রালফ রাংনিক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর থেকে চলছে নানামুখী আলোচনা। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন হতে পারে তা নিয়েই চলছে সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা। তবে রাংনিকের কোচিং কৌশল রোনালদো ও তাঁর সতীর্থদের অস্বস্তিতে ফেলতে পারে। এমনকি খেলোয়াড়দের ভুলের জন্য অভিনব শাস্তি দেওয়ার কাজও করে থাকেন রাংনিক। সেসব শাস্তি রোনালদোদের পছন্দ নাও হতে পারে।
নিজস্ব দর্শনে দল পরিচালনার জন্য বেশ পরিচিত রাংনিক। তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময় ছোট দলগুলোতে কাজ করায় তাঁর কোচিংয়ের ধরন নিয়ে আলোচনা হয়েছে কম। যেমন রাংনিক খেলোয়াড়দের নিজস্ব গাড়িতে চড়ে অনুশীলনে আসা পছন্দ করেন না। ক্লাবের কাজে তিনি ক্লাবের গাড়িতে করে আসাকেই প্রাধান্য দিয়ে থাকেন। শুধু তাই নয়, তিনি ভুলের জন্য বিব্রতকর শাস্তিও দিয়ে থাকেন খেলোয়াড়দের। তবে সে শাস্তি কোনো খেলোয়াড় পাবে কি না তা নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে।
একনজরে দেখে নেওয়া যাক রাংনিকের দেওয়া উল্লেখযোগ্য শাস্তিগুলো কেমন:
১. বলে পাম্প দেওয়া, সেগুলোকে অনুশীলন মাঠে নিয়ে যাওয়া এবং এক সপ্তাহ ধরে পরিষ্কার করা।
২. একাডেমি দলকে অনুশীলন করানো।
৩. স্টেডিয়ামে ট্যুর গাইড হিসেবে কাজ করা।
৪. মাঠের ঘাস কাটা এবং অনুশীলন মাঠের দেখভাল করা।
৫. টুটু জামা (মেয়েদের ফ্রকের মতো জামা) পরে অনুশীলনে আসা।
৬. খেলোয়াড়দের পানির বোতল ভরে দেওয়া।
৭. ক্যাফেতে খাবার পরিবেশন করা এবং টেবিল পরিষ্কার করা।
৮. ক্লাবের দোকানে তিন ঘণ্টা কাজ করা।
৯. কিটম্যানের সহকারী হিসেবে কাজ করা।
১০. দলের বাসে কাজ করা।
১১. ক্লাবের স্টাফদের জন্য উপহার কিনে দেওয়া।
রালফ রাংনিক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর থেকে চলছে নানামুখী আলোচনা। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন হতে পারে তা নিয়েই চলছে সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা। তবে রাংনিকের কোচিং কৌশল রোনালদো ও তাঁর সতীর্থদের অস্বস্তিতে ফেলতে পারে। এমনকি খেলোয়াড়দের ভুলের জন্য অভিনব শাস্তি দেওয়ার কাজও করে থাকেন রাংনিক। সেসব শাস্তি রোনালদোদের পছন্দ নাও হতে পারে।
নিজস্ব দর্শনে দল পরিচালনার জন্য বেশ পরিচিত রাংনিক। তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময় ছোট দলগুলোতে কাজ করায় তাঁর কোচিংয়ের ধরন নিয়ে আলোচনা হয়েছে কম। যেমন রাংনিক খেলোয়াড়দের নিজস্ব গাড়িতে চড়ে অনুশীলনে আসা পছন্দ করেন না। ক্লাবের কাজে তিনি ক্লাবের গাড়িতে করে আসাকেই প্রাধান্য দিয়ে থাকেন। শুধু তাই নয়, তিনি ভুলের জন্য বিব্রতকর শাস্তিও দিয়ে থাকেন খেলোয়াড়দের। তবে সে শাস্তি কোনো খেলোয়াড় পাবে কি না তা নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে।
একনজরে দেখে নেওয়া যাক রাংনিকের দেওয়া উল্লেখযোগ্য শাস্তিগুলো কেমন:
১. বলে পাম্প দেওয়া, সেগুলোকে অনুশীলন মাঠে নিয়ে যাওয়া এবং এক সপ্তাহ ধরে পরিষ্কার করা।
২. একাডেমি দলকে অনুশীলন করানো।
৩. স্টেডিয়ামে ট্যুর গাইড হিসেবে কাজ করা।
৪. মাঠের ঘাস কাটা এবং অনুশীলন মাঠের দেখভাল করা।
৫. টুটু জামা (মেয়েদের ফ্রকের মতো জামা) পরে অনুশীলনে আসা।
৬. খেলোয়াড়দের পানির বোতল ভরে দেওয়া।
৭. ক্যাফেতে খাবার পরিবেশন করা এবং টেবিল পরিষ্কার করা।
৮. ক্লাবের দোকানে তিন ঘণ্টা কাজ করা।
৯. কিটম্যানের সহকারী হিসেবে কাজ করা।
১০. দলের বাসে কাজ করা।
১১. ক্লাবের স্টাফদের জন্য উপহার কিনে দেওয়া।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৪ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৫ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৭ ঘণ্টা আগে