ক্রীড়া ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। এই জয়, তো এই হার। দুঃসময়ের মধ্যে থাকা ক্লাবটি এবার খেতে যাচ্ছে বড়সড় এক ধাক্কা। এই শাস্তি পেতে যাচ্ছে আদালত থেকে।
সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের মালিকানাধীন ম্যান সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা (এফএফপি) ভঙ্গের ১১৫টি অভিযোগ গঠন করেছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এ অভিযোগের ব্যাপারে একটি স্বাধীন প্যানেলের শুনানির কাজ শেষ। ধারণা করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে ৫০ পয়েন্টের মতো কাটা যেতে পারে। ম্যান সিটির কপালে কী আছে, সে ব্যাপারে ইংল্যান্ডের শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রব উইলসনের মতামত জানতে চেয়েছে ‘স্লিঙ্গো’ নামে একটি ওয়েবসাইট। উইলসন বলেন, ‘তারা (ম্যানচেস্টার সিটি) অবনমিত হবে, এমনটা মনে হচ্ছে না। তাদের প্রায় ৫০ পয়েন্ট কাটা যেতে পারে বলে আমার অনুমান ছিল। তবে এমন ধারণা হয়েছিল, তখন তারা প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। এখন সম্ভবত ২০ থেকে ৪০ পয়েন্টের মধ্যে কিছু একটা হবে।’
সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০১৮ সালে তদন্ত শুরু করে। ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত বিষয়গুলো তখন হিসেব করা হয়। তদন্তে এরপর অসহযোগিতার অভিযোগও ওঠে। যদি আনীত অভিযোগ সঠিক প্রমাণিত হয়, তাহলে বোঝা যাবে সিটি ভঙ্গ করেছে নিয়মনীতি। অনেকে ধারণা করছেন, দোষী হলে সে সময়ের মধ্যে ম্যান সিটির জেতা শিরোপাগুলো কেড়ে নেওয়া হবে। সেক্ষেত্রে ওই প্রতিযোগিতাগুলোয় দ্বিতীয় অবস্থানে থাকা দল হতে পারে চ্যাম্পিয়ন। এমনকি প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে (দ্বিতীয় স্তরে) নামানোর পাশাপাশি নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।
শীতকালীন দলবদলে ম্যান সিটি এবার কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। এমনকি আর্লিং হালান্ডের সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। সেক্ষেত্রে সিটিকে দ্রুতি দ্বিতীয় স্তরে নামানো হয়তো হচ্ছে না। অনেক পয়েন্ট কাটা যেতে পারে। তাতে করে আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতাগুলোতে খেলতে পারবে না সিটিজেনরা। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ম্যান সিটি আছে চার নম্বরে। ২৩ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৬ হারে ৪১ পয়েন্ট এখন সিটির।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যান সিটি-ক্লাব ব্রুগে ম্যাচ। ইতিহাদে হতে যাওয়া ম্যাচটি গুরুত্বপূর্ণ সিটির কাছে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে আছে পেপ গার্দিওলার দল। যদি সেরা ২৪ নম্বরে না থাকতে পারে, সেক্ষেত্রে প্লে-অফও খেলা হবে না হালান্ডদের।
সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। এই জয়, তো এই হার। দুঃসময়ের মধ্যে থাকা ক্লাবটি এবার খেতে যাচ্ছে বড়সড় এক ধাক্কা। এই শাস্তি পেতে যাচ্ছে আদালত থেকে।
সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের মালিকানাধীন ম্যান সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা (এফএফপি) ভঙ্গের ১১৫টি অভিযোগ গঠন করেছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এ অভিযোগের ব্যাপারে একটি স্বাধীন প্যানেলের শুনানির কাজ শেষ। ধারণা করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে ৫০ পয়েন্টের মতো কাটা যেতে পারে। ম্যান সিটির কপালে কী আছে, সে ব্যাপারে ইংল্যান্ডের শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রব উইলসনের মতামত জানতে চেয়েছে ‘স্লিঙ্গো’ নামে একটি ওয়েবসাইট। উইলসন বলেন, ‘তারা (ম্যানচেস্টার সিটি) অবনমিত হবে, এমনটা মনে হচ্ছে না। তাদের প্রায় ৫০ পয়েন্ট কাটা যেতে পারে বলে আমার অনুমান ছিল। তবে এমন ধারণা হয়েছিল, তখন তারা প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। এখন সম্ভবত ২০ থেকে ৪০ পয়েন্টের মধ্যে কিছু একটা হবে।’
সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০১৮ সালে তদন্ত শুরু করে। ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত বিষয়গুলো তখন হিসেব করা হয়। তদন্তে এরপর অসহযোগিতার অভিযোগও ওঠে। যদি আনীত অভিযোগ সঠিক প্রমাণিত হয়, তাহলে বোঝা যাবে সিটি ভঙ্গ করেছে নিয়মনীতি। অনেকে ধারণা করছেন, দোষী হলে সে সময়ের মধ্যে ম্যান সিটির জেতা শিরোপাগুলো কেড়ে নেওয়া হবে। সেক্ষেত্রে ওই প্রতিযোগিতাগুলোয় দ্বিতীয় অবস্থানে থাকা দল হতে পারে চ্যাম্পিয়ন। এমনকি প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে (দ্বিতীয় স্তরে) নামানোর পাশাপাশি নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।
শীতকালীন দলবদলে ম্যান সিটি এবার কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। এমনকি আর্লিং হালান্ডের সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। সেক্ষেত্রে সিটিকে দ্রুতি দ্বিতীয় স্তরে নামানো হয়তো হচ্ছে না। অনেক পয়েন্ট কাটা যেতে পারে। তাতে করে আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতাগুলোতে খেলতে পারবে না সিটিজেনরা। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ম্যান সিটি আছে চার নম্বরে। ২৩ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৬ হারে ৪১ পয়েন্ট এখন সিটির।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যান সিটি-ক্লাব ব্রুগে ম্যাচ। ইতিহাদে হতে যাওয়া ম্যাচটি গুরুত্বপূর্ণ সিটির কাছে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে আছে পেপ গার্দিওলার দল। যদি সেরা ২৪ নম্বরে না থাকতে পারে, সেক্ষেত্রে প্লে-অফও খেলা হবে না হালান্ডদের।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪২ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে