ডাকনাম—‘দ্য টাইগার কিং’। বাঙলায়নে ‘বাঘ রাজা’। মাঠে ক্ষিপ্রতার জন্য মাতেও রেতেগুইকে ডাকা হয় এই নামে। গতরাতে বাঘ রাজা যে কী পরিমাণ ক্ষুধার্ত ছিলেন সেটি হাড়ে হাড়ে টের পেয়েছে জেনোয়া।
কী করেছেন রেতেগুই? নিজের সাবেক ক্লাব জেনোয়ার বিপক্ষে হ্যাটট্রিকে আতালান্তাকে নিজেদের মাঠে ৫-১ গোলের দাপুটে জয় এনে দিয়েছেন এই ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। সঙ্গে ছুঁয়েছেন একটি মাইলফলকও।
জেনোয়া ছেড়ে এ মৌসুমে আতালান্তায় যোগ দেন রেতেগুই। ক্লাবটির হয়ে অভিষেক মৌসুমেই সিরি আর প্রথম সাত ম্যাচেই ৭ গোল করলেন তিনি। এমন কীর্তি আগে ছিল চার ইতালিয়ানের—রবার্তো বাজ্জো (বোলোনা), দারিও হাবনার (পিয়াসেনজা), এমিলিয়ানো বোনাৎসোলি (সাম্পদোরিয়া) ও মারিও বালোতেল্লির (এসি মিলান)। সিরি আয় নির্দিষ্ট ক্লাবের হয়ে অভিষেকের প্রথম সাত ম্যাচেই ৭ গোল পেয়েছিলেন তাঁরা।
১৯৯৪-৯৫ মৌসুম থেকে শুরু এই কীর্তির সংক্ষিপ্ত তালিকায় এবার কিংবদন্তিদের পাশে বসলেন রেতেগুইও। জেনোয়ার বিপক্ষে তাঁর প্রথম গোল দুটি এসেছে ২৪ ও ৫০ মিনিটে। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে পূরণ করেন হ্যাটট্রিক। ২০২৪-২৫ মৌসুমের সিরি আর গোলদাতাদের তালিকাতেও শীর্ষে আছে তিনি। সমান ৭ ম্যাচে ৭ গোল করেছেন ইন্টার মিলানের মার্কাস থুরামও। সান সিরোতে গতরাতে তোরিনোর বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এই ইন্টার মিলান তারকাও।
৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার রেতেগুই চাইলে হতে পারতেন লিওনেল মেসিদের সতীর্থও। জন্ম তাঁর আর্জেন্টিনায়। রিভার প্লেট ও বোকা জুনিয়র্সে কাটিয়েছেন শৈশব। ২০১৮ সালে আর্জেন্টিনার অন্যতম সফল ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে পেশাদারি ফুটবল অভিষেক। রেতেগুইয়ের বেড়ে ওঠা ক্রীড়া পরিবারে। বাবা ও বোন ছিলেন হকি খেলোয়াড়।
আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেললেও রেতেগুই জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন ইতালিকে। আজ্জুরিদের জার্সিতে গত বছর অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে করেছেন ৪ গোল। পরশু কোচ লুসিয়ানো স্পালোত্তি ঘোষিত উয়েফা নেশনস লিগের পরের দুই ম্যাচের জন্য ইতালি দলেও আছেন রেতেগুই।
ডাকনাম—‘দ্য টাইগার কিং’। বাঙলায়নে ‘বাঘ রাজা’। মাঠে ক্ষিপ্রতার জন্য মাতেও রেতেগুইকে ডাকা হয় এই নামে। গতরাতে বাঘ রাজা যে কী পরিমাণ ক্ষুধার্ত ছিলেন সেটি হাড়ে হাড়ে টের পেয়েছে জেনোয়া।
কী করেছেন রেতেগুই? নিজের সাবেক ক্লাব জেনোয়ার বিপক্ষে হ্যাটট্রিকে আতালান্তাকে নিজেদের মাঠে ৫-১ গোলের দাপুটে জয় এনে দিয়েছেন এই ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। সঙ্গে ছুঁয়েছেন একটি মাইলফলকও।
জেনোয়া ছেড়ে এ মৌসুমে আতালান্তায় যোগ দেন রেতেগুই। ক্লাবটির হয়ে অভিষেক মৌসুমেই সিরি আর প্রথম সাত ম্যাচেই ৭ গোল করলেন তিনি। এমন কীর্তি আগে ছিল চার ইতালিয়ানের—রবার্তো বাজ্জো (বোলোনা), দারিও হাবনার (পিয়াসেনজা), এমিলিয়ানো বোনাৎসোলি (সাম্পদোরিয়া) ও মারিও বালোতেল্লির (এসি মিলান)। সিরি আয় নির্দিষ্ট ক্লাবের হয়ে অভিষেকের প্রথম সাত ম্যাচেই ৭ গোল পেয়েছিলেন তাঁরা।
১৯৯৪-৯৫ মৌসুম থেকে শুরু এই কীর্তির সংক্ষিপ্ত তালিকায় এবার কিংবদন্তিদের পাশে বসলেন রেতেগুইও। জেনোয়ার বিপক্ষে তাঁর প্রথম গোল দুটি এসেছে ২৪ ও ৫০ মিনিটে। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে পূরণ করেন হ্যাটট্রিক। ২০২৪-২৫ মৌসুমের সিরি আর গোলদাতাদের তালিকাতেও শীর্ষে আছে তিনি। সমান ৭ ম্যাচে ৭ গোল করেছেন ইন্টার মিলানের মার্কাস থুরামও। সান সিরোতে গতরাতে তোরিনোর বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এই ইন্টার মিলান তারকাও।
৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার রেতেগুই চাইলে হতে পারতেন লিওনেল মেসিদের সতীর্থও। জন্ম তাঁর আর্জেন্টিনায়। রিভার প্লেট ও বোকা জুনিয়র্সে কাটিয়েছেন শৈশব। ২০১৮ সালে আর্জেন্টিনার অন্যতম সফল ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে পেশাদারি ফুটবল অভিষেক। রেতেগুইয়ের বেড়ে ওঠা ক্রীড়া পরিবারে। বাবা ও বোন ছিলেন হকি খেলোয়াড়।
আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেললেও রেতেগুই জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন ইতালিকে। আজ্জুরিদের জার্সিতে গত বছর অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে করেছেন ৪ গোল। পরশু কোচ লুসিয়ানো স্পালোত্তি ঘোষিত উয়েফা নেশনস লিগের পরের দুই ম্যাচের জন্য ইতালি দলেও আছেন রেতেগুই।
শ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটার এশিয়া কাপের দলে সুযোগ না পাওয়ায় হয়েছিল অনেক সমালোচনা। অজিত আগারকারও উত্তর দিতে গিয়ে এক রকম নিরুপায় হয়ে পড়েছিলেন। অফফর্ম থাকলে তো জায়গা মেলেই না। এমনকি ফর্মে থাকা ক্রিকেটারও ভারতের একাদশে সুযোগ পান না।
৪০ মিনিট আগেলিটন দাস এত ধারাবাহিক কবে ছিলেন, সেই প্রশ্নের উত্তর হয়তো তিনি নিজেও খুঁজে পাবেন না। ‘হ্যালির ধূমকেতু’র মতো অনেক দিন পরপর জ্বলে ওঠা লিটন রানের বন্যা বইয়ে দিচ্ছেন। বাংলাদেশের অধিনায়কের দুর্দান্ত ব্যাটিং দেখে প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম জাফর-মুরালি কার্তিকরা।
২ ঘণ্টা আগেনানা মুনির নানা মত—এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট এলে বহুল প্রচলিত এই কথাটার বাস্তব প্রমাণ দেখা যায়। টুর্নামেন্টে কে হবে চ্যাম্পিয়ন, কার দৌড় কত দূর—এসব নিয়ে চলে বিভিন্ন আলাপ-আলোচনা। তবে বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব এগুলো নিয়ে তেমন একটা ভাবেন না।
৩ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি ৯ মাস সময়। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে আগামী বছরের জুন-জুলাইয়ে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। কিন্তু ভক্ত-সমর্থকদের যে ফুটবলের এই উৎসব দেখতে তর সইছে না। প্রথম দফায় টিকিট ছাড়তেই ফিফার সাইটে ভক্ত-সমর্থকেরা হুমড়ি খেয়ে পড়েছেন।
৪ ঘণ্টা আগে