আজকের পত্রিকা ডেস্ক
গত নভেম্বরে জাতীয় দলের জার্সিটা গায়ে জড়িয়েছিলেন পিয়াস আহমেদ নোভা। দেশের হয়ে অভিষেক হওয়া সেই নোভাই আজ গাজীপুরে নজর কাড়লেন বল পায়ে। ফকিরেরপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটা ৩-০ গোলে জয় পায় ফর্টিস এফসি। যে ম্যাচে দুটি গোলই আসে নোভার সৌজন্যে।
এ জয়ে স্বস্তি ফিরল ফর্টিস এফসির পাশাপাশি নোভার মনেও। চলমান মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে ক্লাবটি। যার মধ্যে এটাই তাদের প্রথম জয়। আগে দুই ম্যাচের একটিতে ড্র আর বাকি ম্যাচে হেরেছিল ফর্টিস। সে জন্য এই ম্যাচে জয় পাওয়াটা তাদের খুব দরকার ছিল। আর দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঝলক দেখালেন নোভা। ক্লাব ক্যারিয়ারের অতীত অধ্যায় খুব একটা ভালো কাটেনি তাঁর। ২০২১ সালে বসুন্ধরা কিংসে নাম লেখান। তারপর শেখ জামাল হয়ে ফর্টিসে। এখন দেখার অপেক্ষা কত দূর যেতে পারেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ৫২ মিনিটেই ওমর সারের গোলে লিড নেয় ফর্টিস। ৫৭ ও ৮৫ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন নোভা। শেষদিকে এক গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফকিরেরপুল।
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সের হয়ে দুটি গোলই করেন সেনেগালের চিক সেনে। ম্যাচের ১৪ মিনিটে সেনে প্রথম গোল করেন। আর রেফারির বিদায়ী বাঁশির ঠিক আগ মুহূর্তে সেনে বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে একাই দ্বিতীয় ও শেষ গোলটি করেন।
প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন তিন ম্যাচে দ্বিতীয় জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট জমা করল। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী টানা তৃতীয় হার দেখল। মূলত তাদের দল গড়তে গিয়েই যত সমস্যা হয়। তাও জোড়াতালি দিয়ে একটা দল গড়ে চট্টগ্রাম আবাহনী। যায় ফল খুব একটা সুখকর হচ্ছে না!
গত নভেম্বরে জাতীয় দলের জার্সিটা গায়ে জড়িয়েছিলেন পিয়াস আহমেদ নোভা। দেশের হয়ে অভিষেক হওয়া সেই নোভাই আজ গাজীপুরে নজর কাড়লেন বল পায়ে। ফকিরেরপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটা ৩-০ গোলে জয় পায় ফর্টিস এফসি। যে ম্যাচে দুটি গোলই আসে নোভার সৌজন্যে।
এ জয়ে স্বস্তি ফিরল ফর্টিস এফসির পাশাপাশি নোভার মনেও। চলমান মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে ক্লাবটি। যার মধ্যে এটাই তাদের প্রথম জয়। আগে দুই ম্যাচের একটিতে ড্র আর বাকি ম্যাচে হেরেছিল ফর্টিস। সে জন্য এই ম্যাচে জয় পাওয়াটা তাদের খুব দরকার ছিল। আর দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঝলক দেখালেন নোভা। ক্লাব ক্যারিয়ারের অতীত অধ্যায় খুব একটা ভালো কাটেনি তাঁর। ২০২১ সালে বসুন্ধরা কিংসে নাম লেখান। তারপর শেখ জামাল হয়ে ফর্টিসে। এখন দেখার অপেক্ষা কত দূর যেতে পারেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ৫২ মিনিটেই ওমর সারের গোলে লিড নেয় ফর্টিস। ৫৭ ও ৮৫ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন নোভা। শেষদিকে এক গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফকিরেরপুল।
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সের হয়ে দুটি গোলই করেন সেনেগালের চিক সেনে। ম্যাচের ১৪ মিনিটে সেনে প্রথম গোল করেন। আর রেফারির বিদায়ী বাঁশির ঠিক আগ মুহূর্তে সেনে বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে একাই দ্বিতীয় ও শেষ গোলটি করেন।
প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন তিন ম্যাচে দ্বিতীয় জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট জমা করল। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী টানা তৃতীয় হার দেখল। মূলত তাদের দল গড়তে গিয়েই যত সমস্যা হয়। তাও জোড়াতালি দিয়ে একটা দল গড়ে চট্টগ্রাম আবাহনী। যায় ফল খুব একটা সুখকর হচ্ছে না!
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
১ ঘণ্টা আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে