প্রথম ২৪ মিনিটে কোনো গোলের দেখা নেই। এরপর ২৫ মিনিট থেকে শুরু হয়েছে গোলবন্যা। নিয়মিত বিরতিতে চলছিল গোল উৎসবের উদযাপন। ঘটনাটা গতকাল স্টামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের চেলসি-ম্যানচেস্টার সিটি ম্যাচ প্রসঙ্গে। একদম শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে সব মিলিয়ে গোল হয়েছে ৮টি।
৮ গোলের ম্যাচে গোলের উৎসব শুরুটা করেন হালান্ড। ২৫ মিনিটে তাঁর পেনাল্টি থেকে করা গোলেই এগিয়ে যায় ম্যান সিটি। এরপর ২৯ ও ৩৭ মিনিটে থিয়াগো সিলভা ও রাহিম স্টার্লিং গোল করে চেলসিকে ২-১ গোলে এগিয়ে নেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যানুয়েল আকাঞ্জির গোলে সমতায় ফেরে সিটিজেনরা।
প্রথমার্ধ শেষ হওয়ার পর ৪৭ মিনিটে হালান্ডের গোলেই ৩-২ গোলে এগিয়ে যায় ম্যান সিটি। সিটির যখনই গোলের প্রয়োজন, তখনই গতকাল ছিলেন হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার ৮৬ মিনিটে রদ্রিকে দিয়ে গোল করিয়েছেন। রোমাঞ্চে ভরা ম্যাচে নির্ধারিত সময়ের ৫ মিনিটে কোল পার্মারের পেনাল্টিতে ৪-৪ সমতা করে চেলসি। শেষ পর্যন্ত ৪-৪ গোলে ম্যাচ ড্র হয়। যেখানে ৪ গোলের তিনটিতেই অবদান রেখেছেন। পরতে পরতে থাকা রোমাঞ্চের এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত হালান্ড। হালান্ড নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বিরতির পর যুদ্ধ চলবে। অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ।’
গোলবন্যার ম্যাচ ড্র হওয়ায় ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ম্যান সিটি। অন্যদিকে ১২ ম্যাচ খেলে ৪টি করে ম্যাচ জিতেছে, হেরেছে ও ড্র করেছে চেলসি। চেলসি এখন পয়েন্ট তালিকার ১০ নম্বরে রয়েছে। রোমাঞ্চকর ড্রয়ের ম্যাচে চেলসিকেও প্রশংসায় ভাসিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। গার্দিওলা ম্যাচ শেষে বলেন, ‘আমরা লিগের শীর্ষে আছি। যদি ৭-০ ব্যবধানে জয়ের আশা নিয়ে আপনি এখানে খেলতে আসেন, তাহলে আপনি ভুল করেছেন। সবাই আমাদের হারাতেই চাইবে। আপনি বলতে পারেন, তাদের হারানোর কিছু নেই। কারণ সিটির কাছে চেলসি হারলে তা স্বাভাবিকই হতো। সিটি বেশ দুর্দান্ত দল। আর চেলসি কঠিন অবস্থা থেকে সব সময় ঘুরে দাঁড়িয়েছে। আমি যেদিন থেকে ইংল্যান্ডে আছি, সেদিন থেকেই দেখছি। চেলসি তো চেলসিই। গত ২৫ বছরের অন্যতম সেরা দল তারা।’
প্রথম ২৪ মিনিটে কোনো গোলের দেখা নেই। এরপর ২৫ মিনিট থেকে শুরু হয়েছে গোলবন্যা। নিয়মিত বিরতিতে চলছিল গোল উৎসবের উদযাপন। ঘটনাটা গতকাল স্টামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের চেলসি-ম্যানচেস্টার সিটি ম্যাচ প্রসঙ্গে। একদম শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে সব মিলিয়ে গোল হয়েছে ৮টি।
৮ গোলের ম্যাচে গোলের উৎসব শুরুটা করেন হালান্ড। ২৫ মিনিটে তাঁর পেনাল্টি থেকে করা গোলেই এগিয়ে যায় ম্যান সিটি। এরপর ২৯ ও ৩৭ মিনিটে থিয়াগো সিলভা ও রাহিম স্টার্লিং গোল করে চেলসিকে ২-১ গোলে এগিয়ে নেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যানুয়েল আকাঞ্জির গোলে সমতায় ফেরে সিটিজেনরা।
প্রথমার্ধ শেষ হওয়ার পর ৪৭ মিনিটে হালান্ডের গোলেই ৩-২ গোলে এগিয়ে যায় ম্যান সিটি। সিটির যখনই গোলের প্রয়োজন, তখনই গতকাল ছিলেন হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার ৮৬ মিনিটে রদ্রিকে দিয়ে গোল করিয়েছেন। রোমাঞ্চে ভরা ম্যাচে নির্ধারিত সময়ের ৫ মিনিটে কোল পার্মারের পেনাল্টিতে ৪-৪ সমতা করে চেলসি। শেষ পর্যন্ত ৪-৪ গোলে ম্যাচ ড্র হয়। যেখানে ৪ গোলের তিনটিতেই অবদান রেখেছেন। পরতে পরতে থাকা রোমাঞ্চের এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত হালান্ড। হালান্ড নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বিরতির পর যুদ্ধ চলবে। অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ।’
গোলবন্যার ম্যাচ ড্র হওয়ায় ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ম্যান সিটি। অন্যদিকে ১২ ম্যাচ খেলে ৪টি করে ম্যাচ জিতেছে, হেরেছে ও ড্র করেছে চেলসি। চেলসি এখন পয়েন্ট তালিকার ১০ নম্বরে রয়েছে। রোমাঞ্চকর ড্রয়ের ম্যাচে চেলসিকেও প্রশংসায় ভাসিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। গার্দিওলা ম্যাচ শেষে বলেন, ‘আমরা লিগের শীর্ষে আছি। যদি ৭-০ ব্যবধানে জয়ের আশা নিয়ে আপনি এখানে খেলতে আসেন, তাহলে আপনি ভুল করেছেন। সবাই আমাদের হারাতেই চাইবে। আপনি বলতে পারেন, তাদের হারানোর কিছু নেই। কারণ সিটির কাছে চেলসি হারলে তা স্বাভাবিকই হতো। সিটি বেশ দুর্দান্ত দল। আর চেলসি কঠিন অবস্থা থেকে সব সময় ঘুরে দাঁড়িয়েছে। আমি যেদিন থেকে ইংল্যান্ডে আছি, সেদিন থেকেই দেখছি। চেলসি তো চেলসিই। গত ২৫ বছরের অন্যতম সেরা দল তারা।’
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
৩১ মিনিট আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২ ঘণ্টা আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ ঘণ্টা আগে