বছরের প্রথম এল ক্লাসিকোতে বিধ্বস্ত হয়ে বেশ চাপের মুখে আছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। শুধু যে এল ক্লাসিকো হার, সেটি তো নয়। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও যে হাতছাড়া হয়েছে তাদের। তবে সমালোচনার মুখে উল্টো হুমকি দিয়েছেন জাভি। ‘আন্ডার-প্রেশারে’ থাকা বার্সা কোচ আজ বুধবার জানিয়েছেন, যদি তাঁর স্কোয়াড তাঁর প্রতি আর বিশ্বাস না রাখে তাহলে চাকরি থেকে ইস্তফা দেবেন।
গত রোববার সৌদি আরবের রিয়াদে সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হারে বার্সা। চলতি মৌসুমের লা লিগাতেও শিরোপা ধরে রাখাটা কঠিন তাদের জন্য। টেবিলের শীর্ষে থাকা জিরোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে কাতালান জায়ান্টরা। যা তাদের গত দুই লা লিগা মৌসুমের পারফরম্যান্সের সঙ্গে পুরোপুরি বিপরীত অবস্থান। যার কারণে স্বাভাবিকভাবে চাপ বাড়ছে জাভির কাঁধের ওপর।
ফরোয়ার্ডরা যেন গোল করাটায় ভুলে গেছে। হয়তো কোচের কথা খুব একটা কানে তুলছেন না। তাই সমালোচনার মুখে বার্সা কোচও শিষ্যদের হুমকি দিয়ে রেখেছেন। এল ক্লাসিকোতে হারের দুঃখ ভুলে আগামীকাল তৃতীয় বিভাগের দল ইউনিয়নিস্তানের বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচের আগে সাংবাদিকদের বলেছেন, ‘যদি আমার খেলোয়াড়েরা আমাকে আর অনুসরণ না করে, আমি ব্যাগ গুছিয়ে চলে যাব। যদি গত বছর লা লিগা না জিততাম, তবে এখানে থাকতাম না। যখন কেউ বলবে, সমস্যা আছে তবে চলে যাব।’
বার্সার সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আরও বলেছেন, ‘আমি এই ক্লাবকে ভালোবাসি। কিছু এনে দেওয়ার জন্য এখানে আছি। যদি সেটি করতে না পারি, বাড়ি চলে যাব।’
বছরের প্রথম এল ক্লাসিকোতে বিধ্বস্ত হয়ে বেশ চাপের মুখে আছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। শুধু যে এল ক্লাসিকো হার, সেটি তো নয়। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও যে হাতছাড়া হয়েছে তাদের। তবে সমালোচনার মুখে উল্টো হুমকি দিয়েছেন জাভি। ‘আন্ডার-প্রেশারে’ থাকা বার্সা কোচ আজ বুধবার জানিয়েছেন, যদি তাঁর স্কোয়াড তাঁর প্রতি আর বিশ্বাস না রাখে তাহলে চাকরি থেকে ইস্তফা দেবেন।
গত রোববার সৌদি আরবের রিয়াদে সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হারে বার্সা। চলতি মৌসুমের লা লিগাতেও শিরোপা ধরে রাখাটা কঠিন তাদের জন্য। টেবিলের শীর্ষে থাকা জিরোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে কাতালান জায়ান্টরা। যা তাদের গত দুই লা লিগা মৌসুমের পারফরম্যান্সের সঙ্গে পুরোপুরি বিপরীত অবস্থান। যার কারণে স্বাভাবিকভাবে চাপ বাড়ছে জাভির কাঁধের ওপর।
ফরোয়ার্ডরা যেন গোল করাটায় ভুলে গেছে। হয়তো কোচের কথা খুব একটা কানে তুলছেন না। তাই সমালোচনার মুখে বার্সা কোচও শিষ্যদের হুমকি দিয়ে রেখেছেন। এল ক্লাসিকোতে হারের দুঃখ ভুলে আগামীকাল তৃতীয় বিভাগের দল ইউনিয়নিস্তানের বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচের আগে সাংবাদিকদের বলেছেন, ‘যদি আমার খেলোয়াড়েরা আমাকে আর অনুসরণ না করে, আমি ব্যাগ গুছিয়ে চলে যাব। যদি গত বছর লা লিগা না জিততাম, তবে এখানে থাকতাম না। যখন কেউ বলবে, সমস্যা আছে তবে চলে যাব।’
বার্সার সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আরও বলেছেন, ‘আমি এই ক্লাবকে ভালোবাসি। কিছু এনে দেওয়ার জন্য এখানে আছি। যদি সেটি করতে না পারি, বাড়ি চলে যাব।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৭ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৮ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১০ ঘণ্টা আগে