যেকোনো টুর্নামেন্টের ফাইনাল তো নায়ক হবার মঞ্চই। গত পরশু ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে সেই সুযোগ কাজে লাগালেন রদ্রি। সুযোগ কাজে লাগানোর পুরস্কারও পেলেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে ম্যান সিটি। ম্যাচের ৬৮ মিনিটে দুর্দান্ত এক গোল করেন রদ্রি। এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
মৌসুমসেরা গোলের মর্যাদা পেয়েছে হালান্ডের গোল। ইতিহাদে গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যান সিটির জয়সূচক গোলটি করেন হালান্ড। ৫৬ মিনিটে প্রথমে জুড বেলিংহামের গোলে এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড। এরপর ৮০ মিনিটে জন স্টোনসের গোলে সমতায় ফেরে ম্যান সিটি। আর ৮৪ মিনিটে দারুণ এক ডিগবাজিতে গোল করেন হালান্ড।
চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশেও দাপট ম্যান সিটির। সিটির সাত খেলোয়াড় জায়গা করে নিয়েছেন একাদশে। মাঝমাঠের তিন খেলোয়াড়ই সিটির। তারা হলেন ফাইনালের নায়ক রদ্রি, কেভিন ডি ব্রুইন ও জন স্টোনস। রক্ষণ ও আক্রমণভাগে আছেন দুজন করে। হালান্ড আর বার্নার্দো সিলভা এই দুজন খেলবেন ফরোয়ার্ডে। মৌসুমসেরা দলের গোলরক্ষক রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া।
২০২২-২৩ চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশ:
গোলরক্ষক: থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ)
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ফেদেরিকো দিমার্কো (ইন্টার মিলান)
মাঝমাঠ: জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), রদ্রি (ম্যানচেস্টার সিটি)
আক্রমণভাগ: আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
যেকোনো টুর্নামেন্টের ফাইনাল তো নায়ক হবার মঞ্চই। গত পরশু ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে সেই সুযোগ কাজে লাগালেন রদ্রি। সুযোগ কাজে লাগানোর পুরস্কারও পেলেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে ম্যান সিটি। ম্যাচের ৬৮ মিনিটে দুর্দান্ত এক গোল করেন রদ্রি। এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
মৌসুমসেরা গোলের মর্যাদা পেয়েছে হালান্ডের গোল। ইতিহাদে গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যান সিটির জয়সূচক গোলটি করেন হালান্ড। ৫৬ মিনিটে প্রথমে জুড বেলিংহামের গোলে এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড। এরপর ৮০ মিনিটে জন স্টোনসের গোলে সমতায় ফেরে ম্যান সিটি। আর ৮৪ মিনিটে দারুণ এক ডিগবাজিতে গোল করেন হালান্ড।
চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশেও দাপট ম্যান সিটির। সিটির সাত খেলোয়াড় জায়গা করে নিয়েছেন একাদশে। মাঝমাঠের তিন খেলোয়াড়ই সিটির। তারা হলেন ফাইনালের নায়ক রদ্রি, কেভিন ডি ব্রুইন ও জন স্টোনস। রক্ষণ ও আক্রমণভাগে আছেন দুজন করে। হালান্ড আর বার্নার্দো সিলভা এই দুজন খেলবেন ফরোয়ার্ডে। মৌসুমসেরা দলের গোলরক্ষক রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া।
২০২২-২৩ চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশ:
গোলরক্ষক: থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ)
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ফেদেরিকো দিমার্কো (ইন্টার মিলান)
মাঝমাঠ: জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), রদ্রি (ম্যানচেস্টার সিটি)
আক্রমণভাগ: আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৪ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩১ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে