Ajker Patrika

‘মৃত্যুর হুমকি’ পেয়ে করিন্থিয়ানস ছাড়লেন উইলিয়ান

‘মৃত্যুর হুমকি’ পেয়ে করিন্থিয়ানস ছাড়লেন উইলিয়ান

মৃত্যুর হুমকি পেয়ে শেষ পর্যন্ত ক্লাব ছাড়তেই বাধ্য হলেন চেলসি ও আর্সেনালের সাবেক উইঙ্গার উইলিয়ান। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের সঙ্গ আগেভাগে চুক্তি শেষ করেছেন ব্রাজিলিয়ান তারকা। 

উইলিয়ান জানান, সামাজিক মাধ্যমে তারঁ পরিবার ও তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। গত জুনে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগের ভিত্তিতে দ্রুতই পদক্ষেপ নিয়ে ২১ বছর বয়সী এক সমর্থককে গ্রেপ্তারও করে ব্রাজিলের পুলিশ। কিন্তু এরপরও করিন্থিয়ানসে থাকা নিরাপদ মনে করছেন না উইলিয়ান। এদিকে তাঁর প্রিমিয়ার লিগে ফেরারও জোর গুঞ্জন চলছে। ফুলহামের সঙ্গে চুক্তি করতে পারেন ব্রাজিলিয়ান তারকা। 

মৃত্যুর হুমকি পাওয়া প্রসঙ্গে গ্লোবো এস্পোর্তো ওয়েবসাইটকে উইলিয়ান বলেন, ‘যখন করিন্থিয়ানস হারে এবং আমি ভালো খেলি না, আমার পরিবারকে মৃত্যুর হুমকি দেওয়া হয় এবং তাদের সামাজিক মাধ্যমে অপমান করা হয়। আমার স্ত্রী, সন্তানের পর সম্প্রতি তারা আমার বাবা ও বোনকে আক্রমণ করা শুরু করেছে।’ 

উইলিয়ানের চুক্তি শেষ করার প্রসঙ্গে করিন্থিয়ানসের প্রেসিডেন্ট দুইলিও মন্তেইরো আলভেস বলেন, ‘উইলিয়ান আমাদের কাছে তাঁর চুক্তি সমাপ্ত করতে অনুরোধ করেন। আমরা তাঁকে আর না পাওয়ায় দুঃখিত এবং আরও বিষয় হচ্ছে এটি আমাদের প্রত্যাশা মতো হয়নি।’

গত মৌসুমে আর্সেনাল ছেড়ে করিন্থিয়ানসে ফেরেন উইলিয়ান। ক্লাবটির হয়ে দ্বিতীয় মেয়াদে ৪৫ ম্যাচ খেলে মাত্র এক গোল করেছেন তিনি। গত ৯ ম্যাচের মধ্যে করিন্থিয়ানস ৫ ম্যাচ হেরেছে। গত বুধবার ঘরোয়া প্রতিদ্বন্দ্বী ফ্লেমেঙ্গোর বিপক্ষে কোপা লিবার্তোদোরেসের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে খেলেন উইলিয়ান। এটিই হয়ে থাকল ব্রাজিলিয়ান দলটির হয়ে তাঁর শেষ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত