Ajker Patrika

যেসব শাস্তি পেতে পারেন রোনালদো!

যেসব শাস্তি পেতে পারেন রোনালদো!

রালফ রাংনিক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর থেকে চলছে নানামুখী আলোচনা। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন হতে পারে তা নিয়েই চলছে সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা। তবে রাংনিকের কোচিং কৌশল রোনালদো ও তাঁর সতীর্থদের অস্বস্তিতে ফেলতে পারে। এমনকি খেলোয়াড়দের ভুলের জন্য অভিনব শাস্তি দেওয়ার কাজও করে থাকেন রাংনিক। সেসব শাস্তি রোনালদোদের পছন্দ নাও হতে পারে। 

নিজস্ব দর্শনে দল পরিচালনার জন্য বেশ পরিচিত রাংনিক। তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময় ছোট দলগুলোতে কাজ করায় তাঁর কোচিংয়ের ধরন নিয়ে আলোচনা হয়েছে কম। যেমন রাংনিক খেলোয়াড়দের নিজস্ব গাড়িতে চড়ে অনুশীলনে আসা পছন্দ করেন না। ক্লাবের কাজে তিনি ক্লাবের গাড়িতে করে আসাকেই প্রাধান্য দিয়ে থাকেন। শুধু তাই নয়, তিনি ভুলের জন্য বিব্রতকর শাস্তিও দিয়ে থাকেন খেলোয়াড়দের। তবে সে শাস্তি কোনো খেলোয়াড় পাবে কি না তা নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে।

একনজরে দেখে নেওয়া যাক রাংনিকের দেওয়া উল্লেখযোগ্য শাস্তিগুলো কেমন: 
১. বলে পাম্প দেওয়া, সেগুলোকে অনুশীলন মাঠে নিয়ে যাওয়া এবং এক সপ্তাহ ধরে পরিষ্কার করা। 
২. একাডেমি দলকে অনুশীলন করানো। 
৩. স্টেডিয়ামে ট্যুর গাইড হিসেবে কাজ করা। 
৪. মাঠের ঘাস কাটা এবং অনুশীলন মাঠের দেখভাল করা। 
৫. টুটু জামা (মেয়েদের ফ্রকের মতো জামা) পরে অনুশীলনে আসা। 
৬. খেলোয়াড়দের পানির বোতল ভরে দেওয়া। 
৭. ক্যাফেতে খাবার পরিবেশন করা এবং টেবিল পরিষ্কার করা। 
৮. ক্লাবের দোকানে তিন ঘণ্টা কাজ করা। 
৯. কিটম্যানের সহকারী হিসেবে কাজ করা। 
১০. দলের বাসে কাজ করা। 
১১. ক্লাবের স্টাফদের জন্য উপহার কিনে দেওয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত