অনলাইন ডেস্ক
গত নভেম্বরে জাতীয় দলের জার্সিটা গায়ে জড়িয়েছিলেন পিয়াস আহমেদ নোভা। দেশের হয়ে অভিষেক হওয়া সেই নোভাই আজ গাজীপুরে নজর কাড়লেন বল পায়ে। ফকিরেরপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটা ৩-০ গোলে জয় পায় ফর্টিস এফসি। যে ম্যাচে দুটি গোলই আসে নোভার সৌজন্যে।
এ জয়ে স্বস্তি ফিরল ফর্টিস এফসির পাশাপাশি নোভার মনেও। চলমান মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে ক্লাবটি। যার মধ্যে এটাই তাদের প্রথম জয়। আগে দুই ম্যাচের একটিতে ড্র আর বাকি ম্যাচে হেরেছিল ফর্টিস। সে জন্য এই ম্যাচে জয় পাওয়াটা তাদের খুব দরকার ছিল। আর দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঝলক দেখালেন নোভা। ক্লাব ক্যারিয়ারের অতীত অধ্যায় খুব একটা ভালো কাটেনি তাঁর। ২০২১ সালে বসুন্ধরা কিংসে নাম লেখান। তারপর শেখ জামাল হয়ে ফর্টিসে। এখন দেখার অপেক্ষা কত দূর যেতে পারেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ৫২ মিনিটেই ওমর সারের গোলে লিড নেয় ফর্টিস। ৫৭ ও ৮৫ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন নোভা। শেষদিকে এক গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফকিরেরপুল।
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সের হয়ে দুটি গোলই করেন সেনেগালের চিক সেনে। ম্যাচের ১৪ মিনিটে সেনে প্রথম গোল করেন। আর রেফারির বিদায়ী বাঁশির ঠিক আগ মুহূর্তে সেনে বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে একাই দ্বিতীয় ও শেষ গোলটি করেন।
প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন তিন ম্যাচে দ্বিতীয় জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট জমা করল। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী টানা তৃতীয় হার দেখল। মূলত তাদের দল গড়তে গিয়েই যত সমস্যা হয়। তাও জোড়াতালি দিয়ে একটা দল গড়ে চট্টগ্রাম আবাহনী। যায় ফল খুব একটা সুখকর হচ্ছে না!
গত নভেম্বরে জাতীয় দলের জার্সিটা গায়ে জড়িয়েছিলেন পিয়াস আহমেদ নোভা। দেশের হয়ে অভিষেক হওয়া সেই নোভাই আজ গাজীপুরে নজর কাড়লেন বল পায়ে। ফকিরেরপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটা ৩-০ গোলে জয় পায় ফর্টিস এফসি। যে ম্যাচে দুটি গোলই আসে নোভার সৌজন্যে।
এ জয়ে স্বস্তি ফিরল ফর্টিস এফসির পাশাপাশি নোভার মনেও। চলমান মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে ক্লাবটি। যার মধ্যে এটাই তাদের প্রথম জয়। আগে দুই ম্যাচের একটিতে ড্র আর বাকি ম্যাচে হেরেছিল ফর্টিস। সে জন্য এই ম্যাচে জয় পাওয়াটা তাদের খুব দরকার ছিল। আর দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঝলক দেখালেন নোভা। ক্লাব ক্যারিয়ারের অতীত অধ্যায় খুব একটা ভালো কাটেনি তাঁর। ২০২১ সালে বসুন্ধরা কিংসে নাম লেখান। তারপর শেখ জামাল হয়ে ফর্টিসে। এখন দেখার অপেক্ষা কত দূর যেতে পারেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ৫২ মিনিটেই ওমর সারের গোলে লিড নেয় ফর্টিস। ৫৭ ও ৮৫ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন নোভা। শেষদিকে এক গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফকিরেরপুল।
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সের হয়ে দুটি গোলই করেন সেনেগালের চিক সেনে। ম্যাচের ১৪ মিনিটে সেনে প্রথম গোল করেন। আর রেফারির বিদায়ী বাঁশির ঠিক আগ মুহূর্তে সেনে বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে একাই দ্বিতীয় ও শেষ গোলটি করেন।
প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন তিন ম্যাচে দ্বিতীয় জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট জমা করল। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী টানা তৃতীয় হার দেখল। মূলত তাদের দল গড়তে গিয়েই যত সমস্যা হয়। তাও জোড়াতালি দিয়ে একটা দল গড়ে চট্টগ্রাম আবাহনী। যায় ফল খুব একটা সুখকর হচ্ছে না!
এই না হলে এল ক্লাসিকো! বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচের স্কোরলাইন ৪-৩ বলেই শুধু নয়। উত্তেজনায় পরিপূর্ণ এল ক্লাসিকোতে রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজও পড়েছেন বিতর্কের মুখে।
৩৯ মিনিট আগেবিরাট কোহলির টেস্ট থেকে অবসর নিয়ে আলোচনা চলছিল গত কদিন ধরেই। অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় বললেন কোহলি।
২ ঘণ্টা আগেরাজশাহীতে আজ শুরু হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ছেলেদের ইমার্জিং টিমের ছেলেদের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে দাপট দেখিয়ে খেলছে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৬ উইকেটে ১৯১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। তারা ব্যাটিং করছে টস হেরে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা...
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাত ক্রিকেটকে বাজেভাবে প্রভাবিত করেছে। আইপিএল, পিএসএল শেষভাগে এসে স্থগিত করা হয়েছে। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ভারত-পাকিস্তানে অবস্থানরত বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে একটু অতিরঞ্জিত উপস্থাপন হয়েছে বলে জানিয়েছেন রিশাদ হোসেন।
২ ঘণ্টা আগে