Ajker Patrika

শেষ ম্যাচে দুই দলের হয়েই খেলেছিলেন পেলে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৮: ১৪
শেষ ম্যাচে দুই দলের হয়েই খেলেছিলেন পেলে

ফুটবল রাজা পেলের শেষ ম্যাচ ছিল বিস্ময়ের মতো। সেই ম্যাচে দুই দলের জার্সি গায়ে খেলেছেন তিনি। পেলে যে কী কারণে সেরা, শেষ ম্যাচে প্রমাণ দেন আরও একবার। নিজের দীর্ঘদিনের ক্লাব সান্তোস এবং পরবর্তী ক্লাব নিউ ইয়র্ক কসমসের মধ্যে প্রদর্শনী ম্যাচই ছিল পেলের শেষ ম্যাচ।

পেলেকে ভিন্ন আয়োজনে বিদায় দেওয়ার জন্য আমেরিকার নিউ জার্সি প্রদেশের ইস্ট রাদারফোর্ড শহরে এই ম্যাচের আয়োজন করে সান্তোস ও কসমস। ১৯৭৭ সালের সেই ম্যাচে কসমসের হয়ে প্রথমার্ধ এবং সান্তোসের হয়ে দ্বিতীয়ার্ধ খেলেন এই কিংবদন্তি।

সেই ম্যাচে সান্তোসকে ২-১ ব্যবধানে হারায় কসমস। শুরুতে গোল করে এগিয়ে যায় সান্তোস। প্রথমার্ধের শেষ দিকে ৩০ গজ দূর থেকে ফ্রি কিকে দারুণ এক গোল করে কসমসকে সমতায় ফেরান পেলে। দ্বিতীয়ার্ধে পেলে সান্তোসের জার্সি পরে মাঠে নামেন।

অন্য দিকে পেলের বদলি হিসেবে কসমসের হয়ে খেলেন র‍্যামন মিফলিন। পেরুর এই মিডফিল্ডারই ম্যাচের ব্যবধান গড়ে দেন। তাঁর গোলেই কসমস ২-১ গোলে জয় পায়।

১৯৫৬-১৯৭৪ পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোসের হয়ে খেলেছিলেন পেলে। এই ক্লাবের হয়ে ৬৩৬ ম্যাচে করেছেন ৬১৮ গোল। ১৯৭৫ সালে তখনকার সময়ে রেকর্ড ১৪ লাখ মার্কিন ডলারে কসমস পেলেকে সই করায়। আমেরিকান ক্লাবটির হয়ে ১১১ ম্যাচে তাঁর ৬৫ গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত