নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে স্কোর দুই শ পেরিয়ে যায় তারা।
টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান। কিউইদের শুরুটা ভালোই ছিল, ওপেনিং জুটিতে তোলে ৩৬ রান। দিনের ১২ তম ওভারে জো কার্টারকে (১৭) বোল্ড করে খালেদ বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। দলীয় রান একই অবস্থায় রেখে ১৩ তম ওভারে এনামুলের বলে বোল্ড হন আরেক ওপেনার রাইস মারিউ (১৩)।
১০১ রান স্কোরে জমা হতেই ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। সপ্তম উইকেটে ফক্সফোর্ড ও মিচেল হে হয়ে ওঠেন গলার কাঁটা। মাঝে ২৭ ওভারে বাংলাদেশ নিতে পারেনি উইকেট। এ দুই ব্যাটার জুটিতে যোগ করেন ৯৮ রান। দলীয় ১৯৯ রানে ফক্সফোর্ডকে (৪৭) বোল্ড করে খালেদ বাংলাদেশকে এনে দেন দারুণ ব্রেক-থ্রু।
দিন শেষে খালেদ ৪টি, এনামুল ৩টি ও ইবাদত হোসেন নিয়েছেন ১টি উইকেট। মিচেল ৬৮ রানে এবং ক্রিস্টিয়ান ক্লার্ক ১২ রানে অপরাজিত আছেন।
ওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে স্কোর দুই শ পেরিয়ে যায় তারা।
টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান। কিউইদের শুরুটা ভালোই ছিল, ওপেনিং জুটিতে তোলে ৩৬ রান। দিনের ১২ তম ওভারে জো কার্টারকে (১৭) বোল্ড করে খালেদ বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। দলীয় রান একই অবস্থায় রেখে ১৩ তম ওভারে এনামুলের বলে বোল্ড হন আরেক ওপেনার রাইস মারিউ (১৩)।
১০১ রান স্কোরে জমা হতেই ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। সপ্তম উইকেটে ফক্সফোর্ড ও মিচেল হে হয়ে ওঠেন গলার কাঁটা। মাঝে ২৭ ওভারে বাংলাদেশ নিতে পারেনি উইকেট। এ দুই ব্যাটার জুটিতে যোগ করেন ৯৮ রান। দলীয় ১৯৯ রানে ফক্সফোর্ডকে (৪৭) বোল্ড করে খালেদ বাংলাদেশকে এনে দেন দারুণ ব্রেক-থ্রু।
দিন শেষে খালেদ ৪টি, এনামুল ৩টি ও ইবাদত হোসেন নিয়েছেন ১টি উইকেট। মিচেল ৬৮ রানে এবং ক্রিস্টিয়ান ক্লার্ক ১২ রানে অপরাজিত আছেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেছে জাতীয় দল। ম্যাচটা ছিল নেহাতই ঝালিয়ে নেওয়ার। তবে ক্রিকেটাররা খেলেছেন যথেষ্ট সিরিয়াস মুডে।
৩ ঘণ্টা আগেফ্ল্যাশিং মিডোয় এবারই লাকোস্ত জ্যাকেটে প্রথম দেখা গেল নোভাক জোকোভিচকে। রাফায়েল নাদালের অনুকরণে হাতাকাটা পোশাক পরেছেন জ্যাক ড্র্যাপার। লাকোস্ত জ্যাকেট নিয়ে যতটা না সার্বিয়ান জোকোভিচ কিংবা হাতাকাটা পোশাক পরে ব্রিটিশ ড্র্যাপার আলোচিত, তার চেয়ে নিজের নতুন লুক নিয়ে অনেক বেশি আলোচিত কার্লোস আলকারাস।
৫ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। হাতে আছে ৬ মাস। প্রস্তুতি নিতে পরিকল্পনাও গুছিয়ে ফেলেছে বাফুফে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান কাপের প্রস্তুতি। আজ বাফুফে ভবনে এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
৭ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে আজ ভারতে পা রেখেছে বাংলাদেশ হকি দল। কলকাতা থেকে রাতে টুর্নামেন্টের মূল ভেন্যু বিহারের রাজগীরে পৌঁছানোর কথা তাদের।
৯ ঘণ্টা আগে