লিওনেল মেসির ক্যাবিনেটে কত ট্রফি, সেটা হয়তো তিনি নিজেও বলতে পারবেন না। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে একের পর এক সফলতায় জেতেন একের পর এক পুরস্কার। গোল্ডেন বল, ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্ট—সম্ভাব্য সব ধরনের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্লিং হালান্ডও মনে করেন, মেসিই সেরা।
একটা সময় ব্যালন ডি’অর জয়ে মেসির সঙ্গে প্রতিযোগিতা চলত ক্রিস্টিয়ানো রোনালদোর। মেসি সেই প্রতিযোগিতায় রোনালদোকে পেছনে ফেলেছেন আগেই। এমনকি রোনালদোর আগেই জিতে ফেলেন বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জেতেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনা ঘুচিয়েছে ৩৬ বছরের বিশ্বকাপখরা। এরপর গত বছরের ৩০ অক্টোবর অষ্টমবারের মতো জিতেছেন ব্যালন ডি’অর।
২০২৩ সালের ব্যালন ডি’অর জয়ে মেসির দারুণ প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্লিং হালান্ড। ২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসে রেকর্ডের পর রেকর্ড গড়তে থাকেন হালান্ড। ম্যান সিটিতে প্রথম মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৩ ম্যাচে করেন ৫২ গোল। ক্যারিয়ারের প্রথম ট্রেবলও হালান্ড জেতে সিটির হয়ে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলের দ্বিতীয় লেগে ম্যান সিটির প্রতিপক্ষ কোপেনহেগেন। সেই ম্যাচের আগে আজ হালান্ড যখন সংবাদসম্মেলনে আসেন, তখন মেসি ও ব্যালন ডি’অরের প্রসঙ্গ এসেছে। হালান্ড বলেন, ‘ভালো প্রশ্ন করেছেন। আমি জানি না। এখন আমার বয়স ২৩। তাই আমি সবগুলো শিরোপা আবারও জিততে চাই। এখন পর্যন্ত আমার দেখা সেরা খেলোয়াড়। হয়তোবা তার অবসর নিতে হবে। অন্যথায় অন্য কাউকে সেরা প্রমাণিত হতে হবে।’
২০২৩-২৪ মৌসুমেও হালান্ড আছেন দারুণ ছন্দে। সব ধরনের প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে ৩১ ম্যাচ খেলে করেন ২৮ গোল। অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। অন্যদিকে মেসি ইন্টার মায়ামিতে গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত খেলেন ১৫ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৬ গোলে অ্যাসিস্ট করেন।
লিওনেল মেসির ক্যাবিনেটে কত ট্রফি, সেটা হয়তো তিনি নিজেও বলতে পারবেন না। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে একের পর এক সফলতায় জেতেন একের পর এক পুরস্কার। গোল্ডেন বল, ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্ট—সম্ভাব্য সব ধরনের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্লিং হালান্ডও মনে করেন, মেসিই সেরা।
একটা সময় ব্যালন ডি’অর জয়ে মেসির সঙ্গে প্রতিযোগিতা চলত ক্রিস্টিয়ানো রোনালদোর। মেসি সেই প্রতিযোগিতায় রোনালদোকে পেছনে ফেলেছেন আগেই। এমনকি রোনালদোর আগেই জিতে ফেলেন বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জেতেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনা ঘুচিয়েছে ৩৬ বছরের বিশ্বকাপখরা। এরপর গত বছরের ৩০ অক্টোবর অষ্টমবারের মতো জিতেছেন ব্যালন ডি’অর।
২০২৩ সালের ব্যালন ডি’অর জয়ে মেসির দারুণ প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্লিং হালান্ড। ২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসে রেকর্ডের পর রেকর্ড গড়তে থাকেন হালান্ড। ম্যান সিটিতে প্রথম মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৩ ম্যাচে করেন ৫২ গোল। ক্যারিয়ারের প্রথম ট্রেবলও হালান্ড জেতে সিটির হয়ে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলের দ্বিতীয় লেগে ম্যান সিটির প্রতিপক্ষ কোপেনহেগেন। সেই ম্যাচের আগে আজ হালান্ড যখন সংবাদসম্মেলনে আসেন, তখন মেসি ও ব্যালন ডি’অরের প্রসঙ্গ এসেছে। হালান্ড বলেন, ‘ভালো প্রশ্ন করেছেন। আমি জানি না। এখন আমার বয়স ২৩। তাই আমি সবগুলো শিরোপা আবারও জিততে চাই। এখন পর্যন্ত আমার দেখা সেরা খেলোয়াড়। হয়তোবা তার অবসর নিতে হবে। অন্যথায় অন্য কাউকে সেরা প্রমাণিত হতে হবে।’
২০২৩-২৪ মৌসুমেও হালান্ড আছেন দারুণ ছন্দে। সব ধরনের প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে ৩১ ম্যাচ খেলে করেন ২৮ গোল। অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। অন্যদিকে মেসি ইন্টার মায়ামিতে গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত খেলেন ১৫ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৬ গোলে অ্যাসিস্ট করেন।
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
১ ঘণ্টা আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে