Ajker Patrika

‘বড় ভাই’ ভারতকে হারাতে চান বাংলাদেশ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের সন্দেশ ঝিঙ্ঘনের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি: বাফুফে
ভারতের সন্দেশ ঝিঙ্ঘনের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি: বাফুফে

সম্প্রতি খুব একটা ছন্দে নেই ভারত। পাঁচ দিন আগে মালদ্বীপকে হারিয়ে ৪৮৯ দিনের জয়ের খরা কাটিয়েছে তারা। তবুও কাগজে কলমে তাদের ফেভারিট হিসেবেই মানছে বাংলাদেশ। জামাল ভূঁইয়া তো ভারতকে বড়ভাই হিসেবেই দেখছেন। কিন্তু মাঠের লড়াইয়ে একদমই ছাড় দিতে চান না বাংলাদেশ অধিনায়ক।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি ঘিরে উন্মাদনার কমতি নেই সমর্থকদের মধ্যে। এর উত্তাপ পাওয়া গেল সংবাদ সম্মেলনেও।

জামাল বলেন, ‘আপনি যখন আপনার বড় ভাইয়ের সঙ্গে খেলেন, তখন আপনারা জিততে চান তাই না। আমরাও তাই। ভারতের বিপক্ষে আমরা জিততে চাই। চাপ তো আছেই, প্রতিম্যাচেই থাকে তবে এই ম্যাচ নিয়ে আমরা আরও বেশি মনোযোগী এবং শান্ত রয়েছি। কারণ ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে কী হয়েছে সবাই জানে।’

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫৯ ধাপ এগিয়ে রয়েছে ভারত। তবে সেটা নিয়ে খুব একটা ভাবছেন না জামাল। কারণ, হামজা চৌধুরী যোগ দেওয়ার পর দল হিসেবে ভারতের চেয়ে খুব একটা বড় ব্যবধানে বাংলাদেশ। তাই তিন পয়েন্ট অর্জন করাই জামালের মূল লক্ষ্য।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে আমরা র্যাঙ্কিং নিয়ে চিন্তা করি না। ম্যাচ জেতা নিয়েই মনোযোগী আমরা। কোচ যেমনটা বলেছেন, এই দলটিই সেরা এবং খুবই শক্তিশালী। হামজাও এসেছে, যা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণার। সবাই চায় তিন পয়েন্ট নিতে আমিও চাই। আমরা জানি ম্যাচটি কঠিন হবে। তবে আমরা আমাদের সেরাটা দেব।’

শিলংয়ের জওহরলাল আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশের জন্য আলাদাভাবে চাপ তৈরি করার চেষ্টা করবেন ভারতীয় দর্শকেরা। কিন্তু সেদিক নজরই থাকবে না জামালের। তিনি বলেন, ‘আসলে ভারতের ম্যাচের আগে ও পরে দর্শকের উপস্থিতি অনুভব করা চায়। কিন্তু ম্যাচ চলাকালীন আমাদের সব মনোযোগ থাকে খেলায়। দর্শকেরা কী বলছে সেসব নিয়ে ভাবি না। বরং নিজেদের নিয়েই ভাবি। তবে যেমনটা বলেছি ম্যাচের আগে সেই আবহ টের পাওয়া যায়, তখন চাপও অনুভব। কিন্তু ম্যাচের সময় তেমনটা মনে হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত