Ajker Patrika

উদ্‌যাপনের সময় বিয়ের আংটি হারাতে বসেছিলেন ক্লপ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৪: ০৬
উদ্‌যাপনের সময় বিয়ের আংটি হারাতে বসেছিলেন ক্লপ

শিষ্যের গোল কিংবা দলের জয়ের পর উদ্‌যাপনটা ভালোই করতে জানেন ইয়ুর্গেন ক্লপ। উদ্‌যাপনের মুহূর্ত পেলেই কিছু দূর খ্যাপাটে দৌড় দিয়ে বাতাসে মুষ্টিবদ্ধ ঘুষি ছুড়তে থাকেন তিনি। গতকালও নিউক্যাসলের বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর এমনই উদ্‌যাপন করছিলেন লিভারপুল কোচ। 

কিন্তু এবার উদ্‌যাপন করতে গিয়ে বিপদেই পড়তে যাচ্ছিলেন ক্লপ। নিজ দলের সমর্থকদের স্ট্যান্ডের সামনে উদ্‌যাপন করতে গিয়ে বিয়ের আংটি হারানোর শঙ্কায় ছিলেন তিনি। দলকে সমর্থন দিতে আসা দর্শকদের সঙ্গে জয় উদ্‌যাপনের সময় তাঁর আঙুল থেকে বিয়ের আংটি পড়ে যায় ঘাসে। 

আংটি হারিয়ে হতভম্ব হয়ে যাওয়া ক্লপ কিছু সময় খোঁজাখুঁজি করলেন নিজেই। তবে মাঠে শিষ্যরা পারলেও নিজে সফল হতে পারলেন না জার্মান কোচ। ব্যর্থ কোচ তখন মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীর সহায়তা চাইলেন। দুজনে খুঁজেও যখন পাচ্ছিলেন না, তখন ক্লপকে সহায়তা করেন ক্যামেরাম্যান। তাঁর খ্যাপাটে উদ্‌যাপনের সময় ক্যামেরাম্যান প্রায় সব সময় সঙ্গেই ছিলেন। 

ক্যামেরাম্যান এসে তখন সঠিক জায়গাটা দেখিয়ে দেন। আংটি পেয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচেন ক্লপ। বিয়ের আংটি পেয়েই ক্যামেরার লেন্সের সামনে চুমু এঁকে দেন। এরপর আবারও দৌড় শুরু করে দেন তিনি। আর মাঠ ছাড়ার সময় ক্যামেরাম্যানের সঙ্গে কোলাকুলি করে ধন্যবাদও জানান তিনি। 

ক্যামেরাম্যানকে ধন্যবাদ শুধু মাঠেই নয়, বাইরেও দিয়েছেন ক্লপ। ম্যাচ শেষে বেইন স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় ক্যামেরাম্যানকে নায়ক বলে সম্বোধন করেছেন তিনি। লিভারপুল কোচ বলেছেন, ‘সাধারণত জুয়েলারি পরি না। তবে এই আংটিটা বিশেষ কিছু, যা ছাড়া আমি বাঁচতে পারি না। খুঁজে দেওয়া ক্যামেরাম্যান আমার নায়ক। ২০২৪ সালের জন্য সে আমার নতুন নায়ক। তাঁর প্রয়োজন পড়লে এখন থেকে সে আমার ছবি তুলতে পারবে।’ 

তবে বিয়ের আংটি হারানো এবারই প্রথমবার নয় ক্লপের। আর আগেও একবার হারিয়েছিলেন তিনি। সেবার ডুবুরির সহায়তায় আংটি পেয়েছিলেন ৫৬ বছর বয়সী কোচ। সেই ঘটনার বিষয়ে তিনি বলেছেন, ‘এর আগেও একবার হারিয়েছিলাম। সেবার পানিতে থাকার কারণে পেশাদার ডুবুরির সহায়তা পেয়েছিলাম। প্রায়ই আমি পাউন্ড হারাই এবং এটিও হতে পারে।’ 

ক্লপের আংটি হারানোর ম্যাচে নিউক্যাসলকে ৪-২ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। ২০ ম্যাচে ৪৫ পয়েন্টে শীর্ষে তারা। আর সমান ম্যাচে ৪২ পয়েন্টে দুইয়ে অ্যাস্টন ভিলা। জয়ের ম্যাচে মোহাম্মদ সালাহ পেনাল্টি মিস করলেও পরে জোড়া গোল করেছেন। মিসরীয় স্ট্রাইকারের সঙ্গে ১টি করে গোল করেছেন কার্টিস জোনস ও কোডি গাকপো। আর প্রতিপক্ষের হয়ে ব্যবধান কমানো গোল ২টি আলেক্সজান্ডার ইসাক ও সেভেন বোটম্যানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত