লম্বা সময় ধরে ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় আড়ালে ছিলেন করিম বেনজেমা। রোনালদোকে পাশে থেকে সহায়তা করাই যেন ছিল তাঁর কাজ। তবে সেই দিন বদলে গেছে। বেনজেমা এখন আর আগের বেনজেমা নেই। নতুন এই বেনজেমা এখন ‘কিং করিম’। ম্যাচের পর ম্যাচে গোল করে যিনি এখন ব্যালন ডি’অরের দাবিদারও বটে।
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছাড়ার পর তাঁর বিকল্পের সন্ধানে ছিল রিয়াল। সেই বিকল্প হিসেবেই রিয়ালে আসেন এডেন হ্যাজার্ড। তবে চোট ও ছন্দহীনতায় রিয়ালে সেভাবে থিতু হতে পারেননি হ্যাজার্ড। আর এই সুযোগটাকেই পুরোপুরিভাবে কাজে লাগিয়েছেন বেনজেমা। এখন রিয়ালের আক্রমণভাগের প্রাণভোমরাও তিনি। চলতি মৌসুমে সব মিলিয়ে এখন পর্যন্ত বেনজেমা করেছেন ৪০ গোল। পিএসজির বিপক্ষে খাদের কিনারা থেকে দলকে করেছেন উদ্ধার। চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও হ্যাটট্রিক করে নিজেকে যেন আরও ওপরে নিয়ে গেছেন তিনি।
দারুণ ছন্দে থাকা বেনজেমাকে এখন প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তাঁকে তুলনা করেছেন ওয়াইনের সঙ্গে। আনচেলত্তি বলেন, ‘সে অনেকটা ওয়াইনের মতো। প্রতিদিন যেন আরও ভালো হচ্ছে। প্রতিদিন সে আরও বেশি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এবং এই দল ও স্কোয়াডের জন্য নিজেকে অপরিহার্য প্রমাণ করছে।’
পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক করার পর চেলসির বিপক্ষেও হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন বেনজেমা। তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন তাঁরই সাবেক সতীর্থ রোনালদো। ২০১৭ সালে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ‘সিআর সেভেন’। আর চ্যাম্পিয়নস লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতার পদটা আরও আগে নিজের দখলে নিয়েছেন ‘কিং করিম’। এখন বেনজেমার এই অজেয় যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই দেখার অপেক্ষা।
লম্বা সময় ধরে ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় আড়ালে ছিলেন করিম বেনজেমা। রোনালদোকে পাশে থেকে সহায়তা করাই যেন ছিল তাঁর কাজ। তবে সেই দিন বদলে গেছে। বেনজেমা এখন আর আগের বেনজেমা নেই। নতুন এই বেনজেমা এখন ‘কিং করিম’। ম্যাচের পর ম্যাচে গোল করে যিনি এখন ব্যালন ডি’অরের দাবিদারও বটে।
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছাড়ার পর তাঁর বিকল্পের সন্ধানে ছিল রিয়াল। সেই বিকল্প হিসেবেই রিয়ালে আসেন এডেন হ্যাজার্ড। তবে চোট ও ছন্দহীনতায় রিয়ালে সেভাবে থিতু হতে পারেননি হ্যাজার্ড। আর এই সুযোগটাকেই পুরোপুরিভাবে কাজে লাগিয়েছেন বেনজেমা। এখন রিয়ালের আক্রমণভাগের প্রাণভোমরাও তিনি। চলতি মৌসুমে সব মিলিয়ে এখন পর্যন্ত বেনজেমা করেছেন ৪০ গোল। পিএসজির বিপক্ষে খাদের কিনারা থেকে দলকে করেছেন উদ্ধার। চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও হ্যাটট্রিক করে নিজেকে যেন আরও ওপরে নিয়ে গেছেন তিনি।
দারুণ ছন্দে থাকা বেনজেমাকে এখন প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তাঁকে তুলনা করেছেন ওয়াইনের সঙ্গে। আনচেলত্তি বলেন, ‘সে অনেকটা ওয়াইনের মতো। প্রতিদিন যেন আরও ভালো হচ্ছে। প্রতিদিন সে আরও বেশি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এবং এই দল ও স্কোয়াডের জন্য নিজেকে অপরিহার্য প্রমাণ করছে।’
পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক করার পর চেলসির বিপক্ষেও হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন বেনজেমা। তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন তাঁরই সাবেক সতীর্থ রোনালদো। ২০১৭ সালে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ‘সিআর সেভেন’। আর চ্যাম্পিয়নস লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতার পদটা আরও আগে নিজের দখলে নিয়েছেন ‘কিং করিম’। এখন বেনজেমার এই অজেয় যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই দেখার অপেক্ষা।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
২ মিনিট আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগে