বিপদ কখনো বলেকয়ে আসে না—বহুল প্রচলিত এই কথারই বাস্তব প্রমাণ যেন দেখা গেল গত রাতে সিরি ‘আ’তে। হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে যান ইভান এনডিকা। ফলে বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করতে হয়েছে।
ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’-এর ম্যাচে মুখোমুখি হয় উদিনেস ও রোমা। ৭১ মিনিটের ম্যাচ তখন ১-১ সমতায়। বুকে ব্যথায় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন রোমার ডিফেন্ডার এনডিকা। এনডিকার অবস্থা গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। উদিনেস-রোমা দুই দলই আর খেলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে এখানেই ম্যাচ স্থগিত করা হয়।
পরবর্তী সময় অবশ্য এনডিকার অবস্থা ভালো বলে জানা গেছে। রোমার এক্স হ্যান্ডলে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি মাংসপেশি নাড়াচড়া করার ব্যায়াম করছেন। রোমে ফেরার আগে রোমা দল এনডিকার সঙ্গে দেখাও করেছে। এক বিবৃতিতে রোমা বলেছে, ‘এনডিকা আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। তাঁকে আরও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে হবে।’
এনডিকার অবস্থার উন্নতি হওয়ায় উদিনেসের বিপক্ষে ম্যাচটি পুনরায় খেলার কথা ভাবছে। খেলা পুনরায় কবে হবে, তার কোনো তারিখ এখনো জানা যায়নি। ইতালিয়ান এক সংবাদমাধ্যম লে গ্যাজেত্তা দেলো স্পোর্তের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের পর সিদ্ধান্ত (রোমা-উদিনেস ম্যাচ পুনরায় শুরু) নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রোমা-মিলান। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে উদিনেস-রোমা ম্যাচের সূচি। খেলা আবার শুরু হলে ৭১ মিনিটের পর থেকেই হবে।
এবারের সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইন্টার মিলান। ৩২ ম্যাচে ২৬ জয়, ৫ ড্র ও ১ পরাজয়ে ৮৩ পয়েন্ট এখন ইন্টারের। দুই ও তিনে থাকা এসি মিলান ও জুভেন্টাসের পয়েন্ট ৬৯ ও ৬৩। পয়েন্ট তালিকার পাঁচে আছে রোমা। ৩১ ম্যাচে দলটির পয়েন্ট ৫৫।
বিপদ কখনো বলেকয়ে আসে না—বহুল প্রচলিত এই কথারই বাস্তব প্রমাণ যেন দেখা গেল গত রাতে সিরি ‘আ’তে। হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে যান ইভান এনডিকা। ফলে বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করতে হয়েছে।
ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’-এর ম্যাচে মুখোমুখি হয় উদিনেস ও রোমা। ৭১ মিনিটের ম্যাচ তখন ১-১ সমতায়। বুকে ব্যথায় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন রোমার ডিফেন্ডার এনডিকা। এনডিকার অবস্থা গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। উদিনেস-রোমা দুই দলই আর খেলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে এখানেই ম্যাচ স্থগিত করা হয়।
পরবর্তী সময় অবশ্য এনডিকার অবস্থা ভালো বলে জানা গেছে। রোমার এক্স হ্যান্ডলে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি মাংসপেশি নাড়াচড়া করার ব্যায়াম করছেন। রোমে ফেরার আগে রোমা দল এনডিকার সঙ্গে দেখাও করেছে। এক বিবৃতিতে রোমা বলেছে, ‘এনডিকা আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। তাঁকে আরও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে হবে।’
এনডিকার অবস্থার উন্নতি হওয়ায় উদিনেসের বিপক্ষে ম্যাচটি পুনরায় খেলার কথা ভাবছে। খেলা পুনরায় কবে হবে, তার কোনো তারিখ এখনো জানা যায়নি। ইতালিয়ান এক সংবাদমাধ্যম লে গ্যাজেত্তা দেলো স্পোর্তের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের পর সিদ্ধান্ত (রোমা-উদিনেস ম্যাচ পুনরায় শুরু) নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রোমা-মিলান। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে উদিনেস-রোমা ম্যাচের সূচি। খেলা আবার শুরু হলে ৭১ মিনিটের পর থেকেই হবে।
এবারের সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইন্টার মিলান। ৩২ ম্যাচে ২৬ জয়, ৫ ড্র ও ১ পরাজয়ে ৮৩ পয়েন্ট এখন ইন্টারের। দুই ও তিনে থাকা এসি মিলান ও জুভেন্টাসের পয়েন্ট ৬৯ ও ৬৩। পয়েন্ট তালিকার পাঁচে আছে রোমা। ৩১ ম্যাচে দলটির পয়েন্ট ৫৫।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৪ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহীরা আজ শুরু করে দিতে পারেন আবেদন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৩ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে