ক্রীড়া ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। এই জয়, তো এই হার। দুঃসময়ের মধ্যে থাকা ক্লাবটি এবার খেতে যাচ্ছে বড়সড় এক ধাক্কা। এই শাস্তি পেতে যাচ্ছে আদালত থেকে।
সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের মালিকানাধীন ম্যান সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা (এফএফপি) ভঙ্গের ১১৫টি অভিযোগ গঠন করেছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এ অভিযোগের ব্যাপারে একটি স্বাধীন প্যানেলের শুনানির কাজ শেষ। ধারণা করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে ৫০ পয়েন্টের মতো কাটা যেতে পারে। ম্যান সিটির কপালে কী আছে, সে ব্যাপারে ইংল্যান্ডের শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রব উইলসনের মতামত জানতে চেয়েছে ‘স্লিঙ্গো’ নামে একটি ওয়েবসাইট। উইলসন বলেন, ‘তারা (ম্যানচেস্টার সিটি) অবনমিত হবে, এমনটা মনে হচ্ছে না। তাদের প্রায় ৫০ পয়েন্ট কাটা যেতে পারে বলে আমার অনুমান ছিল। তবে এমন ধারণা হয়েছিল, তখন তারা প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। এখন সম্ভবত ২০ থেকে ৪০ পয়েন্টের মধ্যে কিছু একটা হবে।’
সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০১৮ সালে তদন্ত শুরু করে। ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত বিষয়গুলো তখন হিসেব করা হয়। তদন্তে এরপর অসহযোগিতার অভিযোগও ওঠে। যদি আনীত অভিযোগ সঠিক প্রমাণিত হয়, তাহলে বোঝা যাবে সিটি ভঙ্গ করেছে নিয়মনীতি। অনেকে ধারণা করছেন, দোষী হলে সে সময়ের মধ্যে ম্যান সিটির জেতা শিরোপাগুলো কেড়ে নেওয়া হবে। সেক্ষেত্রে ওই প্রতিযোগিতাগুলোয় দ্বিতীয় অবস্থানে থাকা দল হতে পারে চ্যাম্পিয়ন। এমনকি প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে (দ্বিতীয় স্তরে) নামানোর পাশাপাশি নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।
শীতকালীন দলবদলে ম্যান সিটি এবার কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। এমনকি আর্লিং হালান্ডের সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। সেক্ষেত্রে সিটিকে দ্রুতি দ্বিতীয় স্তরে নামানো হয়তো হচ্ছে না। অনেক পয়েন্ট কাটা যেতে পারে। তাতে করে আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতাগুলোতে খেলতে পারবে না সিটিজেনরা। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ম্যান সিটি আছে চার নম্বরে। ২৩ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৬ হারে ৪১ পয়েন্ট এখন সিটির।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যান সিটি-ক্লাব ব্রুগে ম্যাচ। ইতিহাদে হতে যাওয়া ম্যাচটি গুরুত্বপূর্ণ সিটির কাছে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে আছে পেপ গার্দিওলার দল। যদি সেরা ২৪ নম্বরে না থাকতে পারে, সেক্ষেত্রে প্লে-অফও খেলা হবে না হালান্ডদের।
সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। এই জয়, তো এই হার। দুঃসময়ের মধ্যে থাকা ক্লাবটি এবার খেতে যাচ্ছে বড়সড় এক ধাক্কা। এই শাস্তি পেতে যাচ্ছে আদালত থেকে।
সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের মালিকানাধীন ম্যান সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা (এফএফপি) ভঙ্গের ১১৫টি অভিযোগ গঠন করেছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এ অভিযোগের ব্যাপারে একটি স্বাধীন প্যানেলের শুনানির কাজ শেষ। ধারণা করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে ৫০ পয়েন্টের মতো কাটা যেতে পারে। ম্যান সিটির কপালে কী আছে, সে ব্যাপারে ইংল্যান্ডের শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রব উইলসনের মতামত জানতে চেয়েছে ‘স্লিঙ্গো’ নামে একটি ওয়েবসাইট। উইলসন বলেন, ‘তারা (ম্যানচেস্টার সিটি) অবনমিত হবে, এমনটা মনে হচ্ছে না। তাদের প্রায় ৫০ পয়েন্ট কাটা যেতে পারে বলে আমার অনুমান ছিল। তবে এমন ধারণা হয়েছিল, তখন তারা প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। এখন সম্ভবত ২০ থেকে ৪০ পয়েন্টের মধ্যে কিছু একটা হবে।’
সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০১৮ সালে তদন্ত শুরু করে। ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত বিষয়গুলো তখন হিসেব করা হয়। তদন্তে এরপর অসহযোগিতার অভিযোগও ওঠে। যদি আনীত অভিযোগ সঠিক প্রমাণিত হয়, তাহলে বোঝা যাবে সিটি ভঙ্গ করেছে নিয়মনীতি। অনেকে ধারণা করছেন, দোষী হলে সে সময়ের মধ্যে ম্যান সিটির জেতা শিরোপাগুলো কেড়ে নেওয়া হবে। সেক্ষেত্রে ওই প্রতিযোগিতাগুলোয় দ্বিতীয় অবস্থানে থাকা দল হতে পারে চ্যাম্পিয়ন। এমনকি প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে (দ্বিতীয় স্তরে) নামানোর পাশাপাশি নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।
শীতকালীন দলবদলে ম্যান সিটি এবার কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। এমনকি আর্লিং হালান্ডের সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। সেক্ষেত্রে সিটিকে দ্রুতি দ্বিতীয় স্তরে নামানো হয়তো হচ্ছে না। অনেক পয়েন্ট কাটা যেতে পারে। তাতে করে আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতাগুলোতে খেলতে পারবে না সিটিজেনরা। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ম্যান সিটি আছে চার নম্বরে। ২৩ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৬ হারে ৪১ পয়েন্ট এখন সিটির।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যান সিটি-ক্লাব ব্রুগে ম্যাচ। ইতিহাদে হতে যাওয়া ম্যাচটি গুরুত্বপূর্ণ সিটির কাছে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে আছে পেপ গার্দিওলার দল। যদি সেরা ২৪ নম্বরে না থাকতে পারে, সেক্ষেত্রে প্লে-অফও খেলা হবে না হালান্ডদের।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২৬ মিনিট আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৩ ঘণ্টা আগে