ক্রীড়া ডেস্ক
ইন্টার মিলান, রিভার প্লেট—দুই দলের জন্যই ম্যাচটা ছিল ‘বাঁচা-মরা’র। শেষ পর্যন্ত বিদায়ঘণ্টা বেজে গেল আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট। তাতে নকআউট পর্বে উঠে গেল লাওতারো মার্তিনেজ-ইয়ান সোমারদের ইন্টার মিলান।
বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত হয়েছে ইন্টার মিলান-রিভার প্লেট। লুমেন ফিল্ডে ‘ই’ গ্রুপের বাঁচা-মরার ম্যাচে রিভার প্লেট তো এমনিতেই পেয়েছে দুঃসংবাদ। একই সঙ্গে আর্জেন্টাইন ক্লাবটির দুই ফুটবলার গনজালো মন্তিয়েল ও লুকাস মার্তিনেজ কোয়ার্তা। তাদের ‘সর্বনাশ’-এর দিনে ইন্টার মিলান পেল বড় সুখবর। তিন ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠল ইন্টার। মন্তেরে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বের টিকিট কাটল। ৪ ও ০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল রিভার প্লেট ও উরাওয়া রেডস।
লুমেন ফিল্ডে আজ সকালে ইন্টার মিলান-রিভার প্লেটের লড়াইটা হয়েছে সমানে সমান। ৫৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩ শট নিয়েছে ইন্টার মিলান, যার মধ্যে ২টিতে গোল হয়েছে। অন্যদিকে রিভার প্লেট ৪৪ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ২ শট নিলেও কোনো গোল করতে পারেনি।
ইন্টার মিলান-রিভার প্লেটের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। ম্যাচে বরং শারীরিক শক্তি প্রদর্শনের খেলাই হয়েছে বেশি। রেফারিকে বারবার বের করতে হয়েছে কার্ড, যার মধ্যে ৬৬ মিনিটে রিভার প্লেট ডিফেন্ডার লুকাস মার্তিনেজ দেখেছেন লাল কার্ড। ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টাইন ক্লাবটি গোল হজম করেছে ছয় মিনিট পর। ম্যাচে প্রথম গোল ৭২ মিনিটে করেন ইন্টার মিলান স্ট্রাইকার ফ্রান্সিসকো পিতো এসপিতো। তাঁকে অ্যাসিস্ট করেন পিটার সুচিচ।
দ্বিতীয় গোলের দেখা ইন্টার পেয়েছে ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত তিন মিনিটে লক্ষ্য ভেদ করেন দলটির ডিফেন্ডার আলেহান্দ্রো বাস্তোনি। ২-০ গোলে পিছিয়ে থাকা রিভার প্লেট শেষ সময়ে হারায় আরও এক ফুটবলারকে। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে লাল কার্ড দেখেন মন্তিয়েল। জোড়া হলুদ কার্ডের কারণেই মূলত তিনি এই লাল কার্ড দেখেন। এর আগে ২০ মিনিটের সময় হলুদ কার্ড পান তিনি। মন্তিয়েল, লুকাস মার্তিনেজের লাল কার্ড ছাড়াও ছয়বার হলুদ কার্ড বের করতে হয়েছে রেফারিকে, যার মধ্যে ইন্টার মিলান পেয়েছে চার হলুদ কার্ড এবং দুই হলুদ কার্ড পেয়েছে রিভার প্লেট।
ইন্টার মিলান-রিভার প্লেট ম্যাচটা ড্র হলে অবশ্য ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিল জমে যেত। তখন ইন্টার, রিভার প্লেট, মন্তেরে—এই তিন দলের সমান ৫ পয়েন্ট হতো। গোল ব্যবধানের কারণে তখন বাদ পড়ত ইন্টার। ড্র হলে ইন্টার মিলান, রিভার প্লেটের গোল ব্যবধান হতো (+১) ও (+২)। এমনটা না হয়ে ২-০ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোর টিকিট কাটল ইন্টার।
শেষ ষোলোতে ইন্টার মিলান প্রতিপক্ষ হিসেবে পেল ফ্লুমিনেন্সকে। ৩০ জুন বাংলাদেশ সময় রাত ১টায় ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হবে ইন্টার মিলান-ফ্লুমিনেন্স ম্যাচ। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে মন্তেরের প্রতিপক্ষ ডর্টমুন্ড। ২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে মন্তেরে-ডর্টমুন্ড ম্যাচ। এই ম্যাচের ভেন্যু মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম।
ইন্টার মিলান, রিভার প্লেট—দুই দলের জন্যই ম্যাচটা ছিল ‘বাঁচা-মরা’র। শেষ পর্যন্ত বিদায়ঘণ্টা বেজে গেল আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট। তাতে নকআউট পর্বে উঠে গেল লাওতারো মার্তিনেজ-ইয়ান সোমারদের ইন্টার মিলান।
বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত হয়েছে ইন্টার মিলান-রিভার প্লেট। লুমেন ফিল্ডে ‘ই’ গ্রুপের বাঁচা-মরার ম্যাচে রিভার প্লেট তো এমনিতেই পেয়েছে দুঃসংবাদ। একই সঙ্গে আর্জেন্টাইন ক্লাবটির দুই ফুটবলার গনজালো মন্তিয়েল ও লুকাস মার্তিনেজ কোয়ার্তা। তাদের ‘সর্বনাশ’-এর দিনে ইন্টার মিলান পেল বড় সুখবর। তিন ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠল ইন্টার। মন্তেরে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বের টিকিট কাটল। ৪ ও ০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল রিভার প্লেট ও উরাওয়া রেডস।
লুমেন ফিল্ডে আজ সকালে ইন্টার মিলান-রিভার প্লেটের লড়াইটা হয়েছে সমানে সমান। ৫৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩ শট নিয়েছে ইন্টার মিলান, যার মধ্যে ২টিতে গোল হয়েছে। অন্যদিকে রিভার প্লেট ৪৪ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ২ শট নিলেও কোনো গোল করতে পারেনি।
ইন্টার মিলান-রিভার প্লেটের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। ম্যাচে বরং শারীরিক শক্তি প্রদর্শনের খেলাই হয়েছে বেশি। রেফারিকে বারবার বের করতে হয়েছে কার্ড, যার মধ্যে ৬৬ মিনিটে রিভার প্লেট ডিফেন্ডার লুকাস মার্তিনেজ দেখেছেন লাল কার্ড। ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টাইন ক্লাবটি গোল হজম করেছে ছয় মিনিট পর। ম্যাচে প্রথম গোল ৭২ মিনিটে করেন ইন্টার মিলান স্ট্রাইকার ফ্রান্সিসকো পিতো এসপিতো। তাঁকে অ্যাসিস্ট করেন পিটার সুচিচ।
দ্বিতীয় গোলের দেখা ইন্টার পেয়েছে ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত তিন মিনিটে লক্ষ্য ভেদ করেন দলটির ডিফেন্ডার আলেহান্দ্রো বাস্তোনি। ২-০ গোলে পিছিয়ে থাকা রিভার প্লেট শেষ সময়ে হারায় আরও এক ফুটবলারকে। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে লাল কার্ড দেখেন মন্তিয়েল। জোড়া হলুদ কার্ডের কারণেই মূলত তিনি এই লাল কার্ড দেখেন। এর আগে ২০ মিনিটের সময় হলুদ কার্ড পান তিনি। মন্তিয়েল, লুকাস মার্তিনেজের লাল কার্ড ছাড়াও ছয়বার হলুদ কার্ড বের করতে হয়েছে রেফারিকে, যার মধ্যে ইন্টার মিলান পেয়েছে চার হলুদ কার্ড এবং দুই হলুদ কার্ড পেয়েছে রিভার প্লেট।
ইন্টার মিলান-রিভার প্লেট ম্যাচটা ড্র হলে অবশ্য ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিল জমে যেত। তখন ইন্টার, রিভার প্লেট, মন্তেরে—এই তিন দলের সমান ৫ পয়েন্ট হতো। গোল ব্যবধানের কারণে তখন বাদ পড়ত ইন্টার। ড্র হলে ইন্টার মিলান, রিভার প্লেটের গোল ব্যবধান হতো (+১) ও (+২)। এমনটা না হয়ে ২-০ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোর টিকিট কাটল ইন্টার।
শেষ ষোলোতে ইন্টার মিলান প্রতিপক্ষ হিসেবে পেল ফ্লুমিনেন্সকে। ৩০ জুন বাংলাদেশ সময় রাত ১টায় ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হবে ইন্টার মিলান-ফ্লুমিনেন্স ম্যাচ। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে মন্তেরের প্রতিপক্ষ ডর্টমুন্ড। ২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে মন্তেরে-ডর্টমুন্ড ম্যাচ। এই ম্যাচের ভেন্যু মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৫ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে