দারুণ ছন্দে আছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। সাম্প্রতিক সময়ে ম্যাচের পর ম্যাচে গোল করে যাচ্ছেন এই ফরাসি তারকা। ব্যালন ডি’অরে জয়ের সম্ভাব্য তালিকায় শোনা যাচ্ছিল তাঁর নামও। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার জেতা হয়নি বেনজেমার। চার নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। তবে এবার না হলেও আগামীবার বেনজেমার হাতে ব্যালন ডি’অর দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
এখন পর্যন্ত লা লিগায় ১১ গোল করে সবার ওপরে আছেন বেনজেমা। সম্ভাবনা আছে পিচিচি জয়েরও। এই ছন্দ ধরে রাখতে পারলে ব্যালন ডি’অরও অসম্ভব মনে করছেন না তাঁর কোচ আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘বেনজেমা দারুণ একটি মৌসুম কাটিয়েছিল। সে চার নম্বরে আছে, এখন আগামীবার প্রথম হওয়ার জন্য আরও উজ্জীবিত হয়ে খেলবে সে।’
পুরস্কার না পেয়ে বেনজেমা হতাশ নন জানিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ পুরস্কার, তবে শেষ পর্যন্ত এটা ব্যক্তিগত পুরস্কারই। এই পুরস্কার না পেয়ে বেনজেমা হাহুতাশ করছে না।’
তবে মেসির জেতাকেও প্রশ্নবিদ্ধ করতে চান না আচনেলত্তি, ‘আমরা সিদ্ধান্তকে সম্মান করছি। মেসি জিতেছে, সে দারুণ এক খেলোয়াড়। একজন খেলোয়াড়ের জন্য ব্যক্তিগত পুরস্কারের গুরুত্ব আছে। এই পুরস্কার তাদের অনুপ্রাণিত করে।’
দারুণ ছন্দে আছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। সাম্প্রতিক সময়ে ম্যাচের পর ম্যাচে গোল করে যাচ্ছেন এই ফরাসি তারকা। ব্যালন ডি’অরে জয়ের সম্ভাব্য তালিকায় শোনা যাচ্ছিল তাঁর নামও। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার জেতা হয়নি বেনজেমার। চার নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। তবে এবার না হলেও আগামীবার বেনজেমার হাতে ব্যালন ডি’অর দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
এখন পর্যন্ত লা লিগায় ১১ গোল করে সবার ওপরে আছেন বেনজেমা। সম্ভাবনা আছে পিচিচি জয়েরও। এই ছন্দ ধরে রাখতে পারলে ব্যালন ডি’অরও অসম্ভব মনে করছেন না তাঁর কোচ আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘বেনজেমা দারুণ একটি মৌসুম কাটিয়েছিল। সে চার নম্বরে আছে, এখন আগামীবার প্রথম হওয়ার জন্য আরও উজ্জীবিত হয়ে খেলবে সে।’
পুরস্কার না পেয়ে বেনজেমা হতাশ নন জানিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ পুরস্কার, তবে শেষ পর্যন্ত এটা ব্যক্তিগত পুরস্কারই। এই পুরস্কার না পেয়ে বেনজেমা হাহুতাশ করছে না।’
তবে মেসির জেতাকেও প্রশ্নবিদ্ধ করতে চান না আচনেলত্তি, ‘আমরা সিদ্ধান্তকে সম্মান করছি। মেসি জিতেছে, সে দারুণ এক খেলোয়াড়। একজন খেলোয়াড়ের জন্য ব্যক্তিগত পুরস্কারের গুরুত্ব আছে। এই পুরস্কার তাদের অনুপ্রাণিত করে।’
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
২ মিনিট আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগে