Ajker Patrika

রোনালদোকে অল্প কথায় বিদায় জানাল ইউনাইটেড

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৯: ২০
রোনালদোকে অল্প কথায় বিদায় জানাল ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গত মাসে সম্পর্ক শেষ হয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর। যেখানে রোনালদোর বিদায়টা সুখকর হয়নি। তবু অল্প করে হলেও রোনালদোকে বিদায়ী সম্ভাষণ জানিয়েছে ইউনাইটেড। 

গতকাল ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড-বার্নলি। এই ম্যাচে রোনালদোকে ৮১ শব্দের বিদায়ী সম্মাননা দেয় ম্যান ইউ। রেড ডেভিলের জার্সিতে রোনালদোর অর্জনসমূহ উল্লেখ করে ইউনাইটেড কর্তৃপক্ষ লিখেছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গত মাসে ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছেড়েছে। দুই দফায় মোট পর্তুগিজ তারকা ১৪৫ গোল করেছেন এবং ৪৩৬ ম্যাচ খেলেছেন। আমাদের তিনটা প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন। ২০০৮ সালে ব্যালন ডি অরও জিতেছেন। ২২ নভেম্বর এক বিবৃতিতে রোনালদোর অসামান্য অবদানের জন্য ক্লাব তার ও তার পরিবারের শুভকামনা জানিয়েছে।’ 

ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো খেলেছেন দুই দফায়। এই দুই দফায় ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলেন রোনালদো। করেছেন ১৪৫ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। ক্লাব ক্যারিয়ারের ৭০০ তম গোল করেছিলেন রেড ডেভিলের জার্সিতেই। প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক অর্জন করেছিলেন পর্তুগিজ এই তারকা। 

ক্লাব ক্যারিয়ারে মোট ৯৪৯ ম্যাচ খেলেছেন রোনালদো। ৭০১ গোলের সঙ্গে করেছেন ২২৩ অ্যাসিস্ট। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাঙ্কোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল, ১৩১ গোলে অ্যাসিস্ট করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত