Ajker Patrika

খেলাতেই সংসার বেঁধেছিলেন ‘পাগলা মনসুর’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১২ মে ২০২১, ১৪: ৩৯
খেলাতেই সংসার বেঁধেছিলেন ‘পাগলা মনসুর’

ঢাকা: প্রায় দেখা যেত মুখ পানে লাল করে সংবাদ বিজ্ঞপ্তি বিলি করে বেড়াচ্ছেন স্টেডিয়ামে। দেশের ক্রীড়াঙ্গনে যেকোনো বড় খবরে প্রেস রিলিজ বিলি করা ছিল তাঁর আনন্দের এক কাজ। খেলা এতটাই ভালোবেসেছিলেন, নিজেকে জড়াননি সংসারে বাঁধনে। সারাক্ষণ মুখে হাসি লেগে থাকা সেই মনসুর আলী সবাইকে ছেড়ে চলে গেলেন কাল।

কাল রাতে হৃৎক্রিয়াযন্ত্র বন্ধ হয়ে মারা গেছেন মনসুর। বয়স হয়েছিল তাঁর ৫২ বছর। মনসুরের অকাল প্রয়াণে ফুটবল অঙ্গনে নেমেছে শোকের ছায়া। আন্তরিক শোক ও প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাফুফে।

ষষ্ঠ শ্রেণি পর্যন্ত জানা মনসুর একান্ত প্রচেষ্টায় নিজের নামে ১৯৮৭ সালে গড়ে তোলেন মনসুর স্পোর্টিং ক্লাব। নিজের ছোট ব্যবসা আর সামান্য পৃষ্ঠপোষকতায় চলা ক্লাবটি অনেক ফুটবলারের আঁতুড়ঘর। ফুটবল ছাড়াও ক্রিকেট, ব্যাডমিন্টনেও অংশ নিয়েছে এই ক্লাবে। তিন দশক ধরে পাইওনিয়ার ফুটবল লিগে নিয়মিত অংশ নেয় মনসুর স্পোর্টিং ক্লাব।

নিজের ছোট জীবনে খেলাধুলাকেই ভালোবেসেছিলেন। অনেকেই আদর করে তাঁকে ডাকতেন ‘পাগলা মনসুর’ নামে। সেই খেলাপাগল মনসুর নিজের প্রিয় ক্লাব, প্রিয় ক্রীড়াঙ্গান ছেড়ে পাড়ি জমালেন অনন্তের পথে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত