ঢাকা: আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল দাঁড়িয়ে আছে কঠিন সমীকরণের সামনে। শিরোপা জিততে হলে দল তিনটির শেষ তিন ম্যাচ জিততে তো হবেই, এমনকি লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজমান, কাসেমিরোদের খেলতে হবে সতর্কতার সঙ্গে। তিন দলের ১২ খেলোয়াড় আছেন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। একটি হলুদ কার্ড পেলেই তাঁরা খেলতে পারবেন না পরের ম্যাচ। আর তাতে ক্ষতি দলেরও।
এবারের লা-লিগায় বার্সা এখন পর্যন্ত হলুদ কার্ড পেয়েছে ৬২টি। সামনের ম্যাচগুলোয় একটি হলুদ কার্ডেই সর্বনাশ হতে পারে ছয় বার্সা খেলোয়াড়ের। মেসি–গ্রিজমান ছাড়াও নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা বার্সার বাকি খেলোয়াড় হচ্ছেন— জেরার্ড পিকে, ফ্রেঙ্কি ডি ইয়ং, অস্কার মিনগেজা ও জর্দি আলবা।
এই মৌসুমে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি হলুদ কার্ড পেয়েছে আতলেতিকো। ৯২টি হলুদ কার্ড দেখেছে দিয়েগো সিমিওনের দল। একটি হলুদ কার্ডের ঝুঁকিতে আছেন—স্তেফান সেভিচ, মারিও হার্মোসো, সাউল নিগুয়েজ, টমাস লেমার ও কোকে। সেভিচ এই মৌসুমে একাই হলুদ কার্ড পেয়েছেন ১৪টি ও কোকে পেয়েছেন ৯টি। লেমারের হলুদ কার্ডের ঝুঁকি ছাড়াও চোটের শঙ্কা রয়েছে।
সবচেয়ে কম হলুদ কার্ড দেখেছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের শিষ্যরা এখন পর্যন্ত দেখেছে ৫৩ হলুদ কার্ড। যেখানে একটি হলুদ কার্ডের ঝুঁকিতে আছেন শুধু কাসেমিরো। রিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডার এখন পর্যন্ত দেখেছেন ৯টি হলুদ কার্ড।
এক দিক থেকে স্বস্তির নিশ্বাস ফেলতে পারে আতলেতিকো। এই মৌসুমে সবচেয়ে বেশি হলুদ কার্ড পেলেও একটিও লাল কার্ড পায়নি সিমিওনের দল। বার্সা লাল কার্ড পেয়েছে দুটি আর রিয়াল দেখেছে তিনটি লাল কার্ড। ১৩টি লাল কার্ড পেয়ে এই তালিকায় শীর্ষে থাকা দলটি আলাভেস।
ঢাকা: আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল দাঁড়িয়ে আছে কঠিন সমীকরণের সামনে। শিরোপা জিততে হলে দল তিনটির শেষ তিন ম্যাচ জিততে তো হবেই, এমনকি লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজমান, কাসেমিরোদের খেলতে হবে সতর্কতার সঙ্গে। তিন দলের ১২ খেলোয়াড় আছেন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। একটি হলুদ কার্ড পেলেই তাঁরা খেলতে পারবেন না পরের ম্যাচ। আর তাতে ক্ষতি দলেরও।
এবারের লা-লিগায় বার্সা এখন পর্যন্ত হলুদ কার্ড পেয়েছে ৬২টি। সামনের ম্যাচগুলোয় একটি হলুদ কার্ডেই সর্বনাশ হতে পারে ছয় বার্সা খেলোয়াড়ের। মেসি–গ্রিজমান ছাড়াও নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা বার্সার বাকি খেলোয়াড় হচ্ছেন— জেরার্ড পিকে, ফ্রেঙ্কি ডি ইয়ং, অস্কার মিনগেজা ও জর্দি আলবা।
এই মৌসুমে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি হলুদ কার্ড পেয়েছে আতলেতিকো। ৯২টি হলুদ কার্ড দেখেছে দিয়েগো সিমিওনের দল। একটি হলুদ কার্ডের ঝুঁকিতে আছেন—স্তেফান সেভিচ, মারিও হার্মোসো, সাউল নিগুয়েজ, টমাস লেমার ও কোকে। সেভিচ এই মৌসুমে একাই হলুদ কার্ড পেয়েছেন ১৪টি ও কোকে পেয়েছেন ৯টি। লেমারের হলুদ কার্ডের ঝুঁকি ছাড়াও চোটের শঙ্কা রয়েছে।
সবচেয়ে কম হলুদ কার্ড দেখেছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের শিষ্যরা এখন পর্যন্ত দেখেছে ৫৩ হলুদ কার্ড। যেখানে একটি হলুদ কার্ডের ঝুঁকিতে আছেন শুধু কাসেমিরো। রিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডার এখন পর্যন্ত দেখেছেন ৯টি হলুদ কার্ড।
এক দিক থেকে স্বস্তির নিশ্বাস ফেলতে পারে আতলেতিকো। এই মৌসুমে সবচেয়ে বেশি হলুদ কার্ড পেলেও একটিও লাল কার্ড পায়নি সিমিওনের দল। বার্সা লাল কার্ড পেয়েছে দুটি আর রিয়াল দেখেছে তিনটি লাল কার্ড। ১৩টি লাল কার্ড পেয়ে এই তালিকায় শীর্ষে থাকা দলটি আলাভেস।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে