সমর্থকদের কাছ থেকে খেলোয়াড়দের দুয়োধ্বনি বেশ সাধারণ ঘটনা। অভিষেক হোক বা শেষ দিন-গ্যালারি থেকে খেলোয়াড়দের শুনতে হয় দুয়োধ্বনি। গতকাল এমন দুয়োধ্বনির পাল্টা জবাব দিলেন জলাতান ইব্রাহিমোভিচ।
গতকাল ছিল সিরি ‘আ’ এর চলতি মৌসুমের শেষ দিন। সান সিরোতে ভেরোনার মুখোমুখি হয় এসি মিলান। এসি মিলানের দলে না থাকলেও এই ম্যাচেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ইব্রা। এই সময় তাঁকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে আসতে থাকে দুয়োধ্বনি। দুয়োধ্বনির জবাবে তিনি বলেন, ‘দুয়োধ্বনি দিতে থাকুন। আমাকে দেখাটাই আপনার বছরের সেরা মুহূর্ত।’
ইব্রার বিদায়ের দিনে এসি মিলান ৩-১ গোলে হারিয়েছে ভেরোনাকে। এসি মিলানের ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন রাফায়েল লিয়াও ও এক গোল করেছেন অলিভিয়ার জিরু। সান সিরোকে বিদায় জানানোর সময় চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। ৪১ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার বলেন, ‘মিলানে এসে আপনাদের থেকে পেয়েছি অনেক ভালোবাসা। হৃদয়ের অন্তঃস্থল থেকে ভক্তদের জানাই ধন্যবাদ। আপনারা দুহাত ভরে স্বাগত জানিয়েছেন আমাকে। আপনাদের কারণেই এখানে নিজের ঘরের মতো মনে হয়েছে। আজীবন মিলান ভক্ত হয়েই থাকব। ফুটবলকে বিদায় বলছি, আপনাদের নয়।’
স্বদেশি ক্লাব মালমো এফসি দিয়ে ১৯৯৯ সালে শুরু। এরপর আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলানসহ অনেক বিখ্যাত ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের ইতি টানলেন এসি মিলানে। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ইব্রা খেলেছেন ৯ ক্লাবের হয়ে। ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ৮২৭ ম্যাচ খেলে করেছেন ৪৯৬ গোল আর অ্যাসিস্ট করেছেন ২০৪ গোলে। ৮২৭ ম্যাচের ক্লাব ক্যারিয়ারে জিতেছেন ৩৪ শিরোপা। এসি মিলানের হয়ে গত মৌসুমের সিরি ‘আ’ ইব্রার ক্যারিয়ারের সর্বশেষ শিরোপা। আর সুইডেনের হয়ে ১২২ ম্যাচে করেছেন ৬২ গোল আর অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে।
সমর্থকদের কাছ থেকে খেলোয়াড়দের দুয়োধ্বনি বেশ সাধারণ ঘটনা। অভিষেক হোক বা শেষ দিন-গ্যালারি থেকে খেলোয়াড়দের শুনতে হয় দুয়োধ্বনি। গতকাল এমন দুয়োধ্বনির পাল্টা জবাব দিলেন জলাতান ইব্রাহিমোভিচ।
গতকাল ছিল সিরি ‘আ’ এর চলতি মৌসুমের শেষ দিন। সান সিরোতে ভেরোনার মুখোমুখি হয় এসি মিলান। এসি মিলানের দলে না থাকলেও এই ম্যাচেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ইব্রা। এই সময় তাঁকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে আসতে থাকে দুয়োধ্বনি। দুয়োধ্বনির জবাবে তিনি বলেন, ‘দুয়োধ্বনি দিতে থাকুন। আমাকে দেখাটাই আপনার বছরের সেরা মুহূর্ত।’
ইব্রার বিদায়ের দিনে এসি মিলান ৩-১ গোলে হারিয়েছে ভেরোনাকে। এসি মিলানের ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন রাফায়েল লিয়াও ও এক গোল করেছেন অলিভিয়ার জিরু। সান সিরোকে বিদায় জানানোর সময় চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। ৪১ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার বলেন, ‘মিলানে এসে আপনাদের থেকে পেয়েছি অনেক ভালোবাসা। হৃদয়ের অন্তঃস্থল থেকে ভক্তদের জানাই ধন্যবাদ। আপনারা দুহাত ভরে স্বাগত জানিয়েছেন আমাকে। আপনাদের কারণেই এখানে নিজের ঘরের মতো মনে হয়েছে। আজীবন মিলান ভক্ত হয়েই থাকব। ফুটবলকে বিদায় বলছি, আপনাদের নয়।’
স্বদেশি ক্লাব মালমো এফসি দিয়ে ১৯৯৯ সালে শুরু। এরপর আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলানসহ অনেক বিখ্যাত ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের ইতি টানলেন এসি মিলানে। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ইব্রা খেলেছেন ৯ ক্লাবের হয়ে। ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ৮২৭ ম্যাচ খেলে করেছেন ৪৯৬ গোল আর অ্যাসিস্ট করেছেন ২০৪ গোলে। ৮২৭ ম্যাচের ক্লাব ক্যারিয়ারে জিতেছেন ৩৪ শিরোপা। এসি মিলানের হয়ে গত মৌসুমের সিরি ‘আ’ ইব্রার ক্যারিয়ারের সর্বশেষ শিরোপা। আর সুইডেনের হয়ে ১২২ ম্যাচে করেছেন ৬২ গোল আর অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে।
২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৫ মিনিট আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩৩ মিনিট আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
৩ ঘণ্টা আগে