Ajker Patrika

মেসির হাতে বিশ্বকাপ চান ব্রাজিলের রোনালদো

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১২: ২৫
মেসির হাতে বিশ্বকাপ চান ব্রাজিলের রোনালদো

ফুটবলে সবকিছুই জিতেছেন লিওনেল মেসি। বাকি রয়েছে শুধু বিশ্বকাপ ট্রফি। ২০১৪ বিশ্বকাপে সেই সুযোগ পেলেও অধরা স্বপ্নটা পূরণ করতে পারেননি। এবার তাঁর সেই স্বপ্ন পূরণ হোক—এমনটা চাইছেন অনেকেই।

এই অনেকের মধ্যে আছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের রোনালদো নাজারিও। ব্রাজিল কিংবদন্তির মতে, প্রতিবেশীকে চ্যাম্পিয়ন দেখাটা সুখকর নয়, তবে মেসির হাতে বিশ্বকাপ ট্রফিটা দেখতে চান তিনি।

স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন রোনালদো। ব্রাজিলের হয়ে দুবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেছেন, ‘একজন ব্রাজিলিয়ান হিসেবে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন দেখা সুখকর হবে না। তবে মেসির হাতে বিশ্বকাপ ট্রফিটা দেখতে চাই।’

বিশ্বকাপ জিততে হলে নিজেকেই কিছু করতে হবে, কেউ কিছু দেবে না বলে জানিয়েছেন রোনালদো। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা পছন্দ না হলেও এই দলের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষুধাটা দেখতে পাচ্ছেন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ১৫ গোলের মালিক।

রোনালদো বলেছেন, ‘জয়ের জন্যই ফুটবল খেলা হয়। কেউ আপনাকে কিছু দেবে না। সেটা তার গল্প বা অন্য যা কিছু হোক। তার অবশ্যই সুযোগ আছে। আর্জেন্টিনা ভালো ফুটবল খেলেনি। কিন্তু তাদের অবিশ্বাস্য ইচ্ছা আছে। তারা একসঙ্গে অনেক দৌড়ায় এবং তাদের মধ্যে আগ্রাসন রয়েছে। তাদের মেসিও আছে। ব্যক্তিগতভাবে খুশি হব যদি সে এটি জেতে।’

বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজকে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারাতে হবে আর্জেন্টিনার। ম্যাচটি জিততে নিশ্চয়ই সেরা খেলাটা দিতে চাইবেন মেসি। এটা শেষ সুযোগ তাঁর বিশ্বকাপ জয়ের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত