Ajker Patrika

গুঞ্জন থামিয়ে মাঠে নেমেও দলকে জেতাতে পারেননি রোনালদো

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১০: ৫৩
গুঞ্জন থামিয়ে মাঠে নেমেও দলকে জেতাতে পারেননি রোনালদো

কদিন আগে জুভেন্টাস ছাড়ার গুঞ্জনটা নিজেই থামিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও রোনালদোর থাকার বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু মৌসুমের প্রথম ম্যাচেই বেঞ্চে জায়গা হওয়ায় আবার গুঞ্জন শুরু হয় রোনালদোকে ঘিরে। 

ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়, রোনালদো নিজেই কোচকে বলেছেন তাঁকে একাদশে না রাখতে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই তখন প্রশ্ন, রোনালদো কি তবে নতুন গন্তব্য খুঁজছেন? দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিউ রোমানো অবশ্য জুভেন্টাস সহ সভাপতি পাভেল নেদভেদের বরাত দিয়ে জানান, এটা রোনালদো ও ক্লাবের এক সঙ্গে নেওয়া সিদ্ধান্ত। রোনালদোর জুভেন্টাসে থাকা শতভাগ নিশ্চিত। 

রোনালদোকে নিয়ে গুঞ্জনের রাতে উদিনেসের বিপক্ষে মাত্র ৩ মিনিটে লিড নেয় জুভেন্টাস। ‘তুরিনের বুড়ি’দের এগিয়ে দেন পাওলো দিবালা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান কোয়াদ্রাদো। 

বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি গোলে উদিনেসের হয়ে ব্যবধান কমান রবার্তো পেরেইরা। ম্যাচের ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে আরেকবার গুঞ্জন থামালেন রোনালদো। মাঠে নেমেও অবশ্য দলকে জেতাতে পারেননি এই পর্তুগিজ তারকা। জেরার্ড দেউলোফেউর শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করে উদিনেস। অতিরিক্ত মিনিটে অবশ্য রোনালদো ঠিকই লক্ষ্যভেদ করেছিলেন। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। উল্টো জার্সি খুলে হলুদ কার্ডও দেখতে হয়েছে রোনালদোকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত