Ajker Patrika

ডিপাইয়ের পায়ে বার্সার স্বস্তি

ডিপাইয়ের পায়ে বার্সার স্বস্তি

লা লিগায় জয়ে ফিরেছে বার্সেলোনা। আগের ম্যাচে পয়েন্ট হারানো বার্সা নিজেদের তৃতীয় ম্যাচে গেটাফেকে হারিয়েছে ২-১ গোলে। বার্সার জয়ে আলো ছড়িয়েছেন মেমফিস ডিপাই। জয়সূচক গোলের পাশাপাশি ম্যাচজুড়ে দারুণ খেলেছেন এই ডাচ স্ট্রাইকার।

ন্যু ক্যাম্পে এদিন ম্যাচের শুরুতেই বাজিমাত বার্সার। জর্দি আলভার সহায়তায় মাত্র দুই মিনিটে দলকে লিড এনে দেন সের্গি রবার্তো। লিড অবশ্য খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। স্রোতের বিপরীতে ১৯ মিনিটে গেটাফেকে সমতায় ফেরান সান্দ্রো রামিরেজ। সমন্বিত এক আক্রমণে ১৮ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। 

সমতা ফেরালেও বল দখলে বার্সার চেয়ে পিছিয়ে ছিল গেটাফে। তবে পাল্টা আক্রমণ থেকে তারাও চেষ্টা করছিল বার্সাকে চাপে রাখতে। ৩০ মিনিটে অবশ্য ফের লিড নেয় বার্সা। দারুণ এক আক্রমণে প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন মেমফিস ডিপাই। পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি গেটাফে। প্রথমার্ধের বাকি সময়েও বার্সার সঙ্গে পাল্লা দিয়ে খেলে তারা। তবে সমতা সূচক গোলটির দেখা মেলেনি। 

বিরতির পরও আক্রমণ প্রতি-আক্রমণে জমে ওঠে লড়াই। গোলের লক্ষ্যে দুই দলই চেষ্টা চালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত কেউ কারও রক্ষণ ভাঙতে পারেনি। আগের ম্যাচে পয়েন্ট হারানো বার্সা মাঠ ছাড়ে স্বস্তির এক জয় নিয়ে। এ জয়ে পয়েন্ট টেবিলেও আপাতত ৪ নম্বরে অবস্থান করছে রোনাল্ড কোমানের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত