ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো যে দলে খেলেন, সেই দল বেশ ‘আনপ্রেডিক্টেবল’ হয়ে ওঠে। কখনো হাতের নাগালে থাকা ম্যাচ হেরে বসে, কখনোবা প্রতিপক্ষকে রীতিমতো গুঁড়িয়ে দেয় সেই দল। আল নাসরের কথাই ধরা যাক। গত সপ্তাহে সৌদি সুপার কাপের রুদ্ধশ্বাস ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল আল নাসরের।
সৌদি সুপার কাপে রানার্সআপ হওয়ার এক সপ্তাহ পর আল নাসর গতকাল ম্যাচ জিতল দাপটের সঙ্গে। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসর ৫-০ গোলে হারিয়েছে আল তাওউনকে। রোনালদোদের উড়ন্ত জয়ের রাতে হ্যাটট্রিক করেছেন হোয়াও ফেলিক্স। আল নাসরের হয়ে আগে দুই ম্যাচ খেললেও গত রাতে সৌদি প্রো লিগে নিজের প্রথম ম্যাচ খেলেছেন ফেলিক্স। তাঁর হ্যাটট্রিকের রাতে গোল করে নতুন ইতিহাস লিখেছেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোলের কীর্তি গড়লেন ‘সিআর সেভেন’।
আল তাওউনের বিপক্ষে গত রাতে ৭ মিনিটে ফেলিক্স করেন ম্যাচের প্রথম গোল। পর্তুগিজ ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেন আল নাসর মিডফিল্ডার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। প্রথমার্থ আল নাসর শেষ করে ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে রোনালদোর দল গোলের বন্যা বইয়ে দেয়। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। তাতেই টানা ২৪ মৌসুমে গোলের অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। রোনালদোর রেকর্ড গড়ার ঠিক পরের মিনিটেই (৫৫ মিনিটে) গোল করেন কিংসলে কোমান।
দ্বিতীয়ার্ধে রোনালদো-কোমান গোল করার পর হ্যাটট্রিক তুলে নেন ফেলিক্স। ৬৭ ও ৮৭ মিনিটে গোল করে সৌদি প্রো লিগের অভিষেকে হ্যাটট্রিক করেন ফেলিক্স। ফেলিক্স, রোনালদো, কোমানের অসাধারণ পারফরম্যান্সে ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে আল নাসর পেয়েছে ৫-০ গোলের উড়ন্ত জয়। দুর্দান্ত জয়ের পর রোনালদো নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ম্যাচের কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেন। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ধাপ।’
চেলসি থেকে গত মাসে আল নাসরে এসেছেন ফেলিক্স। সৌদি ক্লাবটির হয়ে সৌদি সুপার কাপে দুই ম্যাচ ও সৌদি প্রো লিগে তিনি খেলেছেন এক ম্যাচ। আল নাসরের হয়ে ৩ ম্যাচে করেছেন ৪ গোল। যার মধ্যে গত রাতেই করেছেন হ্যাটট্রিক। আপাতত কদিন আন্তর্জাতিক ফুটবলের কারণে আল নাসর বিরতিতে থাকবে। আন্তর্জাতিক বিরতিতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে রোনালদো-ফেলিক্সের পর্তুগাল। ৬ ও ৯ সেপ্টেম্বর আর্মেনিয়া আর হাঙ্গেরির বিপক্ষে খেলবে পর্তুগাল। আন্তর্জাতিক বিরতির পর আল নাসর প্রথম ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর রাতে। সৌদি প্রো লিগের সেই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আল খোলুদ।
ক্রিস্টিয়ানো রোনালদো যে দলে খেলেন, সেই দল বেশ ‘আনপ্রেডিক্টেবল’ হয়ে ওঠে। কখনো হাতের নাগালে থাকা ম্যাচ হেরে বসে, কখনোবা প্রতিপক্ষকে রীতিমতো গুঁড়িয়ে দেয় সেই দল। আল নাসরের কথাই ধরা যাক। গত সপ্তাহে সৌদি সুপার কাপের রুদ্ধশ্বাস ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল আল নাসরের।
সৌদি সুপার কাপে রানার্সআপ হওয়ার এক সপ্তাহ পর আল নাসর গতকাল ম্যাচ জিতল দাপটের সঙ্গে। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসর ৫-০ গোলে হারিয়েছে আল তাওউনকে। রোনালদোদের উড়ন্ত জয়ের রাতে হ্যাটট্রিক করেছেন হোয়াও ফেলিক্স। আল নাসরের হয়ে আগে দুই ম্যাচ খেললেও গত রাতে সৌদি প্রো লিগে নিজের প্রথম ম্যাচ খেলেছেন ফেলিক্স। তাঁর হ্যাটট্রিকের রাতে গোল করে নতুন ইতিহাস লিখেছেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোলের কীর্তি গড়লেন ‘সিআর সেভেন’।
আল তাওউনের বিপক্ষে গত রাতে ৭ মিনিটে ফেলিক্স করেন ম্যাচের প্রথম গোল। পর্তুগিজ ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেন আল নাসর মিডফিল্ডার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। প্রথমার্থ আল নাসর শেষ করে ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে রোনালদোর দল গোলের বন্যা বইয়ে দেয়। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। তাতেই টানা ২৪ মৌসুমে গোলের অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। রোনালদোর রেকর্ড গড়ার ঠিক পরের মিনিটেই (৫৫ মিনিটে) গোল করেন কিংসলে কোমান।
দ্বিতীয়ার্ধে রোনালদো-কোমান গোল করার পর হ্যাটট্রিক তুলে নেন ফেলিক্স। ৬৭ ও ৮৭ মিনিটে গোল করে সৌদি প্রো লিগের অভিষেকে হ্যাটট্রিক করেন ফেলিক্স। ফেলিক্স, রোনালদো, কোমানের অসাধারণ পারফরম্যান্সে ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে আল নাসর পেয়েছে ৫-০ গোলের উড়ন্ত জয়। দুর্দান্ত জয়ের পর রোনালদো নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ম্যাচের কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেন। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ধাপ।’
চেলসি থেকে গত মাসে আল নাসরে এসেছেন ফেলিক্স। সৌদি ক্লাবটির হয়ে সৌদি সুপার কাপে দুই ম্যাচ ও সৌদি প্রো লিগে তিনি খেলেছেন এক ম্যাচ। আল নাসরের হয়ে ৩ ম্যাচে করেছেন ৪ গোল। যার মধ্যে গত রাতেই করেছেন হ্যাটট্রিক। আপাতত কদিন আন্তর্জাতিক ফুটবলের কারণে আল নাসর বিরতিতে থাকবে। আন্তর্জাতিক বিরতিতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে রোনালদো-ফেলিক্সের পর্তুগাল। ৬ ও ৯ সেপ্টেম্বর আর্মেনিয়া আর হাঙ্গেরির বিপক্ষে খেলবে পর্তুগাল। আন্তর্জাতিক বিরতির পর আল নাসর প্রথম ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর রাতে। সৌদি প্রো লিগের সেই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আল খোলুদ।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৪ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৫ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৭ ঘণ্টা আগে