মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়—মুনীর চৌধুরীর কবর নাটকের বিখ্যাত সংলাপটি এবার জীবিত আর মৃত ম্যারাডোনার পার্থক্য বোঝাতে সামনে আনাই যায়।
ফুটবল নক্ষত্র ডিয়েগো ম্যারাডোনা ওপারের বাসিন্দা হয়েছেন এক বছর হলো। এত অল্প সময়েই তাঁর ব্যবহৃত জিনিসপত্রের কদর কমতে শুরু করেছে। আর্জেন্টাইন মহাতারকার গাড়ি-বাড়ি কেনার লোক পাওয়া যাচ্ছে না, ভাবা যায়!
ম্যারাডোনার প্রায় ৯০টি জিনিস নিলামে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল এক সংস্থাকে। গত রোববার শেষ হওয়ার কথা ছিল সেই নিলামের। তবে একাধিক দামি জিনিস বিক্রি না হওয়ায় নতুন করে নিলাম ডাকার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নিলামে সব থেকে বেশি দাম হাঁকা হয়েছিল ম্যারাডোনার একটি ছবির। সেটি চিত্রশিল্পী লু সেদোভার আঁকা। ছবিটির দাম ওঠে ২ হাজার ১৫০ মার্কিন ডলার (১ লাখ ৮৪ হাজার টাকা)। আর ম্যারাডোনার সঙ্গে ফিদেল কাস্ত্রোর ছবি বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ মার্কিন ডলারে (১ লাখ ৩৭ হাজার টাকা)। ছবিটি কিনেছেন দুবাইয়ের এক ব্যক্তি। কিংবদন্তি ফুটবলারের নাপোলির জার্সি, প্যান্ট, কিউবান চুরুটও বিক্রি হয়েছে এই নিলামে।
তবে ম্যারাডোনার তাঁর বাবা-মাকে বুয়েন্স আয়ার্সে যে বাড়িটি দিয়েছিলেন, সেটি কেউ কিনতে চাননি। বাড়িটির সর্বনিম্ন মূল্য ছিল ৯ লাখ মার্কিন ডলার (৭ কোটি ৭১ লাখ টাকা)। ম্যারাডোনার দুটি বিএমডব্লিউ গাড়িও অবিক্রীত রয়ে গেছে।
তিন ঘণ্টা ধরে চলা নিলাম থেকে আসে ২৬ হাজার মার্কিন ডলার (২২ টাকা ২৮ হাজার টাকা)। অবিক্রীত থেকে যায় ১ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের (১২ কোটি টাকার কাছাকাছি) জিনিস।
অনলাইনে হওয়া এই নিলামে অনেকেই অংশ নিতে পারেননি বলে মনে করা হচ্ছে। সে কারণে নিলামের দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিলামকারী সংস্থা।
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়—মুনীর চৌধুরীর কবর নাটকের বিখ্যাত সংলাপটি এবার জীবিত আর মৃত ম্যারাডোনার পার্থক্য বোঝাতে সামনে আনাই যায়।
ফুটবল নক্ষত্র ডিয়েগো ম্যারাডোনা ওপারের বাসিন্দা হয়েছেন এক বছর হলো। এত অল্প সময়েই তাঁর ব্যবহৃত জিনিসপত্রের কদর কমতে শুরু করেছে। আর্জেন্টাইন মহাতারকার গাড়ি-বাড়ি কেনার লোক পাওয়া যাচ্ছে না, ভাবা যায়!
ম্যারাডোনার প্রায় ৯০টি জিনিস নিলামে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল এক সংস্থাকে। গত রোববার শেষ হওয়ার কথা ছিল সেই নিলামের। তবে একাধিক দামি জিনিস বিক্রি না হওয়ায় নতুন করে নিলাম ডাকার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নিলামে সব থেকে বেশি দাম হাঁকা হয়েছিল ম্যারাডোনার একটি ছবির। সেটি চিত্রশিল্পী লু সেদোভার আঁকা। ছবিটির দাম ওঠে ২ হাজার ১৫০ মার্কিন ডলার (১ লাখ ৮৪ হাজার টাকা)। আর ম্যারাডোনার সঙ্গে ফিদেল কাস্ত্রোর ছবি বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ মার্কিন ডলারে (১ লাখ ৩৭ হাজার টাকা)। ছবিটি কিনেছেন দুবাইয়ের এক ব্যক্তি। কিংবদন্তি ফুটবলারের নাপোলির জার্সি, প্যান্ট, কিউবান চুরুটও বিক্রি হয়েছে এই নিলামে।
তবে ম্যারাডোনার তাঁর বাবা-মাকে বুয়েন্স আয়ার্সে যে বাড়িটি দিয়েছিলেন, সেটি কেউ কিনতে চাননি। বাড়িটির সর্বনিম্ন মূল্য ছিল ৯ লাখ মার্কিন ডলার (৭ কোটি ৭১ লাখ টাকা)। ম্যারাডোনার দুটি বিএমডব্লিউ গাড়িও অবিক্রীত রয়ে গেছে।
তিন ঘণ্টা ধরে চলা নিলাম থেকে আসে ২৬ হাজার মার্কিন ডলার (২২ টাকা ২৮ হাজার টাকা)। অবিক্রীত থেকে যায় ১ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের (১২ কোটি টাকার কাছাকাছি) জিনিস।
অনলাইনে হওয়া এই নিলামে অনেকেই অংশ নিতে পারেননি বলে মনে করা হচ্ছে। সে কারণে নিলামের দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিলামকারী সংস্থা।
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩১ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে