Ajker Patrika

বদলে যেতে পারে কাতার বিশ্বকাপের সূচি 

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৫: ১৮
বদলে যেতে পারে কাতার বিশ্বকাপের সূচি 

শুরু হয়ে গেছে কাতার বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের বিশ্ব আসর। এর মধ্যে ইউরোপীয় সংবাদমাধ্যম জানাচ্ছে,বদলে যেতে পারে বিশ্বকাপের সূচি।

আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলে অবশ্য বলছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে যেন স্বাগতিক কাতার মাঠে থাকে সেটি নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।  নতুন সূচি কার্যকর হলে কাতার বিশ্বকাপ শুরুর তারিখ এগিয়ে আসতে পারে ১ দিন। অর্থাৎ, ২১ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর থেকে বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফার কাছে কাতারের আবেদন করেছে কাতার।  

২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলে আসছে স্বাগতিক দেশ। এ রীতি ধরে  রাখতেই এখন বিশ্বকাপের সূচি এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। কারণ বর্তমান সূচি অনুযায়ী স্বাগতিক কাতারের আগে রাখা হয়েছে অন্য দুইটি ম্যাচ।

স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচটা নতুন সূচিতে এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। সেটা হলে কাতার আগামী ২০ নভেম্বর মুখোমুখি হবে ইকুয়েডরের। ঐদিন একটি ম্যাচই হবে। আর ২১ তারিখের বাকি তিনটি ম্যাচ বর্তমান সূচি অনুযায়ীই হবে। কোনো কিছুই অবশ্য এখনো নিশ্চিত নয়। ফিফার কাছে কাতারের এই আবেদন এখনো প্রাথমিক পর্যায়ে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত