Ajker Patrika

বরখাস্ত হলেন রোনালদোদের কোচ

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ৪৪
বরখাস্ত হলেন রোনালদোদের কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে থাকা দল ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদোদের এমন শোচনীয় হারের পর কোচ ওলে গুনার সুলশারের সঙ্গে বৈঠকে বসে ম্যানইউ কর্তৃপক্ষ। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বৈঠকের পর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুলশারকে।

সুলশারের অধীনে সময়টা ভালো যাচ্ছিল না ম্যানইউর। আন্তর্জাতিক বিরতির আগে সিটির কাছে ২-০ গোলে হেরেছিল ইউনাইটেড। বিরতির পর দলের পারফরম্যান্সের গ্রাফ আরও নিম্নমুখী। ওয়াটফোর্ডের বিপক্ষে গত রাতে তাদের মাঠে প্রথমার্ধে একেবারে বিবর্ণ ছিল রেড ডেভিলরা। বিরতির পর বদলি হিসেবে নামা ভ্যান ডি বেক ১ গোল শোধ করে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি।

৬৯তম মিনিটে ম্যানইউর অধিনায়ক হ্যারি মাগুইরে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আবারও চাপে পড়ে অতিথিরা। শেষ দিকে যোগ করা সময়ে আরও দুইবার ম্যানইউর জালে বল জড়ায় স্বাগতিক ওয়াটফোর্ড। প্রিমিয়ার লিগে শেষ সাত ম্যাচে ইউনাইটেডের এটি পঞ্চম হার। বাকি দুটির একটিতে জিতেছে, অন্যটিতে ড্র করেছে। দলের এমন বাজে পারফরম্যান্সে শেষ পর্যন্ত বরখাস্ত হলেন সুলশার। 

২০১৮ সালে ম্যানইউর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সুলশার। এর আগে এই নরওয়েজিয়ান ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত দীর্ঘ ১১ বছর খেলেছেন এই ইংলিশ ক্লাবের হয়ে। পরে ২০০৮-২০১১ পর্যন্ত ম্যানইউর রিজার্ভ কোচের দায়িত্বেও ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত