Ajker Patrika

১০০ মিলিয়ন পাউন্ডের খেলোয়াড় নিয়েও হারে শুরু সিটির

১০০ মিলিয়ন পাউন্ডের খেলোয়াড় নিয়েও হারে শুরু সিটির

দল গড়তে টাকার বস্তা নিয়ে দলবদলের বাজারে নেমেছিল ম্যানচেস্টার সিটি। ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করে এস্টন ভিলা থেকে নিয়ে এসেছিল জ্যাক গ্রিলিশকে। এমনকি এই মুহূর্তে ক্লাব ফুটবলের সবচেয়ে দামি ক্লাবও ম্যানসিটি। কিন্তু কোনো কিছুই যেন জয় দিয়ে সিটির মৌসুম শুরুর জন্য যথেষ্ট ছিল না! টটেনহামের বিপক্ষে ১-০ গোলের হার দিয়েই মৌসুম শুরু করেছে পেপ গার্দিওলার দল। 

সিটির হারের বিপরীতে টটেনহামের নতুন কোচ নুনো এস্পিরিতো সান্তোর শুরুটা হলো দুর্দান্ত। স্পার্সদের হয়ে নিজের প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নদের হারানোর স্বাদ পেলেন পর্তুগিজ এই কোচ। 

টটেনহামের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে আক্রমণ ও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সিটিই। ৬৬ শতাংশ বলের দখল রেখে ১৮টি শট নেয় তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোল আর পাওয়া হয়নি। অন্যদিকে ম্যাচের ৫৫ মিনিটে টটেনহামকে জয়সূচক গোলটি এনে দেন সন হিউং-মিন।

ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভেঙে দলে আসা গ্রিলিশ। কিন্তু ম্যাচে কোনো পার্থক্য গড়তে পারেননি তিনি। উল্টো ম্যাচের শেষ দিকে হলুদ কার্ডও দেখতে হয়েছে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত