Ajker Patrika

জোড়া গোলে নজর কাড়লেন নোভা

আজকের পত্রিকা ডেস্ক­
জোড়া গোল করলেন পিয়াস আহমেদ নোভা (বাঁয়ে)। ছবি: বাফুফে
জোড়া গোল করলেন পিয়াস আহমেদ নোভা (বাঁয়ে)। ছবি: বাফুফে

গত নভেম্বরে জাতীয় দলের জার্সিটা গায়ে জড়িয়েছিলেন পিয়াস আহমেদ নোভা। দেশের হয়ে অভিষেক হওয়া সেই নোভাই আজ গাজীপুরে নজর কাড়লেন বল পায়ে। ফকিরেরপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটা ৩-০ গোলে জয় পায় ফর্টিস এফসি। যে ম্যাচে দুটি গোলই আসে নোভার সৌজন্যে।

এ জয়ে স্বস্তি ফিরল ফর্টিস এফসির পাশাপাশি নোভার মনেও। চলমান মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে ক্লাবটি। যার মধ্যে এটাই তাদের প্রথম জয়। আগে দুই ম্যাচের একটিতে ড্র আর বাকি ম্যাচে হেরেছিল ফর্টিস। সে জন্য এই ম্যাচে জয় পাওয়াটা তাদের খুব দরকার ছিল। আর দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঝলক দেখালেন নোভা। ক্লাব ক্যারিয়ারের অতীত অধ্যায় খুব একটা ভালো কাটেনি তাঁর। ২০২১ সালে বসুন্ধরা কিংসে নাম লেখান। তারপর শেখ জামাল হয়ে ফর্টিসে। এখন দেখার অপেক্ষা কত দূর যেতে পারেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ৫২ মিনিটেই ওমর সারের গোলে লিড নেয় ফর্টিস। ৫৭ ও ৮৫ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন নোভা। শেষদিকে এক গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফকিরেরপুল।

দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সের হয়ে দুটি গোলই করেন সেনেগালের চিক সেনে। ম্যাচের ১৪ মিনিটে সেনে প্রথম গোল করেন। আর রেফারির বিদায়ী বাঁশির ঠিক আগ মুহূর্তে সেনে বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে একাই দ্বিতীয় ও শেষ গোলটি করেন।

প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন তিন ম্যাচে দ্বিতীয় জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট জমা করল। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী টানা তৃতীয় হার দেখল। মূলত তাদের দল গড়তে গিয়েই যত সমস্যা হয়। তাও জোড়াতালি দিয়ে একটা দল গড়ে চট্টগ্রাম আবাহনী। যায় ফল খুব একটা সুখকর হচ্ছে না!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত