Ajker Patrika

পরের ব্যালন ডি’অর বেনজেমার হাতে দেখছেন রিয়াল কোচ

পরের ব্যালন ডি’অর বেনজেমার হাতে দেখছেন রিয়াল কোচ

দারুণ ছন্দে আছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। সাম্প্রতিক সময়ে ম্যাচের পর ম্যাচে গোল করে যাচ্ছেন এই ফরাসি তারকা। ব্যালন ডি’অরে জয়ের সম্ভাব্য তালিকায় শোনা যাচ্ছিল তাঁর নামও। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার জেতা হয়নি বেনজেমার। চার নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। তবে এবার না হলেও আগামীবার বেনজেমার হাতে ব্যালন ডি’অর দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। 

এখন পর্যন্ত লা লিগায় ১১ গোল করে সবার ওপরে আছেন বেনজেমা। সম্ভাবনা আছে পিচিচি জয়েরও। এই ছন্দ ধরে রাখতে পারলে ব্যালন ডি’অরও অসম্ভব মনে করছেন না তাঁর কোচ আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘বেনজেমা দারুণ একটি মৌসুম কাটিয়েছিল। সে চার নম্বরে আছে, এখন আগামীবার প্রথম হওয়ার জন্য আরও উজ্জীবিত হয়ে খেলবে সে।’ 

পুরস্কার না পেয়ে বেনজেমা হতাশ নন জানিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ পুরস্কার, তবে শেষ পর্যন্ত এটা ব্যক্তিগত পুরস্কারই। এই পুরস্কার না পেয়ে বেনজেমা হাহুতাশ করছে না।’ 

তবে মেসির জেতাকেও প্রশ্নবিদ্ধ করতে চান না আচনেলত্তি, ‘আমরা সিদ্ধান্তকে সম্মান করছি। মেসি জিতেছে, সে দারুণ এক খেলোয়াড়। একজন খেলোয়াড়ের জন্য ব্যক্তিগত পুরস্কারের গুরুত্ব আছে। এই পুরস্কার তাদের অনুপ্রাণিত করে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত