সমর্থকদের কাছ থেকে খেলোয়াড়দের দুয়োধ্বনি বেশ সাধারণ ঘটনা। অভিষেক হোক বা শেষ দিন-গ্যালারি থেকে খেলোয়াড়দের শুনতে হয় দুয়োধ্বনি। গতকাল এমন দুয়োধ্বনির পাল্টা জবাব দিলেন জলাতান ইব্রাহিমোভিচ।
গতকাল ছিল সিরি ‘আ’ এর চলতি মৌসুমের শেষ দিন। সান সিরোতে ভেরোনার মুখোমুখি হয় এসি মিলান। এসি মিলানের দলে না থাকলেও এই ম্যাচেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ইব্রা। এই সময় তাঁকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে আসতে থাকে দুয়োধ্বনি। দুয়োধ্বনির জবাবে তিনি বলেন, ‘দুয়োধ্বনি দিতে থাকুন। আমাকে দেখাটাই আপনার বছরের সেরা মুহূর্ত।’
ইব্রার বিদায়ের দিনে এসি মিলান ৩-১ গোলে হারিয়েছে ভেরোনাকে। এসি মিলানের ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন রাফায়েল লিয়াও ও এক গোল করেছেন অলিভিয়ার জিরু। সান সিরোকে বিদায় জানানোর সময় চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। ৪১ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার বলেন, ‘মিলানে এসে আপনাদের থেকে পেয়েছি অনেক ভালোবাসা। হৃদয়ের অন্তঃস্থল থেকে ভক্তদের জানাই ধন্যবাদ। আপনারা দুহাত ভরে স্বাগত জানিয়েছেন আমাকে। আপনাদের কারণেই এখানে নিজের ঘরের মতো মনে হয়েছে। আজীবন মিলান ভক্ত হয়েই থাকব। ফুটবলকে বিদায় বলছি, আপনাদের নয়।’
স্বদেশি ক্লাব মালমো এফসি দিয়ে ১৯৯৯ সালে শুরু। এরপর আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলানসহ অনেক বিখ্যাত ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের ইতি টানলেন এসি মিলানে। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ইব্রা খেলেছেন ৯ ক্লাবের হয়ে। ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ৮২৭ ম্যাচ খেলে করেছেন ৪৯৬ গোল আর অ্যাসিস্ট করেছেন ২০৪ গোলে। ৮২৭ ম্যাচের ক্লাব ক্যারিয়ারে জিতেছেন ৩৪ শিরোপা। এসি মিলানের হয়ে গত মৌসুমের সিরি ‘আ’ ইব্রার ক্যারিয়ারের সর্বশেষ শিরোপা। আর সুইডেনের হয়ে ১২২ ম্যাচে করেছেন ৬২ গোল আর অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে।
সমর্থকদের কাছ থেকে খেলোয়াড়দের দুয়োধ্বনি বেশ সাধারণ ঘটনা। অভিষেক হোক বা শেষ দিন-গ্যালারি থেকে খেলোয়াড়দের শুনতে হয় দুয়োধ্বনি। গতকাল এমন দুয়োধ্বনির পাল্টা জবাব দিলেন জলাতান ইব্রাহিমোভিচ।
গতকাল ছিল সিরি ‘আ’ এর চলতি মৌসুমের শেষ দিন। সান সিরোতে ভেরোনার মুখোমুখি হয় এসি মিলান। এসি মিলানের দলে না থাকলেও এই ম্যাচেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ইব্রা। এই সময় তাঁকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে আসতে থাকে দুয়োধ্বনি। দুয়োধ্বনির জবাবে তিনি বলেন, ‘দুয়োধ্বনি দিতে থাকুন। আমাকে দেখাটাই আপনার বছরের সেরা মুহূর্ত।’
ইব্রার বিদায়ের দিনে এসি মিলান ৩-১ গোলে হারিয়েছে ভেরোনাকে। এসি মিলানের ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন রাফায়েল লিয়াও ও এক গোল করেছেন অলিভিয়ার জিরু। সান সিরোকে বিদায় জানানোর সময় চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। ৪১ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার বলেন, ‘মিলানে এসে আপনাদের থেকে পেয়েছি অনেক ভালোবাসা। হৃদয়ের অন্তঃস্থল থেকে ভক্তদের জানাই ধন্যবাদ। আপনারা দুহাত ভরে স্বাগত জানিয়েছেন আমাকে। আপনাদের কারণেই এখানে নিজের ঘরের মতো মনে হয়েছে। আজীবন মিলান ভক্ত হয়েই থাকব। ফুটবলকে বিদায় বলছি, আপনাদের নয়।’
স্বদেশি ক্লাব মালমো এফসি দিয়ে ১৯৯৯ সালে শুরু। এরপর আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলানসহ অনেক বিখ্যাত ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের ইতি টানলেন এসি মিলানে। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ইব্রা খেলেছেন ৯ ক্লাবের হয়ে। ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ৮২৭ ম্যাচ খেলে করেছেন ৪৯৬ গোল আর অ্যাসিস্ট করেছেন ২০৪ গোলে। ৮২৭ ম্যাচের ক্লাব ক্যারিয়ারে জিতেছেন ৩৪ শিরোপা। এসি মিলানের হয়ে গত মৌসুমের সিরি ‘আ’ ইব্রার ক্যারিয়ারের সর্বশেষ শিরোপা। আর সুইডেনের হয়ে ১২২ ম্যাচে করেছেন ৬২ গোল আর অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে।
অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
১০ ঘণ্টা আগে