বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিনে দল দিল ইরান। ২৫ সদস্যের ইরানের এই বিশ্বকাপ দলে আছেন চার জন গোলরক্ষক।
রক্ষণভাগে আছেন এহসান হাজসাফি, সোজে খলিলজাদেহ এবং মিলাদ মোহাম্মদীরা। এর মধ্যে হাজসাফি ইরানের জার্সিতে ১১১ ম্যাচ খেলেছেন। মাঝমাঠে আছেন সামান ঘুদ্দুস, ভাহিদ আমিরিরা। আর আক্রমণভাগে আছেন সরদার আজমুন,মেহদি তারেমি, আলিরেজা, করিম আনসারিফার্দের মতো তারকা ফুটবলাররা।
এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে ইরান। ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। ২৫ নভেম্বর ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে ইরান। আর ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরানিয়ানরা।
ইরানের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ (পারসেপোলিস), পায়াম নিয়াজমান্দ (সেপাহান), আমির আবেদজাদেহ (পনফেরাদিনা), হোসেন হোসেইনি (এস্তেঘলাল)
ডিফেন্ডার: সাদেঘ মোহরমি (দিনামো জাগরেব), এহসান হাজসাফি (এইকে এথেন্স), সোজে খলিলজাদেহ (আল আহলি), মিলাদ মোহাম্মদী (এইকে এথেন্স), মোর্তেজা পুরালিগঞ্জি (পারসেপোলিস), মাজিদ হোসেইনি (কায়সেরিস্পোর), আবুল ফজল জালালি (এস্তেঘলাল), রামিন রেজাইয়ান (সেপাহান), হোসেইন কানানি (আল আহলি)
মিডফিল্ডার: সাইদ এজাতোলাহি (ভেজলে), ভাহিদ আমিরি (পার্সেপোলিস), সামান ঘুদ্দুস (ব্রেন্টফোর্ড), আহমাদ নুরুল্লাহি (শাবাব আল আহলি), আলি করিমি (কায়সেরিস্পোর), রুজবেহ চেশমি (এস্তেঘলাল)
আক্রমণভাগ: আলিরেজা জাহানবখস (ফেইনুর্ড), মেহদি তারেমি (পোর্তো), করিম আনসারিফার্দ (ওমোনিয়া), আলি ঘুলিজাদেহ (চার্লেরোই), সরদার আজমুন (বায়ার লেভারকুসেন)
বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিনে দল দিল ইরান। ২৫ সদস্যের ইরানের এই বিশ্বকাপ দলে আছেন চার জন গোলরক্ষক।
রক্ষণভাগে আছেন এহসান হাজসাফি, সোজে খলিলজাদেহ এবং মিলাদ মোহাম্মদীরা। এর মধ্যে হাজসাফি ইরানের জার্সিতে ১১১ ম্যাচ খেলেছেন। মাঝমাঠে আছেন সামান ঘুদ্দুস, ভাহিদ আমিরিরা। আর আক্রমণভাগে আছেন সরদার আজমুন,মেহদি তারেমি, আলিরেজা, করিম আনসারিফার্দের মতো তারকা ফুটবলাররা।
এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে ইরান। ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। ২৫ নভেম্বর ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে ইরান। আর ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরানিয়ানরা।
ইরানের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ (পারসেপোলিস), পায়াম নিয়াজমান্দ (সেপাহান), আমির আবেদজাদেহ (পনফেরাদিনা), হোসেন হোসেইনি (এস্তেঘলাল)
ডিফেন্ডার: সাদেঘ মোহরমি (দিনামো জাগরেব), এহসান হাজসাফি (এইকে এথেন্স), সোজে খলিলজাদেহ (আল আহলি), মিলাদ মোহাম্মদী (এইকে এথেন্স), মোর্তেজা পুরালিগঞ্জি (পারসেপোলিস), মাজিদ হোসেইনি (কায়সেরিস্পোর), আবুল ফজল জালালি (এস্তেঘলাল), রামিন রেজাইয়ান (সেপাহান), হোসেইন কানানি (আল আহলি)
মিডফিল্ডার: সাইদ এজাতোলাহি (ভেজলে), ভাহিদ আমিরি (পার্সেপোলিস), সামান ঘুদ্দুস (ব্রেন্টফোর্ড), আহমাদ নুরুল্লাহি (শাবাব আল আহলি), আলি করিমি (কায়সেরিস্পোর), রুজবেহ চেশমি (এস্তেঘলাল)
আক্রমণভাগ: আলিরেজা জাহানবখস (ফেইনুর্ড), মেহদি তারেমি (পোর্তো), করিম আনসারিফার্দ (ওমোনিয়া), আলি ঘুলিজাদেহ (চার্লেরোই), সরদার আজমুন (বায়ার লেভারকুসেন)
র্যাকেটের ওপর এত ক্ষোভ দানিল মেদভেদেভের! ইউএস ওপেনে হারের পর সেটিকে ভেঙেই ফেললেন। বাছাই তারকা হয়েও তিনি প্রথম রাউন্ডে ৩ ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে হেরে গেছেন অবাছাই প্রতিযোগী ফ্রান্সের বেনজামিন বঁজির কাছে। হেরেছেন ৬-৩, ৭-৫, ৬-৭ (৫/৭), ০-৬, ৬-৪ গেমে।
৯ ঘণ্টা আগেরেফারির শেষ বাঁশি বাজার পরও তেমন কোনো উচ্ছ্বাস নেই আনসার ও ভিডিপির মেয়েদের। অবশ্য শিরোপা জেতাটা অভ্যাসে পরিণত হয়েছে তাদের। তাই উদ্যাপনে দেখা গেল সাদামাটা ছাপ। জাতীয় নারী হ্যান্ডবলে ৩৬ বারের মধ্যে ২৪ বারই চ্যাম্পিয়ন হলো তারা।
৯ ঘণ্টা আগেএকপ্রকার ঘুমিয়ে আছে জেলা ফুটবল। নিয়মিত হচ্ছে না লিগ। বাফুফের নতুন কমিটি ১০ মাসেও লিগের জট খুলতে পারেনি। তৃণমূল থেকেও তাই সেভাবে উঠে আসছে না ফুটবলার। ঘুমিয়ে পড়া সেই ফুটবলকে জাগাতে ৩০ আগস্ট থেকে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে যা আয়োজন করবে বাফুফে।
৯ ঘণ্টা আগেএবি ডি ভিলিয়ার্স কি তবে অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিয়েছেন? সেটা কি হবে তাঁর দীর্ঘদিনের সতীর্থ বিরাট কোহলির সঙ্গে আইপিএলের মাধ্যমে? আসলে তা নয়। চার বছর আগে যে ডি ভিলিয়ার্স ক্রিকেট ছেড়েছেন, তিনি আর ক্রিকেটে ফিরছেন না।
১৪ ঘণ্টা আগে