Ajker Patrika

ক্যানসারে ভুগে চলে গেলেন ইংল্যান্ডের সাবেক কোচ সভেন-গোরান 

ক্যানসারে ভুগে চলে গেলেন ইংল্যান্ডের সাবেক কোচ সভেন-গোরান 

চলে গেলেন ইংল্যান্ডের সাবেক কোচে সভেন-গোরান এরিকসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

সভেন-গোরান ছিলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ। তাঁর অধীনে প্রধান কোনো টুর্নামেন্ট তিনবার কোয়ার্টার ফাইনালে খেলেছে থ্রি লায়নরা। ২০০১ থেকে ২০০৬—মোট পাঁচ বছর ইংলিশদের দায়িত্ব সামলেছেন এই সুইডিশ কোচ।

লম্বা সময় ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন সভেন-গোরান। গত জানুয়ারিতে জানিয়েছিলেন, আর সর্বোচ্চ ১ বছর আয়ু তাঁর। সেই ১ বছর না যেতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আর সাবেক কোচ।

পিতার মৃত্যুতে সভেন-গোরানের সন্তান লিনা ও জোহান আজ সোমবার বলেছেন, ‘আমাদের বাবা সভেন-গোরান এরিকসন শান্তিতে ঘুমিয়ে পড়েছেন। জন্মস্থান (সুইডেন) বিয়রকেফোর্সের বাইরে সুনেতে সকালে (স্থানীয় সময়) মৃত্যুবরণ করেন তিনি। তিনি লম্বা সময় ধরে অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। তবে এখন সেই সময় শেষ হলো।’

তারা আরও বলেন, ‘বাবা আমাদের এই বছরের শুরুতে তাঁর গুরুতর অসুস্থতার কথা জানান। অসুস্থতার খবর শুনে সমগ্র ইউরোপের ফুটবল ভক্ত ও তাঁর বন্ধুরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁকে ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল ও সুইডেনের অনেক ফুটবল দল আমন্ত্রণ জানান। তারা বাবা ও ফুটবলের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন। এটা আমাদের ও তাঁর জন্য ভোলার মতো নয়।’

খেলোয়াড়ি জীবনে সভেন-গোরান ছিলেন রাইট-ব্যাক। তবে খুব বড় কোনো ক্লাবে খেলা হয়নি তাঁর। কোচিং ক্যারিয়ার শুরু করেন ১৯৭৭ সালে, সুইডেনের ফুটবলে। এরপর দায়িত্ব সামলেছেন বেনফিকা, রোমা, ফিওরেন্তিনা, সাম্পেদারিয়া, লাৎসিও, ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটিতে। জাতীয় দলে ইংল্যান্ড ছাড়াও মেক্সিকো ও আইভরি কোস্টের দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত