Ajker Patrika

আজ বাংলাদেশের সামনে ভুটান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১১: ৪১
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সূচি নিয়ে খেপেছেন পিটার বাটলার। ছবি: বাফুফে
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সূচি নিয়ে খেপেছেন পিটার বাটলার। ছবি: বাফুফে

সম্প্রতি দুটি ম্যাচের মাঝখানে অন্তত ৭২ ঘণ্টার বিরতি দিতে একমত হয়েছে ফিফা ও খেলোয়াড়দের ইউনিয়ন; যাতে খেলোয়াড়েরা পর্যাপ্ত বিশ্রাম পান। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অবশ্য দেখা মিলছে ভিন্ন চিত্রের। এক দিন বিরতি দিয়েই মাঠে নামতে হচ্ছে ফুটবলারদের। এ নিয়ে চটেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।

ম্যাচের পরদিন পুরোটাই কেটে যায় রিকভারিতে। পরের ম্যাচের আগে অনুশীলনের কোনো সুযোগ পাচ্ছেন না। ১২ দিনের মধ্যে খেলতে হচ্ছে ছয় ম্যাচ। বাটলারের চোখে এটা আদর্শ নয়। অথচ টুর্নামেন্ট শুরুর আগে এটিকে বেশ বড়াই করে খেলোয়াড় গড়ে তোলার মঞ্চ বলেছিলেন তিনি। একের পর এক ম্যাচ খেলিয়ে যে উন্নতি হয় না, সেটা উপলব্ধি করতে পারছেন বাংলাদেশ কোচ।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এবার নেই কোনো নকআউট পর্ব। চার দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে দুবার করে। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ বেলা ৩টায় ভুটানের মুখোমুখি হবেন আফঈদা-স্বপ্নারা। অনুমিতভাবে গতকাল তাঁদের দিনটি কাটে সতেজ হওয়ার মাধ্যমে।

পরশু নেপালের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয়ের পর ফুটবলারদের ক্লান্তি স্পষ্ট ছিল বাটলারের চোখে। তাই তো সূচি নিয়ে সাফকে একহাত নিলেন তিনি, ‘এই মেয়েরাও মানুষ, তারা তরুণ এবং আমার বিশ্বাস নিজেদের পথ তারা খুঁজে নেবে। (ঠাসা সূচির কারণে) আমাদের অনুশীলনের সময় নেই। ১২ দিনের মধ্যে ছয়টি ম্যাচ খেলতে হবে। একেবারেই অপ্রয়োজনীয়। মেয়েরা চোট নিয়ে খেলছে। রিকভারি, খেলা, পুল সেশন, খাওয়া, ঘুমানো, আবারও খেলা—আমি মনে করি না, এটা উন্নতির জন্য ভালো।’

দলের ভেতর যে চোট সমস্যা আছে, তা আফঈদা খন্দকারের কথায়ও পরিষ্কার। তার ওপর খেলা হচ্ছে ভারী মাঠে। তবে দলের পরিস্থিতি ভালো আছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক, ‘ছোটখাটো ইনজুরি আছে, সেটা থাকবেই, যেহেতু ম্যাচ খেললে ইনজুরি হয়, তো আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালো।’

নেপাল ম্যাচে দ্বিতীয়ার্ধে শেষ দিকের পারফরম্যান্স খুশি নন বাটলার। ২ গোলে পিছিয়ে থাকার পরও নেপাল ম্যাচে ফিরে আসে দারুণভাবে। সমতা ফিরিয়ে একপর্যায়ে জিততে মরিয়া হয়ে উঠেছিল দলটি। তবে শেষ মুহূর্তে তৃষ্ণা রানী সরকারের গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগের ম্যাচের ভুলগুলো ভুটানের বিপক্ষে শুধরে নেওয়ার আশ্বাস আফঈদার, ‘গতকাল (পরশু) নেপালের বিপক্ষে আমরা ম্যাচটা জিতেছি। আল্লাহর রহমতে আমরা যেটা চেয়েছি, সেটাই হয়েছে। আজ (গতকাল) আমরা রিকভারি সেশন করেছি সুইমিংপুলে। সবাই একটু মজা করেছি সাঁতারে। আগামীকালের ম্যাচ নিয়ে কোচ তাঁর পরিকল্পনা আমাদের বলবেন, আমরা সেভাবে করার চেষ্টা করব ইনশা আল্লাহ।’

নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ৬-১ গোলে হারে ভুটান। যদিও তাদের খেলায় ছিল আগের চেয়ে পরিণত হওয়ার ছাপ। শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জিতে সেই বার্তাটা দিয়েছে বেশ ভালোভাবে। দেখার পালা আজ বাংলাদেশকে কতটুকু চ্যালেঞ্জে ফেলতে পারে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত