নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি দুটি ম্যাচের মাঝখানে অন্তত ৭২ ঘণ্টার বিরতি দিতে একমত হয়েছে ফিফা ও খেলোয়াড়দের ইউনিয়ন; যাতে খেলোয়াড়েরা পর্যাপ্ত বিশ্রাম পান। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অবশ্য দেখা মিলছে ভিন্ন চিত্রের। এক দিন বিরতি দিয়েই মাঠে নামতে হচ্ছে ফুটবলারদের। এ নিয়ে চটেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
ম্যাচের পরদিন পুরোটাই কেটে যায় রিকভারিতে। পরের ম্যাচের আগে অনুশীলনের কোনো সুযোগ পাচ্ছেন না। ১২ দিনের মধ্যে খেলতে হচ্ছে ছয় ম্যাচ। বাটলারের চোখে এটা আদর্শ নয়। অথচ টুর্নামেন্ট শুরুর আগে এটিকে বেশ বড়াই করে খেলোয়াড় গড়ে তোলার মঞ্চ বলেছিলেন তিনি। একের পর এক ম্যাচ খেলিয়ে যে উন্নতি হয় না, সেটা উপলব্ধি করতে পারছেন বাংলাদেশ কোচ।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এবার নেই কোনো নকআউট পর্ব। চার দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে দুবার করে। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ বেলা ৩টায় ভুটানের মুখোমুখি হবেন আফঈদা-স্বপ্নারা। অনুমিতভাবে গতকাল তাঁদের দিনটি কাটে সতেজ হওয়ার মাধ্যমে।
পরশু নেপালের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয়ের পর ফুটবলারদের ক্লান্তি স্পষ্ট ছিল বাটলারের চোখে। তাই তো সূচি নিয়ে সাফকে একহাত নিলেন তিনি, ‘এই মেয়েরাও মানুষ, তারা তরুণ এবং আমার বিশ্বাস নিজেদের পথ তারা খুঁজে নেবে। (ঠাসা সূচির কারণে) আমাদের অনুশীলনের সময় নেই। ১২ দিনের মধ্যে ছয়টি ম্যাচ খেলতে হবে। একেবারেই অপ্রয়োজনীয়। মেয়েরা চোট নিয়ে খেলছে। রিকভারি, খেলা, পুল সেশন, খাওয়া, ঘুমানো, আবারও খেলা—আমি মনে করি না, এটা উন্নতির জন্য ভালো।’
দলের ভেতর যে চোট সমস্যা আছে, তা আফঈদা খন্দকারের কথায়ও পরিষ্কার। তার ওপর খেলা হচ্ছে ভারী মাঠে। তবে দলের পরিস্থিতি ভালো আছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক, ‘ছোটখাটো ইনজুরি আছে, সেটা থাকবেই, যেহেতু ম্যাচ খেললে ইনজুরি হয়, তো আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালো।’
নেপাল ম্যাচে দ্বিতীয়ার্ধে শেষ দিকের পারফরম্যান্স খুশি নন বাটলার। ২ গোলে পিছিয়ে থাকার পরও নেপাল ম্যাচে ফিরে আসে দারুণভাবে। সমতা ফিরিয়ে একপর্যায়ে জিততে মরিয়া হয়ে উঠেছিল দলটি। তবে শেষ মুহূর্তে তৃষ্ণা রানী সরকারের গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগের ম্যাচের ভুলগুলো ভুটানের বিপক্ষে শুধরে নেওয়ার আশ্বাস আফঈদার, ‘গতকাল (পরশু) নেপালের বিপক্ষে আমরা ম্যাচটা জিতেছি। আল্লাহর রহমতে আমরা যেটা চেয়েছি, সেটাই হয়েছে। আজ (গতকাল) আমরা রিকভারি সেশন করেছি সুইমিংপুলে। সবাই একটু মজা করেছি সাঁতারে। আগামীকালের ম্যাচ নিয়ে কোচ তাঁর পরিকল্পনা আমাদের বলবেন, আমরা সেভাবে করার চেষ্টা করব ইনশা আল্লাহ।’
নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ৬-১ গোলে হারে ভুটান। যদিও তাদের খেলায় ছিল আগের চেয়ে পরিণত হওয়ার ছাপ। শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জিতে সেই বার্তাটা দিয়েছে বেশ ভালোভাবে। দেখার পালা আজ বাংলাদেশকে কতটুকু চ্যালেঞ্জে ফেলতে পারে তারা।
সম্প্রতি দুটি ম্যাচের মাঝখানে অন্তত ৭২ ঘণ্টার বিরতি দিতে একমত হয়েছে ফিফা ও খেলোয়াড়দের ইউনিয়ন; যাতে খেলোয়াড়েরা পর্যাপ্ত বিশ্রাম পান। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অবশ্য দেখা মিলছে ভিন্ন চিত্রের। এক দিন বিরতি দিয়েই মাঠে নামতে হচ্ছে ফুটবলারদের। এ নিয়ে চটেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
ম্যাচের পরদিন পুরোটাই কেটে যায় রিকভারিতে। পরের ম্যাচের আগে অনুশীলনের কোনো সুযোগ পাচ্ছেন না। ১২ দিনের মধ্যে খেলতে হচ্ছে ছয় ম্যাচ। বাটলারের চোখে এটা আদর্শ নয়। অথচ টুর্নামেন্ট শুরুর আগে এটিকে বেশ বড়াই করে খেলোয়াড় গড়ে তোলার মঞ্চ বলেছিলেন তিনি। একের পর এক ম্যাচ খেলিয়ে যে উন্নতি হয় না, সেটা উপলব্ধি করতে পারছেন বাংলাদেশ কোচ।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এবার নেই কোনো নকআউট পর্ব। চার দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে দুবার করে। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ বেলা ৩টায় ভুটানের মুখোমুখি হবেন আফঈদা-স্বপ্নারা। অনুমিতভাবে গতকাল তাঁদের দিনটি কাটে সতেজ হওয়ার মাধ্যমে।
পরশু নেপালের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয়ের পর ফুটবলারদের ক্লান্তি স্পষ্ট ছিল বাটলারের চোখে। তাই তো সূচি নিয়ে সাফকে একহাত নিলেন তিনি, ‘এই মেয়েরাও মানুষ, তারা তরুণ এবং আমার বিশ্বাস নিজেদের পথ তারা খুঁজে নেবে। (ঠাসা সূচির কারণে) আমাদের অনুশীলনের সময় নেই। ১২ দিনের মধ্যে ছয়টি ম্যাচ খেলতে হবে। একেবারেই অপ্রয়োজনীয়। মেয়েরা চোট নিয়ে খেলছে। রিকভারি, খেলা, পুল সেশন, খাওয়া, ঘুমানো, আবারও খেলা—আমি মনে করি না, এটা উন্নতির জন্য ভালো।’
দলের ভেতর যে চোট সমস্যা আছে, তা আফঈদা খন্দকারের কথায়ও পরিষ্কার। তার ওপর খেলা হচ্ছে ভারী মাঠে। তবে দলের পরিস্থিতি ভালো আছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক, ‘ছোটখাটো ইনজুরি আছে, সেটা থাকবেই, যেহেতু ম্যাচ খেললে ইনজুরি হয়, তো আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালো।’
নেপাল ম্যাচে দ্বিতীয়ার্ধে শেষ দিকের পারফরম্যান্স খুশি নন বাটলার। ২ গোলে পিছিয়ে থাকার পরও নেপাল ম্যাচে ফিরে আসে দারুণভাবে। সমতা ফিরিয়ে একপর্যায়ে জিততে মরিয়া হয়ে উঠেছিল দলটি। তবে শেষ মুহূর্তে তৃষ্ণা রানী সরকারের গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগের ম্যাচের ভুলগুলো ভুটানের বিপক্ষে শুধরে নেওয়ার আশ্বাস আফঈদার, ‘গতকাল (পরশু) নেপালের বিপক্ষে আমরা ম্যাচটা জিতেছি। আল্লাহর রহমতে আমরা যেটা চেয়েছি, সেটাই হয়েছে। আজ (গতকাল) আমরা রিকভারি সেশন করেছি সুইমিংপুলে। সবাই একটু মজা করেছি সাঁতারে। আগামীকালের ম্যাচ নিয়ে কোচ তাঁর পরিকল্পনা আমাদের বলবেন, আমরা সেভাবে করার চেষ্টা করব ইনশা আল্লাহ।’
নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ৬-১ গোলে হারে ভুটান। যদিও তাদের খেলায় ছিল আগের চেয়ে পরিণত হওয়ার ছাপ। শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জিতে সেই বার্তাটা দিয়েছে বেশ ভালোভাবে। দেখার পালা আজ বাংলাদেশকে কতটুকু চ্যালেঞ্জে ফেলতে পারে তারা।
এশিয়া কাপে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। আবুধাবি হোক কিংবা দুবাইয়ের উইকেটে নিংড়ে দিচ্ছেন সেরাটা। টি-টোয়েন্টিতে দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার তিনি। পরশু দুবাইয়ে ভারতের বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে তাঁর স্বরূপে থাকাটা গুরুত্বপূর্ণ দলের জন্য। এর আগে বাঁহাতি এই পেসারের প্রতি যেন কারও কুনজর না পড়ে এমন
১০ ঘণ্টা আগেএবারের এশিয়া কাপে মাঠের খেলার চেয়ে বাইরের বিভিন্ন ঘটনায় বেশি আলোচনায় আসছে পাকিস্তান। হাত না মেলানো বিতর্কে আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি তুলেছিল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার ফের বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দ্বারস্থ হলো তারা।
১১ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে যায় তারা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সে হারের দুঃস্মৃতি ভুলে যেতে চান লঙ্কানদের অধিনায়ক চারিত আসালাঙ্কা।
১২ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ব্যতিক্রমী উদ্যাপন করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। এবার সমালোচনার জবাব দিলেন এই ব্যাটার। সাফ জানিয়ে দিলেন—কে কী বলল, তাতে কিছুই যায়-আসে না তাঁর।
১৩ ঘণ্টা আগে