মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়—মুনীর চৌধুরীর কবর নাটকের বিখ্যাত সংলাপটি এবার জীবিত আর মৃত ম্যারাডোনার পার্থক্য বোঝাতে সামনে আনাই যায়।
ফুটবল নক্ষত্র ডিয়েগো ম্যারাডোনা ওপারের বাসিন্দা হয়েছেন এক বছর হলো। এত অল্প সময়েই তাঁর ব্যবহৃত জিনিসপত্রের কদর কমতে শুরু করেছে। আর্জেন্টাইন মহাতারকার গাড়ি-বাড়ি কেনার লোক পাওয়া যাচ্ছে না, ভাবা যায়!
ম্যারাডোনার প্রায় ৯০টি জিনিস নিলামে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল এক সংস্থাকে। গত রোববার শেষ হওয়ার কথা ছিল সেই নিলামের। তবে একাধিক দামি জিনিস বিক্রি না হওয়ায় নতুন করে নিলাম ডাকার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নিলামে সব থেকে বেশি দাম হাঁকা হয়েছিল ম্যারাডোনার একটি ছবির। সেটি চিত্রশিল্পী লু সেদোভার আঁকা। ছবিটির দাম ওঠে ২ হাজার ১৫০ মার্কিন ডলার (১ লাখ ৮৪ হাজার টাকা)। আর ম্যারাডোনার সঙ্গে ফিদেল কাস্ত্রোর ছবি বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ মার্কিন ডলারে (১ লাখ ৩৭ হাজার টাকা)। ছবিটি কিনেছেন দুবাইয়ের এক ব্যক্তি। কিংবদন্তি ফুটবলারের নাপোলির জার্সি, প্যান্ট, কিউবান চুরুটও বিক্রি হয়েছে এই নিলামে।
তবে ম্যারাডোনার তাঁর বাবা-মাকে বুয়েন্স আয়ার্সে যে বাড়িটি দিয়েছিলেন, সেটি কেউ কিনতে চাননি। বাড়িটির সর্বনিম্ন মূল্য ছিল ৯ লাখ মার্কিন ডলার (৭ কোটি ৭১ লাখ টাকা)। ম্যারাডোনার দুটি বিএমডব্লিউ গাড়িও অবিক্রীত রয়ে গেছে।
তিন ঘণ্টা ধরে চলা নিলাম থেকে আসে ২৬ হাজার মার্কিন ডলার (২২ টাকা ২৮ হাজার টাকা)। অবিক্রীত থেকে যায় ১ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের (১২ কোটি টাকার কাছাকাছি) জিনিস।
অনলাইনে হওয়া এই নিলামে অনেকেই অংশ নিতে পারেননি বলে মনে করা হচ্ছে। সে কারণে নিলামের দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিলামকারী সংস্থা।
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়—মুনীর চৌধুরীর কবর নাটকের বিখ্যাত সংলাপটি এবার জীবিত আর মৃত ম্যারাডোনার পার্থক্য বোঝাতে সামনে আনাই যায়।
ফুটবল নক্ষত্র ডিয়েগো ম্যারাডোনা ওপারের বাসিন্দা হয়েছেন এক বছর হলো। এত অল্প সময়েই তাঁর ব্যবহৃত জিনিসপত্রের কদর কমতে শুরু করেছে। আর্জেন্টাইন মহাতারকার গাড়ি-বাড়ি কেনার লোক পাওয়া যাচ্ছে না, ভাবা যায়!
ম্যারাডোনার প্রায় ৯০টি জিনিস নিলামে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল এক সংস্থাকে। গত রোববার শেষ হওয়ার কথা ছিল সেই নিলামের। তবে একাধিক দামি জিনিস বিক্রি না হওয়ায় নতুন করে নিলাম ডাকার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নিলামে সব থেকে বেশি দাম হাঁকা হয়েছিল ম্যারাডোনার একটি ছবির। সেটি চিত্রশিল্পী লু সেদোভার আঁকা। ছবিটির দাম ওঠে ২ হাজার ১৫০ মার্কিন ডলার (১ লাখ ৮৪ হাজার টাকা)। আর ম্যারাডোনার সঙ্গে ফিদেল কাস্ত্রোর ছবি বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ মার্কিন ডলারে (১ লাখ ৩৭ হাজার টাকা)। ছবিটি কিনেছেন দুবাইয়ের এক ব্যক্তি। কিংবদন্তি ফুটবলারের নাপোলির জার্সি, প্যান্ট, কিউবান চুরুটও বিক্রি হয়েছে এই নিলামে।
তবে ম্যারাডোনার তাঁর বাবা-মাকে বুয়েন্স আয়ার্সে যে বাড়িটি দিয়েছিলেন, সেটি কেউ কিনতে চাননি। বাড়িটির সর্বনিম্ন মূল্য ছিল ৯ লাখ মার্কিন ডলার (৭ কোটি ৭১ লাখ টাকা)। ম্যারাডোনার দুটি বিএমডব্লিউ গাড়িও অবিক্রীত রয়ে গেছে।
তিন ঘণ্টা ধরে চলা নিলাম থেকে আসে ২৬ হাজার মার্কিন ডলার (২২ টাকা ২৮ হাজার টাকা)। অবিক্রীত থেকে যায় ১ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের (১২ কোটি টাকার কাছাকাছি) জিনিস।
অনলাইনে হওয়া এই নিলামে অনেকেই অংশ নিতে পারেননি বলে মনে করা হচ্ছে। সে কারণে নিলামের দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিলামকারী সংস্থা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
২১ মিনিট আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
৩৭ মিনিট আগেশ্রীলঙ্কান যুবাদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই যুব ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ফিফটিতে লঙ্কানদের ৩৩৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। জবাবে
২ ঘণ্টা আগেকিছুদিন আগেই বাছাইপর্ব উতরে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের মেয়েরা পর করছে দুরবস্থা। নিজেদের সবশেষ ৯ টি-টোয়েন্টি জিততে পারেনি তারা। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।
৩ ঘণ্টা আগে