Ajker Patrika

মেসিদের ম্যাচের পর হাসপাতালে ভর্তি এক নিরাপত্তাকর্মী

মেসিদের ম্যাচের পর হাসপাতালে ভর্তি এক নিরাপত্তাকর্মী

শুক্রবার লুসাইলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-নেদার‍ল্যান্ডস। ম্যাচের পর এই স্টেডিয়ামে পড়ে আহত হয়েছেন এক নিরাপত্তাকর্মী। বর্তমানে তিনি হামাদ স্টেডিয়ামের ইনটেনসিভ কেয়ার ই্উনিটে (আইসিইউ) ভর্তি আছেন। 

কীভাবে সেই নিরাপত্তা কর্মী পড়ে গেছেন, তা অনেকেই জানেন না। তবে এক ভক্ত গার্ডিয়ানকে বলেন, অনেক ওপর থেকে মাটিতে তিনি পড়েছেন, যা স্টেডিয়ামের ৩০ নম্বর গেটের কাছে। আহত ব্যক্তিকে মনে করা হচ্ছে প্রবাসী শ্রমিক, যাকে হামাদ স্টেডিয়ামে ভর্তি করা হয়েছে। এখন তিনি স্থিতিশীল অবস্থায় থাকলেও শঙ্কা কাটেনি। 

কাতার সুপ্রিম কোর্ট নিরাপত্তাকর্মীর আরোগ্য কামনা করে এক বিবৃতিতে জানিয়েছে, ‘শনিবার ১০ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামের এক নিরাপত্তাকর্মী কর্তব্যরত অবস্থায় মাটিতে পড়ে গেছেন। স্টেডিয়ামের মেডিক্যাল টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়েছিল এবং তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছিল। এরপর অ্যাম্বুলেন্সে করে আল হামাদ স্টেডিয়ামে নেওয়া হয়েছিল। সে স্থিতিশীল থাকলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। আমরা তার পরিবারের পাশে আছি এবং দ্রুত আরোগ্য কামনা করছি।’ 

গ্রুপ পর্ব, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল শেষে ২০২২ বিশ্বকাপের বাকি আছে ৪ ম্যাচ। মঙ্গলবার লুসাইলে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া এবং বুধবার আল-বায়েত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-মরক্কো। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে আগামী শনিবার। ১৮ ডিসেম্বর লুসাইলে হবে ২২ তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত