলার জন্য এখন মানসিকভাবে প্রস্তুত হতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দিয়েই নিজের নতুন যাত্রা শুরু করার কথা থাকলেও ভিসা জটিলতায় ডাগআউটে দাঁড়াতে দেরি হতে পারে এই জার্মান কোচের। তবে রাংনিক ম্যানচেস্টারে আসার আগেই নানা খবরে কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে রোনালদো ভক্তদের।
সম্প্রতি বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন রাংনিক। এমনকি রাংনিকের অধীনে রোনালদো নিজের শখের গাড়িতে চড়েও হয়তো আর অনুশীলনে আসতে পারবেন না।
অতীতে বড় ক্লাবের দায়িত্ব পালন না করলেও ইউরোপজুড়ে বেশ সমাদৃত রাংনিক। বর্তমানে ইউরোপের সফল কোচ ইয়ুর্গেন ক্লপ-থমাস টুখেলদের গুরুও তিনি। লিভারপুল কোচ ক্লপের ‘গেগেনপ্রেসিং’ কৌশলের মূল আবিষ্কারক রাংনিক। তবে দল পরিচালনায় নিজস্ব কিছু নিয়মও প্রয়োগ করেন তিনি। যার একটি হচ্ছে অনুশীলন ও দলীয় কাজের সময় খেলোয়াড়েরা ব্যক্তিগত গাড়িতে চড়তে পারবেন না। এ সময় তাঁদের ব্যবহার করতে হবে ক্লাবের গাড়ি।
আরবি লাইপজিগের কোচ থাকাকালে মূলত এই নিয়ম চালু করেন রাংনিক। ধারণা করা হচ্ছে, ম্যানইউতেও এই নিয়ম চালু করতে পারেন তিনি। যদি সেটি করেন, তাহলে গাড়িপ্রেমী রোনালদোর হয়তো মন খারাপ হতে পারে।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমানে রোনালদোর সংগ্রহে থাকা গাড়ির মূল্য ১৭ মিলিয়ন পাউন্ড (১৯৪ কোটি ৬০ লাখ টাকারও বেশি)। এখন ক্লাবের কাজে সেই গাড়িগুলো ব্যবহারের সুযোগ না পেলে বেশির ভাগ সময় সেগুলোকে হয়তো গ্যারেজেই ফেলে রাখতে হবে। তবে রোনালদো বলেই হয়তো রাংনিক নিয়মে পরিবর্তন আনবেন। রোনালদোদের নতুন ‘কড়া শিক্ষক’ কী করেন, এখন সেটিই দেখার অপেক্ষা।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৯ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১০ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১২ ঘণ্টা আগে