ঢাকা: আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল দাঁড়িয়ে আছে কঠিন সমীকরণের সামনে। শিরোপা জিততে হলে দল তিনটির শেষ তিন ম্যাচ জিততে তো হবেই, এমনকি লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজমান, কাসেমিরোদের খেলতে হবে সতর্কতার সঙ্গে। তিন দলের ১২ খেলোয়াড় আছেন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। একটি হলুদ কার্ড পেলেই তাঁরা খেলতে পারবেন না পরের ম্যাচ। আর তাতে ক্ষতি দলেরও।
এবারের লা-লিগায় বার্সা এখন পর্যন্ত হলুদ কার্ড পেয়েছে ৬২টি। সামনের ম্যাচগুলোয় একটি হলুদ কার্ডেই সর্বনাশ হতে পারে ছয় বার্সা খেলোয়াড়ের। মেসি–গ্রিজমান ছাড়াও নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা বার্সার বাকি খেলোয়াড় হচ্ছেন— জেরার্ড পিকে, ফ্রেঙ্কি ডি ইয়ং, অস্কার মিনগেজা ও জর্দি আলবা।
এই মৌসুমে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি হলুদ কার্ড পেয়েছে আতলেতিকো। ৯২টি হলুদ কার্ড দেখেছে দিয়েগো সিমিওনের দল। একটি হলুদ কার্ডের ঝুঁকিতে আছেন—স্তেফান সেভিচ, মারিও হার্মোসো, সাউল নিগুয়েজ, টমাস লেমার ও কোকে। সেভিচ এই মৌসুমে একাই হলুদ কার্ড পেয়েছেন ১৪টি ও কোকে পেয়েছেন ৯টি। লেমারের হলুদ কার্ডের ঝুঁকি ছাড়াও চোটের শঙ্কা রয়েছে।
সবচেয়ে কম হলুদ কার্ড দেখেছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের শিষ্যরা এখন পর্যন্ত দেখেছে ৫৩ হলুদ কার্ড। যেখানে একটি হলুদ কার্ডের ঝুঁকিতে আছেন শুধু কাসেমিরো। রিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডার এখন পর্যন্ত দেখেছেন ৯টি হলুদ কার্ড।
এক দিক থেকে স্বস্তির নিশ্বাস ফেলতে পারে আতলেতিকো। এই মৌসুমে সবচেয়ে বেশি হলুদ কার্ড পেলেও একটিও লাল কার্ড পায়নি সিমিওনের দল। বার্সা লাল কার্ড পেয়েছে দুটি আর রিয়াল দেখেছে তিনটি লাল কার্ড। ১৩টি লাল কার্ড পেয়ে এই তালিকায় শীর্ষে থাকা দলটি আলাভেস।
ঢাকা: আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল দাঁড়িয়ে আছে কঠিন সমীকরণের সামনে। শিরোপা জিততে হলে দল তিনটির শেষ তিন ম্যাচ জিততে তো হবেই, এমনকি লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজমান, কাসেমিরোদের খেলতে হবে সতর্কতার সঙ্গে। তিন দলের ১২ খেলোয়াড় আছেন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। একটি হলুদ কার্ড পেলেই তাঁরা খেলতে পারবেন না পরের ম্যাচ। আর তাতে ক্ষতি দলেরও।
এবারের লা-লিগায় বার্সা এখন পর্যন্ত হলুদ কার্ড পেয়েছে ৬২টি। সামনের ম্যাচগুলোয় একটি হলুদ কার্ডেই সর্বনাশ হতে পারে ছয় বার্সা খেলোয়াড়ের। মেসি–গ্রিজমান ছাড়াও নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা বার্সার বাকি খেলোয়াড় হচ্ছেন— জেরার্ড পিকে, ফ্রেঙ্কি ডি ইয়ং, অস্কার মিনগেজা ও জর্দি আলবা।
এই মৌসুমে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি হলুদ কার্ড পেয়েছে আতলেতিকো। ৯২টি হলুদ কার্ড দেখেছে দিয়েগো সিমিওনের দল। একটি হলুদ কার্ডের ঝুঁকিতে আছেন—স্তেফান সেভিচ, মারিও হার্মোসো, সাউল নিগুয়েজ, টমাস লেমার ও কোকে। সেভিচ এই মৌসুমে একাই হলুদ কার্ড পেয়েছেন ১৪টি ও কোকে পেয়েছেন ৯টি। লেমারের হলুদ কার্ডের ঝুঁকি ছাড়াও চোটের শঙ্কা রয়েছে।
সবচেয়ে কম হলুদ কার্ড দেখেছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের শিষ্যরা এখন পর্যন্ত দেখেছে ৫৩ হলুদ কার্ড। যেখানে একটি হলুদ কার্ডের ঝুঁকিতে আছেন শুধু কাসেমিরো। রিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডার এখন পর্যন্ত দেখেছেন ৯টি হলুদ কার্ড।
এক দিক থেকে স্বস্তির নিশ্বাস ফেলতে পারে আতলেতিকো। এই মৌসুমে সবচেয়ে বেশি হলুদ কার্ড পেলেও একটিও লাল কার্ড পায়নি সিমিওনের দল। বার্সা লাল কার্ড পেয়েছে দুটি আর রিয়াল দেখেছে তিনটি লাল কার্ড। ১৩টি লাল কার্ড পেয়ে এই তালিকায় শীর্ষে থাকা দলটি আলাভেস।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।
১০ ঘণ্টা আগেবার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লাউতারো মার্তিনেজ। গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দলের দুটি গোলে অবদান ছিল তাঁর। দলের প্রথম গোল নিজে করেছেন, আরেকটি তাঁকে বক্সে ফাউল করায় পেন
১২ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যে গতকাল রাত থেকে চলছে সামরিক যুদ্ধ। ভয়াবহ আকার ধারণ না করলেও এর রেশ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশে। ক্রিকেটাররাও নিজ দেশের পাশে থাকার সমর্থন জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সব মিলিয়ে যুদ্ধের একটা প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল
১৩ ঘণ্টা আগেচলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে তলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।
১৩ ঘণ্টা আগে