Ajker Patrika

মেসিকে ‘শুভকামনা’ জানালেন বাতিস্তুতা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৯: ২৩
মেসিকে ‘শুভকামনা’ জানালেন বাতিস্তুতা

কাতার বিশ্বকাপে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নেমেছেন লিওনেল মেসি। ডিয়েগো ম্যারাডোনার রেকর্ড ভাঙার পর এবার গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডে ভাগ বসালেন মেসি। মেসিকে শুভকামনা জানিয়েছেন বাতিস্তুতা। 

এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন মেসি। ৫ ম্যাচে ৪ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন তিনি। যেখানে গত পরশু কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে এক গোল করে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা হলো ১০। তাতে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে যৌথ সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে বাতিস্তুতার সঙ্গী হলেন মেসি। আর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে ১২ ম্যাচে ১০ গোল করেছিলেন বাতিস্তুতা। 

বাতিস্তুতার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। মঙ্গলবার লুসাইলে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচেই তাঁকে মেসি ছাড়িয়ে যাবেন, এমন শুভকামনা জানিয়ে গতকাল টুইটারে বাতিস্তুতা লিখেছেন, ‘প্রিয় লিও, তোমাকে অভিনন্দন। আমি রেকর্ডটি ২০ বছর ধরে রেখেছি এবং উপভোগ করেছি। এখন তোমার সঙ্গে ভাগাভাগি করতে পারাটা আমার কাছে বিরাট সম্মানের। মন থেকে চাইছি, তুমি আমাকে পরের ম্যাচেই ছাড়িয়ে যাবে।’

আর্জেন্টিনার জার্সিতে মেসি এখন পর্যন্ত ১৭০ ম্যাচ খেলে করেছেন ৯৫ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৪ গোলে। বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে করলেন ১০ গোল, ৭ গোলে করেছেন অ্যাসিস্ট। বাতিস্তুতা ১০ গোলের সঙ্গে করেছেন ১ অ্যাসিস্ট। আর ম্যারাডোনা বিশ্বকাপে ২১ ম্যাচে করেছিলেন ৮ গোল এবং ৮ অ্যাসিস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত