Ajker Patrika

ফুটবলকে বিদায় বললেন ইতালির ইউরোজয়ী অধিনায়ক

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১২: ৫০
ফুটবলকে বিদায় বললেন ইতালির ইউরোজয়ী অধিনায়ক

আগামী জুনে ওয়েম্বলিতে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইতালি। ওই ম্যাচেই শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন জর্জিও কিলেল্লিনি।  এরপর তাকে ক্লাবের হয়ে মাঠে দেখা গেলেই ইতালির নীল জার্সি গায়ে আর দেখা যাবে না। কারণ জাতীয় দলে ১৮ বছরের বর্ণিল ক্যারিয়ারের সমাপ্তিরেখা টেনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান অধিনায়ক।  

গত রাতে ইতালিয়ান সিরি আতে সাসুওলোর বিপক্ষে জয় পেয়েছে কিয়েল্লিনির জুভেন্টাস। ‘তুড়িনের বুড়ি’দের জয় ২-১ গোলের ব্যবধানে। এই ম্যাচের পরেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন ৩৭ বছর বয়সী কিলেল্লিনি৷ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সব ঠিক থাকলে ওয়েম্বলিতে আর্জেন্টিনার বিপক্ষে জাতীয় দলকে বিদায় বলব। আমি একটা সুন্দর স্মৃতি নিয়ে জাতীয় দল থেকে বিদায় নিতে চাই। ওই ম্যাচ নিশ্চিতভাবেই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচ হতে চলেছে।’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও আরও কিছুদিন চালিয়ে যেতে চান ক্লাব ফুটবল। এদিকে এই মৌসুম শেষেই জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। গুঞ্জন আছে, চুক্তি নবায়ন না হলে যুক্তরাষ্ট্রের এমএলএসে নাম লেখাবেন কিয়েল্লিনি, ‘জুভেন্টাসের সঙ্গে মধুর সম্পর্ক শেষ হচ্ছে না। এটি কখনো শেষ হবে না। অবশ্যই এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত সবকিছু মূল্যায়ন করতে হবে। আমার পরিবারের সঙ্গে কথা বলে সেরা সিদ্ধান্তটা নিতে হবে।’

২০০৪ সালে ইতালির জার্সিতে অভিষেক হয়েছিল কিয়েল্লিনির। জাতীয় দলের হয়ে  ১১৬টি ম্যাচ খেলেছেন রক্ষণের এই অতন্দ্রপ্রহরী। ২০১২ ইউরোর রানার্সআপ দলেরও মূল অংশ ছিলেন। ইতালি যদি কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারত, তবে  নিশ্চিতভাবে সেই স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হতেন কিয়েল্লিনি। কিন্তু আগের বিশ্বকাপের মতো এবারও গ্রুপ পর্বের বিশ্বকাপ খেলার স্বপ্নের সমাধি হয়েছে আজ্জুরিদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত