Ajker Patrika

সিটির বিপক্ষে ‘প্রতিশোধ’ নিয়ে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ 

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৬: ০১
সিটির বিপক্ষে ‘প্রতিশোধ’ নিয়ে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ 

২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের ভালো সম্ভাবনাই ছিল আর্সেনালের। তবে গানার্সদের ১৯ বছর পর প্রিমিয়ার লিগ জয়ে বাদ সেধেছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল ম্যান সিটি। ওয়েম্বলিতে গতকাল কমিউনিটি শিল্ড ফাইনালে সিটিকে হারিয়ে ‘প্রতিশোধ’ নিয়েছে আর্সেনাল। শিরোপা জেতার পর ভীষণ উচ্ছ্বসিত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। 

ওয়েম্বলির ফাইনালে গতকাল প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ম্যাচে প্রথম গোল হয় ৭৭ মিনিটে। কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে গোল করেন কোল পার্মার। আর্সেনালের পরাজয় ছিল সময়ের ব্যাপারমাত্র। একেবারে শেষ মুহূর্তে গানার্সদের সমতায় ফেরান লিয়ান্দ্রো ট্রোসার্ড। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১১ মিনিটে বুকায়ো সাকার অ্যাসিস্টে গোল করেন ট্রোসার্ড। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। টাইব্রেকারে আর্সেনালের প্রথম শট নিয়েই গোল করেন মার্টিন ওডিগার্ড। অন্যদিকে ডি ব্রুইনা সিটির প্রথম পেনাল্টিটাই মিস করেন। ডি ব্রুইনার পর বার্নার্দো সিলভা গোল করেছেন, এরপর রদ্রি গোল মিস করেছেন। আর ওডিগার্ডের পর ট্রোসার্ড, সাকা, ফ্যাবিও ভিয়েরা-এই তিন ফুটবলারের গোলে টাইব্রেকারে ৪-১ গোলের জয় পায় গানার্সরা। 

ম্যান সিটিকে হারিয়ে শিরোপা জিতে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ আর্তেতা। ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘একই সঙ্গে আমি খুব খুশি ও গর্বিত। ওয়েম্বলিতে সমর্থকদের সামনে এত ভালো দলের বিপক্ষে জেতার মতো ভালো আর কিছু হতে পারে না। যেভাবে আমরা জিতেছি, তাতে ভীষণ উচ্ছ্বসিত। সত্যিই অসাধারণ ছিল। ভক্ত-সমর্থকদের মুখে হাসি দেখা, তাদের সঙ্গে খেলোয়াড়দের যেভাবে কথাবার্তা হয়েছে, সত্যিই অবিশ্বাস্য ছিল।’ 

কমিউনিটি শিল্ড ইতিহাসে সবচেয়ে বেশি ২১ বার শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ বার শিরোপা জিতে দ্বিতীয় আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ৬টি কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত