ক্রীড়া ডেস্ক

প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশে রিশাদকে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে সেবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এনওসি (অনাপত্তিপত্র) পাননি। ঠিক তার পরের মৌসুমে রিশাদকে নিল সেই হোবার্টই। এবার কাঁপিয়ে দিচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার। ১০ ম্যাচে ৭.৬৩ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় সেরা দশে রয়েছে তাঁর নাম।
১০ ম্যাচে ৭.৬৩ ইকোনমিতে ১২ উইকেট-এই পরিসংখ্যান দিয়ে অবশ্য এবারের বিগ ব্যাশে রিশাদের পারফরম্যান্স পুরোটা বোঝার উপায় নেই। ইনিংসে ৩ উইকেট নিয়েছেন দুইবার। সেরা বোলিং করেছেন ৯ জানুয়ারি অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। পার্থ স্করচার্সের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে ৩ উইকেট নিলেও তাঁর ইকোনমি ছিল ৮.২৫। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই ম্যাচে ৮-এর বেশি ইকোনমিতে বোলিং করেছেন।
যাঁরা রিশাদের ম্যাচ দেখেছেন, তাঁরা বুঝতে পারবেন বিগ ব্যাশে বাংলাদেশের তরুণ লেগস্পিনার কী জাদু দেখাচ্ছেন। টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার-সব ব্যাটারদের উইকেটই রিশাদ নিয়েছেন এবারের বিগ ব্যাশে। টপ অর্ডার ও চার নম্বর ব্যাটারদের চারটি করে উইকেট পেয়েছেন তিনি। যার মধ্যে ওপেনার ও তিন নম্বর ব্যাটারের উইকেট রয়েছে দুটি করে। মেলবোর্ন রেনেগেডসের জেক ফ্রেজার ম্যাগার্ককে দুইবারের দেখায় দুইবারই ফিরিয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটার হিসেবে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি।
১৮ উইকেট নিয়ে এবারের বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটশিকারী মেলবোর্ন রেনেগেডসের গুরিন্দার সান্ধু। মেলবোর্ন স্টার্সের তিন পেসার টম কারান, পিটার সিডল, হারিস রউফ নিয়েছেন ১৪টি করে উইকেট। রিশাদের সমান ১৩ উইকেট পেয়েছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের লয়েড পোপ। পোপ বোলিং করেছেন ৮.৪৮ ইকোনমিতে। রিশাদের হোবার্ট হারিকেনসের সতীর্থ নাথান এলিস পেয়েছেন ১৪ উইকেট। মেলবোর্ন স্টারসের মার্কাস স্টয়নিস ও সিডনি সিক্সার্সের জেক এডওয়ার্ডসও নিয়েছেন ১৪টি করে উইকেট।

প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশে রিশাদকে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে সেবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এনওসি (অনাপত্তিপত্র) পাননি। ঠিক তার পরের মৌসুমে রিশাদকে নিল সেই হোবার্টই। এবার কাঁপিয়ে দিচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার। ১০ ম্যাচে ৭.৬৩ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় সেরা দশে রয়েছে তাঁর নাম।
১০ ম্যাচে ৭.৬৩ ইকোনমিতে ১২ উইকেট-এই পরিসংখ্যান দিয়ে অবশ্য এবারের বিগ ব্যাশে রিশাদের পারফরম্যান্স পুরোটা বোঝার উপায় নেই। ইনিংসে ৩ উইকেট নিয়েছেন দুইবার। সেরা বোলিং করেছেন ৯ জানুয়ারি অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। পার্থ স্করচার্সের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে ৩ উইকেট নিলেও তাঁর ইকোনমি ছিল ৮.২৫। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই ম্যাচে ৮-এর বেশি ইকোনমিতে বোলিং করেছেন।
যাঁরা রিশাদের ম্যাচ দেখেছেন, তাঁরা বুঝতে পারবেন বিগ ব্যাশে বাংলাদেশের তরুণ লেগস্পিনার কী জাদু দেখাচ্ছেন। টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার-সব ব্যাটারদের উইকেটই রিশাদ নিয়েছেন এবারের বিগ ব্যাশে। টপ অর্ডার ও চার নম্বর ব্যাটারদের চারটি করে উইকেট পেয়েছেন তিনি। যার মধ্যে ওপেনার ও তিন নম্বর ব্যাটারের উইকেট রয়েছে দুটি করে। মেলবোর্ন রেনেগেডসের জেক ফ্রেজার ম্যাগার্ককে দুইবারের দেখায় দুইবারই ফিরিয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটার হিসেবে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি।
১৮ উইকেট নিয়ে এবারের বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটশিকারী মেলবোর্ন রেনেগেডসের গুরিন্দার সান্ধু। মেলবোর্ন স্টার্সের তিন পেসার টম কারান, পিটার সিডল, হারিস রউফ নিয়েছেন ১৪টি করে উইকেট। রিশাদের সমান ১৩ উইকেট পেয়েছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের লয়েড পোপ। পোপ বোলিং করেছেন ৮.৪৮ ইকোনমিতে। রিশাদের হোবার্ট হারিকেনসের সতীর্থ নাথান এলিস পেয়েছেন ১৪ উইকেট। মেলবোর্ন স্টারসের মার্কাস স্টয়নিস ও সিডনি সিক্সার্সের জেক এডওয়ার্ডসও নিয়েছেন ১৪টি করে উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩ ঘণ্টা আগে